12/09/2025
১৮ থেকে ২৫ একটা অদ্ভুত বয়স!
এই সময়ে কেউ বিয়ের পিঁড়িতে বসছে, কেউ জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়ছে। কেউ হঠাৎ করেই সফল হয়ে যাচ্ছে, আবার কেউ নিজের জায়গা খুঁজেই পাচ্ছে না, হতাশায় ভেঙে পড়ছে।
কেউ এই বয়সেই পুরো সংসারের হাল ধরছে, কেউ carefree হয়ে দিন কাটাচ্ছে। যাকে একসময় অবাধ্য মনে হতো, সে হয়ে যাচ্ছে দায়িত্ববান। আবার যাকে সবাই মেধাবী বলে ভাবত, সেও হারিয়ে যাচ্ছে জীবনের প্রতিযোগিতায়।
কেউ যে একসময় গুরুত্ব পেত না, তাকেই এখন সবাই সম্মান করছে, ভালো একটা জায়গায় পৌঁছে গেছে সে। আর আপনি ভাবছেন "আমি কি কিছু পিছিয়ে গেলাম ?" যার চেয়ে আপনি কোনো অংশে কম ছিলেন না, সেও অনেক দূর এগিয়ে গেছে।
এটাই ১৮ থেকে ২৫-এর সময়!
সবকিছু মিলেমিশে এক অদ্ভুত দ্বন্দ্ব, এক অজানা অনিশ্চয়তা।
কেউ আগে, কেউ পরে but সবাই একেকটা ভিন্ন গতিতে নিজের গল্প লিখে চলেছে!