Nippon Chakma

Nippon Chakma বোরবো গোজা আমি আমার নিজের মত চলতে পছন্দ করি৷

10/06/2025

শুভ সকাল 🌄
বিশ্ব প্রাণী সুখী হোক 😊

08/06/2025

জরা দুঃখ

প্রিয় বিয়োগ দুঃখ... যে তার প্রিয় জনকে হারিয়েছে একমাত্র সেই বুঝতে পারে প্রিয় বিয়োগ দুঃখটা কতটা বেদনাদায়ক। আমরা সবাই কর্মফ...
05/06/2025

প্রিয় বিয়োগ দুঃখ...

যে তার প্রিয় জনকে হারিয়েছে একমাত্র সেই বুঝতে পারে প্রিয় বিয়োগ দুঃখটা কতটা বেদনাদায়ক। আমরা সবাই কর্মফল বিশ্বাসী। আমরা সবাই এটা বিশ্বাস করি যে, জীবন নিত্য নয় অনিত্য বা ক্ষণস্থায়ী। জম্ম হলে মৃত্যু অবধারিত। তবুও প্রিয় কোনো বস্তু কিংবা কোনো প্রিয়জনকে যখন নিজের জীবন থেকে হারিয়ে ফেলি তখন মনকে কর্মফলের ভিত্তি দিয়ে শান্তনা দেওয়াটা কঠিন হয়ে পরে। আর সেটি যদি হয় নিজের গর্ভে ধারণ করা সন্তান তাহলে তো সেই ভয়ংকর বেদনাটা প্রকাশ করার ভাষাও হারিয়ে যায়। যে সন্তানটি ১০ মাস ১০ দিন পেতে ধারন করে অগোনিত কষ্ঠকে স্বীকার করে, সন্তানকে মানুষ করার স্বপ্ন দেখছিলো তার বাবা - মা কিন্তু একটু সময়ের ব্যাবধানে সেই ছেলেটি আজ তাদের সামনে পরে আছে মৃত্যুশযাই। মা তো মা-ই হই আদরের সন্তানটি বিয়োগ হওয়া মায়ের মেনে নেওয়াটা যেন একটা বিরাট অসম্ভব।

04/06/2025

রিপরিপ চাকমার প্রতিভা

25/05/2025

শোনার কথা যাচাই বাচাই করে গ্রহণ করতে হবে এবং সবাইকে একসাথে (একত্তরে) থাকতে হবে, তবেই সমাজ, জাতি ও রাস্ট্রীয় সুখ ফিরে আসবে।

20/05/2025

খিদা লাগলেই দৌঁড়িয়ে আমার কাছে চলে আছে। তারা হয়তো জানে আমি তাদের ভাষা বুঝি,তারা জানে আমি তাদের কতটা ভালোবাসি আর এটাও জানে আমার কাছে খাবাই চাইলে নিচ্চয় পাবে।

এই রোগিটিকে নিয়ে গত সপ্তাহে পোস্ট করেছিলাম এবং সেই পোস্ট দেখে কিছু কিছু মানবতাবাদী মানুষ তাদের সামর্থ অনুযায়ী আর্থিক ভাব...
19/05/2025

এই রোগিটিকে নিয়ে গত সপ্তাহে পোস্ট করেছিলাম এবং সেই পোস্ট দেখে কিছু কিছু মানবতাবাদী মানুষ তাদের সামর্থ অনুযায়ী আর্থিক ভাবে সাহায্যও করেছিলেন। আপনাদের দেওয়া সেই টাকা দিয়ে রোগিটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের ৩য় তলায়,ওয়ার্ড নং ১৭,কিডনি বিভাগের ২৮ নাম্বার সিতে চিকিৎসাধীন রয়েছেন। তবে রোগীটি আগের চেয়ে ১% সুস্থ আছেন। এসবিই আপনাদের অবদান। আপনারা যদি পোস্টি শেয়ার না করতেন এবং আর্থিক ভাবে সাহায্য না করতেন হয়তো এতদিনে রোগিটিকে বাঁচানো সম্ভব হতো না। আপনাদের সাহায্য পেয়ে আপনাদের কাছে আমরা চির ঋনি। তাই আপনাদের কাছে অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

রোগিটির নাম- তিশা চাকমা।
গ্রাম - জাম্বুরা পাড়া, দিঘীনালা, খাগড়াছড়ি। তিশা চাকমা দিঘীনালা সরকারি টেকনিক্যাল স্কুলের ৬ষ্ট শ্রেণীর একজন মেধাবী ছাত্রী। গত ৩ মাস ধরে কিডনি সমস্যার এক মারাত্বক ব্যাধি ভোগ করে আসছেন তিনি। কিডনির সমস্যার কারণে সমস্ত শরীর ফুলে যায়। খাগড়াছড়ি সদর হসপিটালে দীর্ঘদিন চিকিৎসা করার পরেও তেমন কোনো ভালো ফল পাওয়া যায়নি। খাগড়াছড়ি সদর হসপিটালের ডাক্তার রা জানান তিশা চাকমাকে চিকিৎসা করা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না, তার আরো উন্নত চিকিৎসা প্রয়োজন৷ ফলে তিশা চাকমাকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি হসপিটাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে রেফার করা হয় এবং বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আপনাদের পাঠানোর সমস্ত অর্থ দিয়ে আমরা এতদিন তিশা চাকমাকে সেবা দিয়ে আসছিলাম। ডাক্তার বলেছিলেন তিশা চাকমাকে আরো কয়েক সপ্তাহ চিকিৎসাধীন অবস্থায় রাখতে হবে এতে আরো অনেক টাকার প্রয়োজন হবে। কিন্তু বাবার আর্থিক সমস্যার কারনে তার এই ব্যয়বহুল চিকিৎসার খরচ চালানো আর সম্ভব হচ্ছে না। তিশার বাবা একজন নিম্নশ্রেণীর গরিব কৃষক।তাঁর যতটুকু সম্বল ছিলো,তিনি সবটুকু তার মেয়ের চিকিৎসায় ব্যয় করেছেন এবং আপনারা যে সাহায্যটুকু পাঠিয়েছেন সে সমস্ত টাকাও খরচ করা শেষ হয়েছে। বর্তমানে তিশার বাবাই তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এ অবস্থায় সহায় সম্বলহীন একজন পিতা তার মেয়ের চিকিৎসার খরচ বহন করতে পারছেনা।
এমতাবস্থায় সামাজিক এবং মানবিক দৃষ্টিকোণ থেকে আপনাদের সহযোগিতা কামনা করছি।আপনাদের সামর্থ্য ও সাধ্যমত সহযোগিতা দিয়ে তিশা চাকমাকে বাঁচাতে সাহায্য করুন। তার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। আমি সমাজের মানবিক ও বিত্তশালীদের প্রতি অনুরোধ করবো আপনাদের সামান্য সহযোগিতায় হয়তো একটি জীবন বেঁচে যেতে পারে।

আমরা সকলেই যদি একটু মানবিক দিক চিন্তা করে মানবতার হাত বাড়িয়ে দিই তাহলে একজন অসহায় পরিবার তাদের সন্তানকে ফিরে পাবে।আপনাদের দোয়া ও আর্থিক সহযোগিতাই পারে তিশা চাকমার মুখ থেকে হাসি ফিরিয়ে আনতে। তাই যে যেখান থেকে যতটুকু পারেন সাহায্যর হাত বাড়িয়ে দিন।

যোগাযোগ : -
01585883934 - বিকাশ / নগদ ( রোগীর অভিভাবক)
01637250428 - বিকাশ / নগদ ( রোগীর অভিভাবক)
জাম্বুরা পাড়া,দীঘিনালা,খাগড়াছড়ি পা:জে:।
বিঃদ্রঃ কোনো হৃদয়বান ব্যাক্তি টাকা পাঠানোর আগে প্রদত্ত দেওয়া নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা গেল।

18/05/2025

একজন ব্যাক্তি একটি ভ্যান গাড়িতে করে তার এক আত্বীয়র মরাদেহ নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ মাঝপথে ঝড় শুরু হওয়াতেই ঝড়ে ভেজার ভয়ে সে ব্যাক্তিটি তার আপনজনের মরাদেহটি মাঝ পথে ছেড়ে চলে যায়। এর থেকে আমরা বুঝতে পারি,পৃথিবীতে কেউ কারোর আপন নই। আমরা যে জন নিয়ে,ধন নিয়ে,রুপ নিযে,ক্ষমতা নিয়ে অহংকার করি সেগুলো সবই ক্ষনিকের।

15/05/2025

শ্রদ্ধেয় লোকমিত্র থের মহোদয় ভান্তের সদ্ধর্ম দেশনা

12/05/2025

রিপরিপ চাকমার মেধা বিকাশ

সকলকে  জানাই ২৫৬৯ বুদ্ধবর্ষের ত্রি স্মৃতি বিজড়িত শুভ বৈশাখী পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা 😊🥀🌹১.  বৈশাখী পূর্ণিমা তিথিতে, প...
11/05/2025

সকলকে জানাই ২৫৬৯ বুদ্ধবর্ষের ত্রি স্মৃতি বিজড়িত শুভ বৈশাখী পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা 😊🥀🌹

১. বৈশাখী পূর্ণিমা তিথিতে, পৃথিবীতে বুদ্ধের আবির্ভাব 🌸🪷

২. দীর্ঘ ছয় বছর কঠোরর তপস্যার পর বৈশাখী পূর্ণিমা তিথিতে বুদ্ধত্ব লাভ 🏵️🌻

৩. শুভ বৈশাখী পূর্ণিমায় বুদ্ধের মহাপরিনির্বান।☘️🌺

তাই এ পূর্ণিমা সর্বশ্রেষ্ঠ প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধদের নিকট শুভ বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ-পূর্ণিমা নামে খ্যাত এবং পবিত্রতম চিরস্মরণীয় তিথি। 🙏🙏🙏🌱🌺

প্রজ্ঞার আলোতে আলোকিত হোক সারা বিশ্ব🏵️🌼
বুদ্ধের অহিংসা, মৈত্রীর শান্তির বাণী ছড়িয়ে পড়ুক দিকে দিকে 🥀🌼

জগতের সকল প্রাণী সুখী হোক,
সকল প্রকার দুঃখ হইতে মুক্তি লাভ করুক❤️🥰

Address

Rangamati

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nippon Chakma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share