শূন্য পকেট- ShunNo Pocket

শূন্য পকেট- ShunNo Pocket Follow this Page

৩ জন স্ত্রী ও ২ জন দাসীকে নিয়ে যাচ্ছেন একজন আরব পুরুষ (১৮৯০ এর দশক এর ছবি)
08/07/2025

৩ জন স্ত্রী ও ২ জন দাসীকে নিয়ে যাচ্ছেন একজন আরব পুরুষ (১৮৯০ এর দশক এর ছবি)

যে "লাভ ট্র্যাপ " এর কথা বলা হচ্ছে এর অল্প কয়েকটা ঘটনাই শুধু সামনে আসতেছে।এই ঘটনার অধিকাংশ ভিকটিমরাই চুপ থাকতেছে লোক লজ...
02/07/2025

যে "লাভ ট্র্যাপ " এর কথা বলা হচ্ছে এর অল্প কয়েকটা ঘটনাই শুধু সামনে আসতেছে।
এই ঘটনার অধিকাংশ ভিকটিমরাই চুপ থাকতেছে লোক লজ্জার ভয়ে।

আর এখানে আপনি হিন্দু সমাজকে নীরব পাবেন এমনকি পেছনে পেছনে অপরাধীকে শেল্টার দাতা হিসেবেই পাবেন।
কিন্তু আফসোস হলো আপনাদের সুচীল বুদ্দিপ্রতিবন্ধিরাও আজকে চুপ থাকবে।

নিজের পরিবারের কেউ এর শিকার হওয়ার আগেই আমাদের সচেতনতা এবং সামাজিক প্রতিরোধ জরুরী।

শেষ পরীক্ষার দিন পলাইতি..অন্তত ইন্টার পাশ করতি 🙂
30/06/2025

শেষ পরীক্ষার দিন পলাইতি..অন্তত ইন্টার পাশ করতি 🙂

29/06/2025

প্রেমের বিষের খেলা :-D

শুধুমাত্র বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে ১৫০ টাকায় নিজের মাথার চু"ল বি"ক্রি করে দেন এই মা! 😥💔
28/06/2025

শুধুমাত্র বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে ১৫০ টাকায় নিজের মাথার চু"ল বি"ক্রি করে দেন এই মা! 😥💔

প্রকৃতি আমাকে টানে,আমাকে মুগ্ধ করে।
28/06/2025

প্রকৃতি আমাকে টানে,আমাকে মুগ্ধ করে।

বাংলাদেশি সান্ডা :-D
28/06/2025

বাংলাদেশি সান্ডা :-D

উপজাতি চাকমা সেটেলারা, মুসলিম জাতিকে নিয়ে ব্যাঙ্গ করে ছবি তৈরি করছে। এই ছবি যে তৈরি করছে,তাকে গ্রেফতার করার জোর দাবি জান...
27/06/2025

উপজাতি চাকমা সেটেলারা, মুসলিম জাতিকে নিয়ে ব্যাঙ্গ করে ছবি তৈরি করছে। এই ছবি যে তৈরি করছে,তাকে গ্রেফতার করার জোর দাবি জানাই এবং সেই সাথে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পার্বত্যচট্রগ্রাম উপজাতিদের অন্যায় আর মেনে নেওয়া হবে না।

২০২১ সালের ২রা ফেব্রুয়ারি মাসেই ভেঙ্গে দেয়া হয়েছিলো ধানমন্ডি লেকের ভেতরে রবীন্দ্র সরবর এ ডিঙ্গি রেস্টুরেন্ট থাকা আর রহমা...
27/06/2025

২০২১ সালের ২রা ফেব্রুয়ারি মাসেই ভেঙ্গে দেয়া হয়েছিলো ধানমন্ডি লেকের ভেতরে রবীন্দ্র সরবর এ ডিঙ্গি রেস্টুরেন্ট থাকা আর রহমান জামে মসজিদটি।

খুব সকালবেলা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছিলো।

কিন্তু দুঃখজনক বিষয় হলো তখন কিন্তু এইসব নিয়ে ন্যারেটিভ সৃষ্টি হয়নি কারণ হওয়ার কথাও না।

অবৈধ জায়গায় থাকার কারণেই মূলত এটি ভেঙে দেওয়া হয়েছিলো তাই এইসব নিয়ে কথা বলার সুযোগ ছিলো না থাকা উচিৎ ও না।

ঠিক আজকের অভিযানে অবৈধ জায়গায় থাকার কারণ একটি ধর্মীয় উপসনালয় ভেঙে দেওয়া হয়েছে।

কারণ রেলের জায়গা অবৈধ ভাবে দখল করে এটি তৈরি করা হয়েছিলো।

আজকে যারা কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছে তাদের জন্য বলতে চাই।

অবৈধ যে কোন স্থাপনা সেটা যে ধর্মের হোক কিংবা কোন গুষ্টির হোক অথবা কারো ব্যাক্তিগত হোক সেটাই ভেঙে দিতে হবে এবং অবশ্যই ভেঙে ফেলতে হবে।

কারণ রাষ্ট্রের সম্পদ যে যে ডিপার্টমেন্টের তারাই সেটার ব্যবহার করবে সেই ডিপার্টমেন্টের দরকার অনুযায়ী এটাই রাষ্ট্রীয় নিয়ম।

বিশ্বকে এক অনন্য নজির দেখালো দক্ষিণ কোরিয়া। দেশটির নতুন সরকারের শ্রমমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে এক ট্রেনচালককে.......
25/06/2025

বিশ্বকে এক অনন্য নজির দেখালো দক্ষিণ কোরিয়া। দেশটির নতুন সরকারের শ্রমমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে এক ট্রেনচালককে.......

25/06/2025

মানুষ নাকি কথার প্রেমে পড়ে, আর এই দিকে আমি কথা বললেই ঝগড়া লেগে..!🙄🙂🤧

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, ইরানই একমাত্র দেশ যারা দু’বার আমেরিকাকে টার্গেট করে বোমাবর্ষণ করেছে।আমেরিকা ভয় পাইছে,তাই যুদ্ধ...
25/06/2025

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, ইরানই একমাত্র দেশ যারা দু’বার আমেরিকাকে টার্গেট করে বোমাবর্ষণ করেছে।
আমেরিকা ভয় পাইছে,তাই যুদ্ধবিরতীর জন্য পাগল হয়ে গেছে।

Address

Rangamati

Telephone

+8801572553210

Website

Alerts

Be the first to know and let us send you an email when শূন্য পকেট- ShunNo Pocket posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share