26/11/2025
পাহাড়ের সেই সরু পথ, সবুজের গন্ধ, শান্ত বাতাস, আর তিনজনের অদ্ভুত বন্ধন—এই সবকিছু মিলে তৈরি হয়েছিল জীবনের এমন এক মুহূর্ত, যা সময় কখনো মুছতে পারবে না।
কারণ—
কিছু স্মৃতি ছবিতে থাকে, আর কিছু হৃদয়ের ভেতর।
এই ছবি—আর এই দিন—ঠিক সেই রকমই।