End of story

End of story আজ অব্দি সুস্থ মন মানসিকতা নিয়ে জীবন উপভোগ করতে পারলাম নাহ😊🥀

তোমার যন্ত্রণায় মস্তিষ্কে আমার রক্তক্ষরণ - কেউ বলে মাথা ব্যাথা। কেউ বলে মাইগ্রেন।তোমার অভাবে নির্ঘুম রাত - বুকের শহরে দ...
23/02/2025

তোমার যন্ত্রণায় মস্তিষ্কে আমার রক্তক্ষরণ - কেউ বলে মাথা ব্যাথা। কেউ বলে মাইগ্রেন।
তোমার অভাবে নির্ঘুম রাত - বুকের শহরে দুর্ভিক্ষ। বাম পাঁজরে বিষাক্ত ঘা। নিঃশ্বাস আটকে যায় হুট করেই - ঘুমাতে পারি না। লোকে বলে শ্বাসকষ্ট, কেউ বলে রক্তচাপ। ডাক্তার আমায় ঘুমের ওষুধ দিলো - কিন্তু তোমার অভাব পূরণের উপায় দিলো না।
আর না তো তোমায় ভোলার ওষুধ দিলো!

আমার শহরের দেয়ালে দেয়ালে আজ শুধু তোমায় হারানোর বিজ্ঞাপন।
আর তোমার শহরে অন্য নামে বসন্তের আয়োজন।💔

আমার পাখি..আমি আমার সমস্ত বসন্ত তোমার নামে উৎসর্গ করেছি।শিউলি,পলাশ এমনকি বাকি রাখিনি বিকেলের রক্তকাঞ্চন টাও।আমি জানি তুম...
18/02/2025

আমার পাখি..

আমি আমার সমস্ত বসন্ত তোমার নামে উৎসর্গ করেছি।
শিউলি,পলাশ এমনকি বাকি রাখিনি বিকেলের রক্তকাঞ্চন টাও।

আমি জানি তুমি নেই।
অবাধ্য চোখে তাই লাগাম টেনেছি হিংস্র মাইগ্রেনের ব্যথায়।
আমি জানি তুমি নেই,তবুও বিভ্রমে ভুগি।
প্যারাসিটামলের ঘোরে দেখি,তুমি আমি পাশাপাশি।

আজ তুমি বহুদূর-
তবুও দেখো তোমার কথার সুরেই অবিরত বেজে চলেছে আমার এই বেসুরো জীবন।

আমি জানি তুমি নেই।
তবে আমার বিশ্বাস আছে তুমি একদিন আমার হবে।
আমার বিশ্বাস তুমি ফিরবে,ফিরবেই।
যেমন ফেরে অতিথি পাখিরা শীত শেষে নীড়ে ।
আমার বিশ্বাস সেদিন লাল কৃষ্ণচূড়ার মতো
তুমিও কুড়িয়ে নিবে আমার ভালোবাসা।

তোমাকে ফিরতে হবেই।

-মায়াবতী

তোমাকে পাওয়ার জন্য তুমি যে যুদ্ধ ছুড়ে দিয়েছিলে ,আমি বহুদিন করেছি সেই যুদ্ধ।আমি দিনের পর দিন,মাসের পর মাস নিজের সাথে যুদ্...
11/02/2025

তোমাকে পাওয়ার জন্য তুমি যে যুদ্ধ ছুড়ে দিয়েছিলে ,আমি বহুদিন করেছি সেই যুদ্ধ।আমি দিনের পর দিন,মাসের পর মাস নিজের সাথে যুদ্ধ করেছি,বুকের ভেতর এক তীব্র অশান্তি নিয়ে কাটিয়েছি রাতের পর রাত।বিলীন হয়ে গেছি নিজের সাথে যুদ্ধ করতে করতে।এই যুদ্ধে হারিয়েছে নিজের সম্মান,হারিয়েছি অনেক স্নেহের জায়গা,হারিয়েছে চোখের পানি ,হারিয়েছে অনেক কিছুই।নিজের জীবনের সব বাদ দিয়ে আমি তোমাকে পাওয়ার জন্য যুদ্ধ করে গিয়েছি দিনের পর দিন!বহুবছরের একটা সম্পর্ক বিচ্ছেদে হৃদয়ে বেশি রক্তক্ষরণ হয় চেনা মানুষের অচেনা রুপ দেখে,এমন একটি মানুষকে হারানো যেই মানুষ আপনার লাইফের প্রত্যেকটা পার্টে শুধু ওই মানুষটাই ছিলো! যে মানুষটাকে আমি নিজের থেকে বেশি বিশ্বাস করেছি,যারে নিয়ে পুরোটা জীবনের প্ল্যান লাইফে সব গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছিলাম তার এমন রুপ আমাকে অবাক করেছে।যে মানুষটি আমার অভ্যাস ছিলা তার পরিবর্তন আমার হৃদয় আরো বেশি রক্তক্ষরণ করেছে,আমাকে রাতের পর রাত যুদ্ধ করিয়েছে প্যানিক অ্যাটাকের সাথে, আমাকে যুদ্ধ করতে হইতেসে বেঁচে থাকর জন্য। যে চোখের মায়ায় আমি প্রেমে পড়েছিলাম সেই চোখের হৃদয়হীন চাহনি আমাকে বুঝিয়েছে আমি মানুষ চিনতে ভুল করেছি।আমাকে ঠকিয়েছে তোমার প্রতি রাখা আস্থা বিশ্বাস,আমি আমার মস্তিষ্কের কাছে বেশ লজ্জিত।যেই মানুষটারে বিচ্ছেদের চেয়েও বেশি কষ্ট ছিলো জীবিত মানুষ হারিয়ে ফেলা।একটি যুদ্ধে ক্ষতবিক্ষত হয়েছে আমার জীবন! তাই এই যুদ্ধে হার মেনে আমি ইতি টেনেছি।

WHAT A MATCH 😳🔥Sohan Bhai Unbelievable Match 🙆‍♀️
09/01/2025

WHAT A MATCH 😳🔥
Sohan Bhai Unbelievable Match 🙆‍♀️

আপাতত দূরে সরে এসেছি। প্রচুর মানুষের থেকে, প্রচুর অশান্তি থেকে। আপাতত কথা বলতে চাইছি না কারোর সাথে। আপাতত চাইছি না কেউ আ...
07/01/2025

আপাতত দূরে সরে এসেছি। প্রচুর মানুষের থেকে, প্রচুর অশান্তি থেকে। আপাতত কথা বলতে চাইছি না কারোর সাথে। আপাতত চাইছি না কেউ আমায় বুঝুক। এক্সপ্ল্যানেশন দিতে চাইছি না। আপাতত কারোর ভুল ধারণা ভাঙতে চাইছি না। মিথ্যে শুনতে চাইছি না। বাহানা চাইছি না। অবহেলা চাইছি না। যে'খান যে'খান থেকে আঘাত পেয়েছি, সেসব জায়গায় ঘুরে তাকাতে চাইছি না। আপাতত নতুন করে বিশ্বাস করতে চাইছি না, ভরসা করতে চাইছি না। একটু ভালোবাসা পাওয়ার লোভে এ দরজা, ও দরজায় হাত পাততে চাইছি না।

আপাতত দূরত্ব চাইছি। অনুভূতি আর মানুষের থেকে...

©Amit Dittuu

গত ৫ মাসে ড: মুহাম্মদ ইউনূস দ্রব‍্যমুল‍্যের লাগাম টেনে ধরেছেন ।লু"ট হওয়া ব‍্যাংকগুলোকে বন্ধ না করে ধিরে ধিরে বাচিঁয়ে তুল...
07/01/2025

গত ৫ মাসে ড: মুহাম্মদ ইউনূস দ্রব‍্যমুল‍্যের লাগাম টেনে ধরেছেন ।লু"ট হওয়া ব‍্যাংকগুলোকে বন্ধ না করে ধিরে ধিরে বাচিঁয়ে তুলছেন !
২০০ টাকার পেঁয়াজ ৪০ টাকা কেজি, ৪০০ টাকার কাঁচা মরিচ ৫০ টাকা কেজি, ১০০ টাকার তরকারি এখন ৪০/৫০ টাকা।
দাম বাড়লে আমরা পোস্ট দেই বলি আগেই ভাল ছিলাম কমলে পোস্ট দেই না ! এটা মো"না"ফে"ক"দে"র কাজ !

থ্রী জিরো থিউরীর জন্য উনি আবার নোবেল মঞ্চে দাড়াবেন হয়ত ! উনি চা বিক্রেতা নন । তিনি একজন উচ্চশিক্ষিত ভদ্রলোক । ভালো কাজের প্রশংসা করতে এতো কস্ট কেনো ।তথা কথিত টক শো এর বক্তারা এখন কোথায় ?

ধন্যবাদ গুণীজন❤️
©

Congratulations Bangladesh Back to back Champions 🏆🏆
08/12/2024

Congratulations Bangladesh
Back to back Champions 🏆🏆

01/12/2024

MISS YOU HASU APA 😁😁

29/10/2024

মানুষ হতাশার চরম পর্যায় গেলে কাজিনদের প্রেমের প্রস্তাব দেয় 🤭

Address

Rangamati

Telephone

+8801325978283

Website

Alerts

Be the first to know and let us send you an email when End of story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to End of story:

Share