
21/02/2025
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকলকে শুভেচ্ছা। সকল ভাষা শহীদদের জানাই শ্রদ্ধা ও প্রনাম।
প্রত্যেক মানুষের মাতৃভাষা বিদ্যমান। তাই আমাদেরও মাতৃভাষা হয়েছে। আর আমাদের মাতৃভাষার নাম তঞ্চঙ্গ্যা। আমরা তঞ্চঙ্গ্যা ভাষাতে কথা বলি, মনের ভাব প্রকাশ করি। তঞ্চঙ্গ্যা আমাদের কথা বলার মূল মন্ত্র। আমরা তঞ্চঙ্গ্যাতে চিন্তা করি, তঞ্চঙ্গ্যাতে ভাবি, তঞ্চঙ্গ্যাতে চলি।
সকল মাতৃভাষার প্রতি রইল সম্মান। বেঁচে থাকুক এভাবে সারাজীবন আমাদের মাতৃভাষাগুলো।