MNB CKM

MNB CKM Hi! This is MNB vlogs. Welcome to my vlog.

Here, we will try to show you in my daily life, what I like to do in one word eating, traveling, cooking, fishing hunting & making something.

16/08/2024

রাতের ঘটনা....

12/08/2024

রাঙামাটি সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তর মিশিল..💪😎

08/08/2024

আগামীকাল রাতে রাঙামাটি T&T এলাকায় হঠাৎ আগুন জনমনে আতঙ্ক।

সদ্য এসএসসি পাশ করা শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দেই!১. যদি আপনার বাবার ৪-৫ লাখ টাকা থাকে তাহলে ড্রাইভিং, ইলেকট্...
02/06/2024

সদ্য এসএসসি পাশ করা শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দেই!

১. যদি আপনার বাবার ৪-৫ লাখ টাকা থাকে তাহলে ড্রাইভিং, ইলেকট্রিক কাজ, এসি ফ্রিজ মাস্টার, পাইপলাইন এর কাজ শিখুন মনোযোগ দিয়ে একবছর শিখলে শিখে যাবেন, এর মাঝে পার্সপোর্ট করে রাখুন, ভালো কোন এজেন্সি দেখে মধ্যপ্রাচ্যে যান। বিদেশে দক্ষ হয়ে গেলে কাজের অভাব নাই, মাসে লাখ টাকা কামাবেন কোন ব্যাপার নয়

২. বিদেশ না যেতে চাইলে মানবিক বিভাগে ভর্তি হউন...অটোমোবাইল এর কাজ শিখুন,,, অটোমবাইল এর কাজের কী দাম সেটা যার গাড়ি আছে সই ভালো জানে।

৩. আপনার বাবার যদি মোটামুটি জমি জমা থাকে তাহলে আপনাকে বিদেশ যাওয়ার দরকার নাই... বাবার থেকে লাখ দুয়েক টাকা নিয়ে গরুর খামার করুন, আপরার বন্ধু ইন্টার পাশ করার আগেই আপনি দশটা গরুর মালিক হয়ে যাবেন!

৪. রাশিয়ান, চিনা, জার্মান, ইংরেজি, কোরিয়ান ভাষা শিখুন কাজের অভাব থাকবেনা! এমন কোম্পানি আছে যারা মাসে ৫ লাখ টাকা দিয়ে এমন লোক রাখে, তবে ইন্টারের লেখাপড়া কন্টিনিও রাখতে হবে।

৫. আপনার যদি ডাক্তার ইন্জিনিয়ার, হওয়ার ইচ্ছে থাকে, আর সেই পরিমান রেজাল্ট থাকে তাহলে তাহলে ৩ হাজার টাকা দিয়ে একটা স্টাডি টেবিল কিনুন আর হাতের ফোনটা টয়লেটের কোমডে ফেলে দিয়ে এখনি পড়তে বসুন।

৬. সবকিছুর মাঝে সার্টিফিকেট এর জন্য যেকোন কলেজে ভর্তি হয়ে থাকবেন,তাহলে কেউ মুর্খ কামলা বলতে পারবেনা।

৭. আপনি যদি লম্বা, ফিটপাট হয়ে থাকেন তাহলে বয়স থাকাকালিন বাহিনি গুলোর সব সার্কুলারে আবেদন করতে হবে। যদি লেগে যায়!

উপরের পরামর্শ গুলা স্কিন শর্ট দিয়ে রেখো, কারণ এখন এগুলো তোমারদের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু যখন অর্নাস পাশ করবা তখন দেখবা একটা মালির চাকরির জন্য লাখ লাখ মানুষ পরিক্ষা দিচ্ছে। তখন বুঝবা এসব বলার মানে কী।
সংগৃহীত

পানি শোষণকারী পরিবেশের ক্ষতিকারক সেগুন গাছ।এটি নিরক্ষীয় ও ক্রান্তিয় অঞ্চলের এক প্রজাতির গাছ। এর বৈজ্ঞানিক নাম Tectona ...
01/06/2024

পানি শোষণকারী পরিবেশের ক্ষতিকারক সেগুন গাছ।এটি নিরক্ষীয় ও ক্রান্তিয় অঞ্চলের এক প্রজাতির গাছ। এর বৈজ্ঞানিক নাম Tectona grandis ।এ গাছের কাঠ বেশ শক্ত হয় এবং আসবাবপত্র বানাতে সেগুন কাঠের ব্যবহার সমাদৃত ।
প্রতিটি সেগুন গাছ মাটি থেকে ৩০ফটু গভীরতা থেকে পানি শোষণ করে।
তাই স্বাভাবিক পরিবেশের জন্য সেগুন গাছ খুবই ক্ষতিকারক।
সেগুনের আদি নিবাস মায়ানমার। ১৮৭১ সালে প্রথম চট্টগ্রামের কাপ্তাই-এ এ গাছ বপন করা হয়। পরে ১৮৭৩ সাল থেকে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেট বনাঞ্চলে সেগুন লাগানো শুরু হয়। বর্তমানে দেশের প্রায় সর্বত্রই উন্নতমানের কাঠের বৃক্ষ হিসেবে এটি রোপণ করা হচ্ছে।
পাহাড়ের আনাছে-কানাছে রোপন করা হয়েছে সেগুন গাছের। পানি শোষক সেগুন গাছের কারনে পাহাড়ে পানির স্তর কমে গেছে।
প্রতিটি সেগুন গাছ মাটির ভিতর ৩০ গভীরতা থেকে পানি শোষণ করে।সেগুন গাছের নিচে কোনো ফলন হয় না। সব পানি চুষে নেয়। ৭০/৮০ দশকে পাহাড়ে পানির স্তর ছিল প্রচুর। পাহাড় গাছপালা-লতা পাতা, গগুল্ম কেটে পাহাড় জুরে সেগুন গাছের বাগান হওয়ায় পাহাড়ে পানির স্তর আগের মতো নাই। তাই বৃষ্টির সময়েও বৃষ্টি হচ্ছে না।
আগামী ৪০/৫০ বছরে পানির জন্য হা হা কার হবে পাহাড়ে।সামান্য পানির জন্য কঠোর কষ্ট করতে হবে।তবুও পানি মিলবে না।
তাই পরিবেশ বিরোধী সেগুন গাছ লাগানোর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সম্মিলিতভাবে।
"সংগীত "

11/05/2024

আবারো রাঙামাটি কাপ্তাই সড়কে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ।

10/04/2024

রাঙামাটিতে বিজুর আনুষ্ঠানিকতা শুরু

02/12/2023

কিছুক্ষণ আগে রাংগামাটি বিসিক এর সামনে ভয়াবহ অগ্নিকান্ড।

01/12/2023

Light camera Action 😎

05/11/2023

শীত আসলেই সবাই BBQ Party করতে পছন্দ করে। কিন্তু BBQ Party করতে চুলা লাগে কয়লা লাগে। এসব যোগার করাও কিন্তু একটা সহজ নয়। আর বিশেষ করে গুরুত্ব দিতে হয় কয়লার উপর। কয়লা ভালো না হলে, শুকনো না হলে তাহলে তো মহা বিপদ। এজন্য আপনারা সহজে বহন যোগ্য এই বারবিকিউ চুলাটি ব্যাবহার করতে পারেন। এটির সাইজ ৭.৫ ইঞ্চি / ১৩ ইঞ্চি গভীরতা চার ইঞ্চি হওয়াই ছোট্ট একটি ব্যাগে নিয়ে সহজে বহন করা যায়। আর সাথে পাচ্ছেন মান সম্মত কয়লা/ Charcoal briquettes ফ্রি.....। এই কয়লার ব্যাবহার সচরাচর চীন, জাপান, কোরিয়ায় বেশি দেখা যায়। এগুলো আপনাকে রোদে শুকাতে হবে না শুধু নিবেন আর জ্বালিয়ে দিবেন আপনার কাজ শেষ একবার আগুন ধরলেই আর নিভে যায় না আর দীর্ঘক্ষন জ্বলে, তাই অনেক সাশ্রয়ী এই কয়লা গুলো। পরবর্তীতে লাগলে এই কয়লাগুলো আমার কাছথেকে নিতে পারবেন আমি নিজেই এগুলো তৈরি করি।
বারবিকিউ চুলা এবং কয়লা/ Charcoal briquettes জন্য সরাসরি কল করতে পারেন 📞 01646239661 / 01828807153...

28/10/2023

সাধারণত জনগনের কাছে এই বারের মত রক্ষা পেল মহিষাসুর।

Address

Debashis Nagar
Rangamati
4500

Website

Alerts

Be the first to know and let us send you an email when MNB CKM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share