19/05/2025
এই রোগিটিকে নিয়ে গত সপ্তাহে পোস্ট করেছিলাম এবং সেই পোস্ট দেখে কিছু কিছু মানবতাবাদী মানুষ তাদের সামর্থ অনুযায়ী আর্থিক ভাবে সাহায্যও করেছিলেন। আপনাদের দেওয়া সেই টাকা দিয়ে রোগিটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের ৩য় তলায়,ওয়ার্ড নং ১৭,কিডনি বিভাগের ২৮ নাম্বার সিতে চিকিৎসাধীন রয়েছেন। তবে রোগীটি আগের চেয়ে ১% সুস্থ আছেন। এসবিই আপনাদের অবদান। আপনারা যদি পোস্টি শেয়ার না করতেন এবং আর্থিক ভাবে সাহায্য না করতেন হয়তো এতদিনে রোগিটিকে বাঁচানো সম্ভব হতো না। আপনাদের সাহায্য পেয়ে আপনাদের কাছে আমরা চির ঋনি। তাই আপনাদের কাছে অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
রোগিটির নাম- তিশা চাকমা।
গ্রাম - জাম্বুরা পাড়া, দিঘীনালা, খাগড়াছড়ি। তিশা চাকমা দিঘীনালা সরকারি টেকনিক্যাল স্কুলের ৬ষ্ট শ্রেণীর একজন মেধাবী ছাত্রী। গত ৩ মাস ধরে কিডনি সমস্যার এক মারাত্বক ব্যাধি ভোগ করে আসছেন তিনি। কিডনির সমস্যার কারণে সমস্ত শরীর ফুলে যায়। খাগড়াছড়ি সদর হসপিটালে দীর্ঘদিন চিকিৎসা করার পরেও তেমন কোনো ভালো ফল পাওয়া যায়নি। খাগড়াছড়ি সদর হসপিটালের ডাক্তার রা জানান তিশা চাকমাকে চিকিৎসা করা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না, তার আরো উন্নত চিকিৎসা প্রয়োজন৷ ফলে তিশা চাকমাকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি হসপিটাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে রেফার করা হয় এবং বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আপনাদের পাঠানোর সমস্ত অর্থ দিয়ে আমরা এতদিন তিশা চাকমাকে সেবা দিয়ে আসছিলাম। ডাক্তার বলেছিলেন তিশা চাকমাকে আরো কয়েক সপ্তাহ চিকিৎসাধীন অবস্থায় রাখতে হবে এতে আরো অনেক টাকার প্রয়োজন হবে। কিন্তু বাবার আর্থিক সমস্যার কারনে তার এই ব্যয়বহুল চিকিৎসার খরচ চালানো আর সম্ভব হচ্ছে না। তিশার বাবা একজন নিম্নশ্রেণীর গরিব কৃষক।তাঁর যতটুকু সম্বল ছিলো,তিনি সবটুকু তার মেয়ের চিকিৎসায় ব্যয় করেছেন এবং আপনারা যে সাহায্যটুকু পাঠিয়েছেন সে সমস্ত টাকাও খরচ করা শেষ হয়েছে। বর্তমানে তিশার বাবাই তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এ অবস্থায় সহায় সম্বলহীন একজন পিতা তার মেয়ের চিকিৎসার খরচ বহন করতে পারছেনা।
এমতাবস্থায় সামাজিক এবং মানবিক দৃষ্টিকোণ থেকে আপনাদের সহযোগিতা কামনা করছি।আপনাদের সামর্থ্য ও সাধ্যমত সহযোগিতা দিয়ে তিশা চাকমাকে বাঁচাতে সাহায্য করুন। তার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। আমি সমাজের মানবিক ও বিত্তশালীদের প্রতি অনুরোধ করবো আপনাদের সামান্য সহযোগিতায় হয়তো একটি জীবন বেঁচে যেতে পারে।
আমরা সকলেই যদি একটু মানবিক দিক চিন্তা করে মানবতার হাত বাড়িয়ে দিই তাহলে একজন অসহায় পরিবার তাদের সন্তানকে ফিরে পাবে।আপনাদের দোয়া ও আর্থিক সহযোগিতাই পারে তিশা চাকমার মুখ থেকে হাসি ফিরিয়ে আনতে। তাই যে যেখান থেকে যতটুকু পারেন সাহায্যর হাত বাড়িয়ে দিন।
যোগাযোগ : -
01585883934 - বিকাশ / নগদ ( রোগীর অভিভাবক)
01637250428 - বিকাশ / নগদ ( রোগীর অভিভাবক)
জাম্বুরা পাড়া,দীঘিনালা,খাগড়াছড়ি পা:জে:।
বিঃদ্রঃ কোনো হৃদয়বান ব্যাক্তি টাকা পাঠানোর আগে প্রদত্ত দেওয়া নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা গেল।