
12/09/2025
পুরান ঢাকায় অনেক পুরোনো নিরামিষ ভোজনালয় আছে, যেমন তাঁতীবাজারের হোটেল জগন্নাথ ভোজনালয়, যারা বহু বছর ধরে নিরামিষ খাবার বিক্রি করে আসছে এবং ঐতিহ্য ধরে রেখেছে। তবে আমরা গিয়েছি গোবিন্দ প্রসাদালয় এ। এই ভোজনালয়গুলোতে কাশ্মীরি পনির, ছানার ধোকা, সয়াবিন সবজি, পটল-সরিষা ভুনা ও ডালের বড়ার মতো ঐতিহ্যবাহী নিরামিষ পদ পাওয়া যায়।