
06/06/2025
আমিও চাই না যে ২০টাকার নোটে মন্দিরের ছবি থাকুক, মন্দির একটি পবিত্র স্থান সেখানে মানুষ স্নান না করে প্রবেশ করে না। আর এই মন্দিরের ছবি যদি ২০টাকার নোটে থাকে তাহলে দেখা যাবে নোটটি নিয়ে মানুষ বিভিন্ন অপবিত্র স্থানে যাবে, ময়লা হাতে স্পর্শ করবে, যেখানে-সেখানে ফেলে রাখবে এতে করে মন্দিরের পবিত্রতা নষ্ট হবে। তাই আমি ব্যক্তিগত ভাবে কখনোই চাই না যে মন্দির অপবিত্র হোক।