Papel vlog

Papel vlog বাস্তবতা বড়ই কঠিন

03/05/2025

প্রতিষ্ঠিত ছেলেকে বিয়ে করবেন নাকি বেকার ছেলেকে?

প্রতিষ্ঠিত হওয়ার পর যে ছেলে বিয়ে করে সে ছেলের বিয়ে করা বউটা জীবন সঙ্গী হিসেবে থাকে না । বরং সেটা ভোগবিলাসের বস্তুতে পরিণত হয় । কারণ প্রতিষ্ঠিত ছেলের কোনো অভাব থাকে না । ফলে তার জীবন যু দ্ধে সাহায্য করার জন্য কোনো সঙ্গীর দরকার পড়ে না ।

যে অধিক কষ্টে জীবন যাপন করে, তাকে সাহায্য করার জন্যই সঙ্গীর দরকার পড়ে ।

কিন্তু আজকাল মেয়েদের অভিভাবকরা সবসময় চান ছেলে যেন পুরোপুরি প্রতিষ্ঠিত হয় । তার যেন ইতোমধ্যে বাড়ি গাড়ি থাকে ।

আসলে এস্টাবলিশমেন্ট নয়, দেখা উচিৎ পটেনশিয়ালিটি । দেখা উচিত স্বভাব চরিত্র । আর বিয়েটা দেয়া উচিত সবকিছু গুছিয়ে নেয়া বা প্রতিষ্ঠিত হবার পর নয়, ছেলেমেয়েদের জীবনে সংগ্রাম বাকি থাকতেই । যাতে করে জীবনের বাকি যু দ্ধটা তারা দু'জনে একসাথে চালিয়ে নিতে পারে । যু দ্ধ করে জীবন এগিয়ে গেলে তবেই সম্পর্কটা হবে ইস্পাতকঠিন । নিঃস্বার্থ ভালোবাসাময় ।

মানুষ সবসময় তাকেই বেশি ভালোবাসে, বেশি আপন মনে করে, যে ছিল বিপদ মুহূর্তের সাথী । জীবনের বিভিন্ন কঠিন সময়ে যারা আমাদের সঙ্গে থাকে তাদেরকে আমরা ভুলতে পারি না । তাদের সাথে সম্পর্কটা একসময় সত্যি সত্যিই স্বার্থের ঊর্ধ্বে উঠে যায় । বিয়ের ক্ষেত্রেও অবস্থাটা ভিন্ন কিছু নয় । যে স্বামী স্ত্রী একসাথে সংগ্রাম করে করে জীবনের পথে এগিয়ে যায় তাদের বন্ধনটাই হয় সবচেয়ে দৃঢ় ।

তাদের ভালোবাসা হয় সবচেয়ে গাঢ় । সবচেয়ে দীর্ঘস্থায়ী । কারণ কঠিন সময়গুলোই মানুষের অন্তরে দাগ কেটে যায় । তাই জীবনসঙ্গী হিসেবে পেতে সঠিক মানুষটাকে নির্বাচন করুন ✅✅✅

ভালোবাসা স্বপ্নের এক ঠিকানা যার খোঁজ পাওয়া সহজ কিন্তূ সঠিক মনের মানুষ পাওয়া খুবই কঠিন, সবাই ভালোবাসতে পারে কিন্তূ সবাই ভালোবাসা বুঝতে পারে না তাই এর মূল্য দিতে জানে না ✅✅✅

27/04/2025

#স্ট্যাবিলিশ_হওয়া_এতো_সহজ_বিষয়_নয়

#তুমি_প্রেম_করছো_দীর্ঘ_বছর_ধরে_তাহলে_বিয়ে_করছো__না_কেন❓
#প্রিয়_মানুষটি_স্ট্যাবিলিশ_না_হওয়ার_কারণে‼️

🎯: যদি ভালোবাসার মানুষকে সারাজীবনের জন্য জীবন সঙ্গী হিসেবে পেতে চাই, তাহলে শীঘ্রই বিয়ে করে নাও।

কারণ বর্তমান সময়ের অবস্থার সাথে তুলনা করলে বুঝতে পারবে বিয়ের আগে খুব কম মানুষ স্ট্যাবিলিশ হতে পারে আর একজন স্ট্যাবিলিশ মানুষকে বিয়ে করে তোমার ভালোবাসা বেশিদিন থাকবে না, আস্তে আস্তে মরিচীকা ধরে যাবে।

ভালোবাসার পূর্ণতা পেতে চাইলে স্ট্যাবিলিশ না হওয়ার আগেই বিয়ে করো, সে তোমার চোখের সামনেই আস্তে আস্তে করে তোমার প্রিয় মানুষটি বড় হবে, তুমি থাকে সহযোগিতা করবে স্ট্যাবিলিশ হওয়ার জন্য এতে একে অপরের ভালোবাসা আরো দিগুন বেড়ে যাবে। দু'জনে স্ট্যাবিলিশ এবং পরিবারকে ঘুচানোর জন্য অনেক পরিশ্রম এবং দৈর্য্য ধারন করবে। এতে ভালোবাসা আরো গভীর হবে, কারণ দুজনেই একে অপরের দুঃখ/কষ্ট অনুভব করতে পারবে।

বিয়ের পরে দুজনের স্ট্যাবিলিশ হওয়ার ভালোবাসা আরো বেশি মধুর ও সুখের হয়। তাই অযথা সময় নষ্ট না করে নিজের ভালোবাসার মানুষকে পেতে চাইরে বিয়ে করে নাও।

বিয়ের পরে একে অপরের পাশে থেকে স্ট্যাবিলিশ হওয়ার স্বপ্ন দেখো আগে ভালোবাসার পূর্ণতা নিয়ে আছো।

বর্তমান জীবন সংগ্রাম খুবই কঠিন এতো সহজে জীবনকে স্ট্যাবিলিশ করা যায় না। তুমি/তোমরা স্ট্যাবিলিশ হতে হতে তোমাদের বয়সের হার্টবিট ও দিগুণ বেড়ে যাবে, অন্য দিকে তোমার প্রিয় মানুষটিও তোমার অপেক্ষায় অ-দৈর্ঘ্য হয়ে পারিবারিক চাপের মুখে অন্য জনের হাত ধরে চলে যেতে বাদ্য হবে। তখন তোমার অবস্থা কি হবে ভেবেছো❓❓

তখন তোমার বয়স জীবনের অর্ধেক চলে যাবে তবুও তুমি স্ট্যাবিলিশ হতে পারবে না। বিয়ে করেও কিন্তু স্ট্যাবিলিশ হওয়া যায় সংসার ঘুচানো যায় (নিজের বাবা মায়ের সংসারের দিকে তাকালে বুঝতে পারবে, তাদের এতো বছরের সংসার কিন্তু তাদের এখনো অনেক কিছু অপূ্ণতা রয়েছে) একটা কথা মনে রেখো বিয়ে না করে পৃথিবীর খুবই কম মানুষই কিন্তু স্ট্যাবিলিশ হয়েছে।।

ভালোবাসার পূর্ণতা পেতে ছোট পরিসরে আয়োজন করে বিয়ে করাতাই উত্তম।

শূণ্য হাতে যে নারী পাশে থাকে সেই তো ভালোবাসার যোগ্য❤️🥰.

15/04/2025

তে হি! পাবিত্তোগুন
হিল্লি হেয় হায় মাদা তুলি ন্ পারত্তে??😂

শুভ নববর্ষ ১৪৩২!নতুন বছরের প্রথম সূর্য উঠুক নতুন আশা, নতুন স্বপ্ন আর ভালোবাসা নিয়ে।পুরনো দিনের ক্লান্তি, হতাশা আর গ্লানি...
14/04/2025

শুভ নববর্ষ ১৪৩২!
নতুন বছরের প্রথম সূর্য উঠুক নতুন আশা, নতুন স্বপ্ন আর ভালোবাসা নিয়ে।
পুরনো দিনের ক্লান্তি, হতাশা আর গ্লানি মুছে যাক আগামীর দীপ্ত আলোয়।

নববর্ষে নবরূপ রাঙিয়ে প্রতিটি মুহূর্ত সবার সুন্দর ও সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো,,,,,❤️❤️

14/04/2025

নিজের জীবনের কঠিন পরিস্থিতি গুলো নিজেকেই সামলাতে হয়, উপদেশ তো অনেকেই দেয়, পাশে কেউ থাকেনা।

জাত পচ্চোন মলিগুন 😁😁 দক্কান যদেপদে 😜
13/04/2025

জাত পচ্চোন মলিগুন 😁😁 দক্কান যদেপদে 😜

13/04/2025

হি এক্কান হবাল Life parthner নেই অলে নেই বিজুত বেড়েবার Parthner বু ও হেনে নেই😭

11/04/2025

প্রতিটা মানুষই
বদলায়,,হয়তো অভাবে নয়তো আঘাতে

09/04/2025

সুন্দর সে নয় যে, দেখতে সুন্দর ...
সুন্দর তো সে,যার মন মানসিকতা সুন্দর ...🖤💜

09/04/2025

পিছনে বদনাম করে সামনে এসে
আন্তরিকতা দেখানো মানুষ গুলো
থেকে দূরে থাকাই উত্তম,,,

09/04/2025

উপহাস নয় আফসোস হয়ে সামনে দাঁড়াবো একদিন 🖤💝

25/03/2025

আজকের এই দিনে ১৯৮০ সালের ২৫ মার্চ কলমপতি বা কাউখালী গণহত্যা দিবস। রাষ্ট্রীয় মদদে পাহাড়ে প্রথম গনহত্যা। সেনাবাহিনীরা বৌদ্ধ বিহার সংস্কারের কথা বলে পাহাড়িদের ডেকে এনে ব্রাশ ফায়ার করেছিল। সেই দিন সেনাবাহিনীর গুলি করে ৩০০ জন পাহাড়ি আদিবাসীকে হত্যা করে দিবালোকে। আর শত শত পাহাড়ি নিখোঁজ হয়ে যায়। তিনটি গ্রাম জ্বালিয়ে ছাই করে দেওয়া হয়। ৯টি বৌদ্ধ মন্দির ধ্বংস করে দেওয়া হয়। কলমপতি গনহত্যা ভুলি নাই, ভুলবো না।

Address

Ok
Rangamati

Website

Alerts

Be the first to know and let us send you an email when Papel vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share