Bangla 2.0

Bangla 2.0 সবাই একটু সাপোর্ট করবেন
(5)

কি পরিমাণ ক্ষুধার্ত থাকলে একটা বিস্কুটের প্যাকেটের দিকে এভাবে তাকিয়ে থাকে 😭💔
07/04/2025

কি পরিমাণ ক্ষুধার্ত থাকলে একটা বিস্কুটের প্যাকেটের দিকে এভাবে তাকিয়ে থাকে 😭💔

03/04/2025

এদের চালাই আর থাকতে পারি না
ফেসবুকে ঢুকলে চুর/ডাকাত/মাদার/এইসব আর কতদিন দেখতে হবে দেশের জনগন😟

01/04/2025

এরাই ছাড়া আর কেউ না🤣

31/03/2025

ঈদে নতুন জামা পড়া হলো না । স্বামীর হাতে
খুন লোকেশন মতলব উত্তর চাঁদপুর
ঠেটালিয়া গ্রাম😢

03/11/2024

ল্যাম্বরগিনি রক্ষা করো, নিজে রেখে দাও - Protect The Lamborghini, Keep It


゚viral
#মিস্টারবিস্টবাংলা

মিস্টার বিস্ট

15/09/2024

হালায় কামডা করল কি😱🦈🐬🐠🦭

08/08/2024

আমি নির্লজ্জ
আমি বেহায়ার😭

//দয়া করে এই পোস্ট টি কেউ এড়িয়ে যাবেন না  🙏//ছবিতে থাকা এই লোকগুলোকে দেখুন, কি অসহায় ওদের চাহনি, একরাশ দুশ্চিন্তা আর...
02/05/2024

//দয়া করে এই পোস্ট টি কেউ এড়িয়ে যাবেন না 🙏//

ছবিতে থাকা এই লোকগুলোকে দেখুন, কি অসহায় ওদের চাহনি, একরাশ দুশ্চিন্তা আর ক্লান্ত শরীর নিয়ে দাঁড়িয়ে আছে কোন এক নামিদামি রেস্তোরায়। আমার আর আপনার বাসায় খাবার পৌঁছে দেয়ার জন্য। আর রেস্তোরাঁটি যদি খুব চাকচিক্যে ভরা হয়ে থাকে, তাহলে তাদের অসহায়ত্ব যেন আরো বেড়ে যায়! কারণ চারিপাশে আমি আর আপনি অনেক দামি দামি পোশাক পরে হাজার হাজার টাকার খাবার নিয়ে বসে আছি। কিন্তু দেখুন আমরা একবারের জন্যেও ওদের দিকে তাকায় দেখি না! কি অদ্ভুত তাইনা আমরা? ওদের তো আমাদের মত এই শখ বা ইচ্ছে গুলো আছে? কিন্তু কি করার, দারিদ্রতা নামক রোলার কোস্টারের নিচে প্রতিদিন ই ওদের স্বপ্নগুলো/ সবগুলো পৃষ্ঠ হতে থাকে।

আচ্ছা, আমরাও ত ওদের জায়গায় হতে পারতাম? ঠিক না?? আমরা একবারও কি নিজেদেরকে ওদের জায়গায় রেখে ভেবে দেখেছি?? মনে হয় না!!! কারণ আমাদের এত সময় কই??

মহান রবের কাছে লাখো কোটি শুকরিয়া.... কয়জনই বা করি??? আজকে আমি যে অবস্থানে আছি তা তো তিনি চেয়েছেন বলেই পেয়েছি। তাই নয় কি?? নতুবা এই ভাইদের জায়গায়, আমি আপনিও তো হতে পারতাম।

আচ্ছা এবার কাজের কথা বলি, বর্তমানে রোদের দাবদাহে আমরা সবাই কষ্ট পাচ্ছি। জাতিগতভাবে আমরা একটু ভজন রসিক, আর বর্তমান আধুনিক সমাজের কথা নাই বললাম আমরা পছন্দ করি দামি দামি রেস্টুরেন্টে গিয়ে খেতে। কিন্তু বর্তমানে রোদ বা গরমে কষ্ট হবে দেখে আমরা অনেকেই বাসা থেকে বের হচ্ছি না। আমরা ঘরে AC এর নিচে বসেই অনলাইন অর্ডার দিচ্ছে। কারন আমরা জানি আমাদের খাবার ঘরে পৌঁছে দেয়ার জন্য হাজারো মানুষ ( ভাই ❤️) কষ্ট করতে রাজি। So আমি কেন কষ্ট করে বাহিরে যাব??

আরে ভাই একবারও কি ভেবে দেখেছি, এই মানুষগুলো কেবলমাত্র দারিদ্রতার জন্য এতটা কষ্ট করতে প্রস্তুত। ওরা তো পারতো বিভিন্ন খারাপ কাজে জড়িয়ে যেতে, আমার আপনার ক্ষতি করতে। কিন্তু না, ওরা হালাল পথে বেছে নিয়েছে।
ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে, খেয়ে না খেয়ে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, মাইলের পর মাইল পায়ে হেটে বা সাইকেল চালিয়ে, সঠিক সময়ের মধ্যে আমাদের জন্য খাবার নিয়ে আসে। যাতে আপনার আর আমার কষ্ট না হয়। সঠিক সময়ে যেন আমাদের পেটের খিদা মেটে। কত টাকা ই বা পায় ওরা?? খুব কি বেশি?

এমন শান্তির জায়গায় আপনি কার সঙ্গে  কিছু সময় কাটাতে চান ❤️🥀
18/04/2024

এমন শান্তির জায়গায় আপনি কার সঙ্গে কিছু সময় কাটাতে চান ❤️🥀

- বাবার পেশা টা বড় না হলেও বাবার সম্মান টা অনেক বড়..!🥰❤️
04/04/2024

- বাবার পেশা টা বড় না হলেও বাবার সম্মান টা অনেক বড়..!🥰❤️

এটা কি ফুল কেউ বলতে পারবেন😍
01/04/2024

এটা কি ফুল কেউ বলতে পারবেন😍

Address

Rangamati

Alerts

Be the first to know and let us send you an email when Bangla 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangla 2.0:

Share