11/02/2025
তোমাকে পাওয়ার জন্য তুমি যে যুদ্ধ ছুড়ে দিয়েছিলে ,আমি বহুদিন করেছি সেই যুদ্ধ।আমি দিনের পর দিন,মাসের পর মাস নিজের সাথে যুদ্ধ করেছি,বুকের ভেতর এক তীব্র অশান্তি নিয়ে কাটিয়েছি রাতের পর রাত।বিলীন হয়ে গেছি নিজের সাথে যুদ্ধ করতে করতে।এই যুদ্ধে হারিয়েছে নিজের সম্মান,হারিয়েছি অনেক স্নেহের জায়গা,হারিয়েছে চোখের পানি ,হারিয়েছে অনেক কিছুই।নিজের জীবনের সব বাদ দিয়ে আমি তোমাকে পাওয়ার জন্য যুদ্ধ করে গিয়েছি দিনের পর দিন!বহুবছরের একটা সম্পর্ক বিচ্ছেদে হৃদয়ে বেশি রক্তক্ষরণ হয় চেনা মানুষের অচেনা রুপ দেখে,এমন একটি মানুষকে হারানো যেই মানুষ আপনার লাইফের প্রত্যেকটা পার্টে শুধু ওই মানুষটাই ছিলো! যে মানুষটাকে আমি নিজের থেকে বেশি বিশ্বাস করেছি,যারে নিয়ে পুরোটা জীবনের প্ল্যান লাইফে সব গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছিলাম তার এমন রুপ আমাকে অবাক করেছে।যে মানুষটি আমার অভ্যাস ছিলা তার পরিবর্তন আমার হৃদয় আরো বেশি রক্তক্ষরণ করেছে,আমাকে রাতের পর রাত যুদ্ধ করিয়েছে প্যানিক অ্যাটাকের সাথে, আমাকে যুদ্ধ করতে হইতেসে বেঁচে থাকর জন্য। যে চোখের মায়ায় আমি প্রেমে পড়েছিলাম সেই চোখের হৃদয়হীন চাহনি আমাকে বুঝিয়েছে আমি মানুষ চিনতে ভুল করেছি।আমাকে ঠকিয়েছে তোমার প্রতি রাখা আস্থা বিশ্বাস,আমি আমার মস্তিষ্কের কাছে বেশ লজ্জিত।যেই মানুষটারে বিচ্ছেদের চেয়েও বেশি কষ্ট ছিলো জীবিত মানুষ হারিয়ে ফেলা।একটি যুদ্ধে ক্ষতবিক্ষত হয়েছে আমার জীবন! তাই এই যুদ্ধে হার মেনে আমি ইতি টেনেছি।