Sujanchtblog

Sujanchtblog জিতবে যখন জেতার জন্য কাজ করে যাবেন

অতঃপর মাগুরায় ধ*র্ষ'ণের শিকার হওয়া ৮ বছরের শিশু আছিয়া চোখের পাতা খুলেছে!'
11/03/2025

অতঃপর মাগুরায় ধ*র্ষ'ণের শিকার হওয়া ৮ বছরের শিশু আছিয়া চোখের পাতা খুলেছে!'

11/03/2025
31/03/2024

একটি গুইসাপের কুকুরগুলোকে আক্রমণ

28/03/2024

Skywalk in Bangkok

18/08/2022

🤸‍♀️🧟‍♂️পৃথিবীতে একপ্রকার অরাজকতা বিরাজ করছে।

🏄‍♂️মহামারিতে বিশ্ব উত্তাল পাতাল,
🤼‍♂️🤼‍♂️একদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অন্যদিকে চীন- তাইওয়ান সংঘর্ষ,
🙈👽বিশ্বে মন্দাভাব, দেশের অবস্থা আরও নাজুক,। দ্রব্য মূল্য উর্ধ্বগতি,জ্বালানি তেলের আকাশ ছোয়া মূল্য, সাধারণ মানুষের নাগালের বাইরে।
💥💥অপরদিকে মানুষের উপর প্রকৃতির বিরূপ মনোভাবের কারণে ইউরোপ সহ গোটা বিশ্ব জ্বলছে।
💥প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্ট দাবানল বিশ্বমন্ডলে উষ্ণতা দ্রুত গতিতে বাড়তে থাকলে পৃথিবী ছাই হয়ে যাবে বলে মনে হচ্ছ।
💫💫অন্যদিকে মানুষ মানুষের মধ্যে দ্বন্ধ, হানাহানি, রাষ্ট্রে -রাষ্ট্রে দ্বন্দ্ব যুদ্ধ একে অন্যের উপর নিষেধাজ্ঞা বিশ্বে এক অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করেছে।
✍️✍️এমতাবস্থায় বিশ্ব ও বিশ্বের মানুষের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে?
👤👤মনে চিন্তার উদ্রেক সৃষ্টি করে????

13/08/2022

#নতুন শিক্ষাক্রম অনুমোদন দিয়েছে সরকার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি!
===============================
#এক পলকে দেখে নিন পুরোটা:

🔖২০২৩ সাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে (শুক্র ও শনিবার) দু’দিন ছুটি থাকবে।

🔖পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। অর্থাৎ, দশম শ্রেণির আগে কোনো কেন্দ্রীয় বা পাবলিক পরীক্ষা নেই।

🔖 প্রাথমিকে তৃতীয় শ্রেণি পর্যন্তও কোনো পরীক্ষা থাকবে না।

🔖চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪০ আর একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ৩০ শতাংশ মূল্যায়ন হবে শিক্ষাপ্রতিষ্ঠানে।

🔖বিজ্ঞান, মানবিক ও বিজনেস স্টাডিজ বলতে মাধ্যমিকে কোনো বিভাগ থাকবে না। এটি চালু হবে এইচএসসিতে।

👉দশম শ্রেণির পাঠ্যসূচির উপরই বোর্ড পরীক্ষায় এসএসসির ফল হবে।

👉প্রাক-প্রাথমিকের শিশুদের জন্য আলাদা বই থাকবে না, শিক্ষকেরাই শেখাবেন।

🗣️প্রাথমিকে পড়তে হবে আটটি বই।

💢নতুন শিক্ষাক্রমে প্রাক্-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০ ধরনের শেখার ক্ষেত্র ঠিক করা হয়েছে।

#এগুলো হলোঃ-

১) ভাষা ও যোগাযোগ,
২) গণিত ও যুক্তি,
৩) জীবন ও জীবিকা,
৪) সমাজ ও বিশ্ব নাগরিকত্ব,
৫) পরিবেশ ও জলবায়ু,
৬) বিজ্ঞান ও প্রযুক্তি,
৭) তথ্য ও যোগাযোগপ্রযুক্তি,
৮) শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা,
৯) মূল্যবোধ ও নৈতিকতা
১০) শিল্প ও সংস্কৃতি।
©

Address

Kosti

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sujanchtblog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share