03/05/2025
প্রতিষ্ঠিত ছেলেকে বিয়ে করবেন নাকি বেকার ছেলেকে?
প্রতিষ্ঠিত হওয়ার পর যে ছেলে বিয়ে করে সে ছেলের বিয়ে করা বউটা জীবন সঙ্গী হিসেবে থাকে না । বরং সেটা ভোগবিলাসের বস্তুতে পরিণত হয় । কারণ প্রতিষ্ঠিত ছেলের কোনো অভাব থাকে না । ফলে তার জীবন যু দ্ধে সাহায্য করার জন্য কোনো সঙ্গীর দরকার পড়ে না ।
যে অধিক কষ্টে জীবন যাপন করে, তাকে সাহায্য করার জন্যই সঙ্গীর দরকার পড়ে ।
কিন্তু আজকাল মেয়েদের অভিভাবকরা সবসময় চান ছেলে যেন পুরোপুরি প্রতিষ্ঠিত হয় । তার যেন ইতোমধ্যে বাড়ি গাড়ি থাকে ।
আসলে এস্টাবলিশমেন্ট নয়, দেখা উচিৎ পটেনশিয়ালিটি । দেখা উচিত স্বভাব চরিত্র । আর বিয়েটা দেয়া উচিত সবকিছু গুছিয়ে নেয়া বা প্রতিষ্ঠিত হবার পর নয়, ছেলেমেয়েদের জীবনে সংগ্রাম বাকি থাকতেই । যাতে করে জীবনের বাকি যু দ্ধটা তারা দু'জনে একসাথে চালিয়ে নিতে পারে । যু দ্ধ করে জীবন এগিয়ে গেলে তবেই সম্পর্কটা হবে ইস্পাতকঠিন । নিঃস্বার্থ ভালোবাসাময় ।
মানুষ সবসময় তাকেই বেশি ভালোবাসে, বেশি আপন মনে করে, যে ছিল বিপদ মুহূর্তের সাথী । জীবনের বিভিন্ন কঠিন সময়ে যারা আমাদের সঙ্গে থাকে তাদেরকে আমরা ভুলতে পারি না । তাদের সাথে সম্পর্কটা একসময় সত্যি সত্যিই স্বার্থের ঊর্ধ্বে উঠে যায় । বিয়ের ক্ষেত্রেও অবস্থাটা ভিন্ন কিছু নয় । যে স্বামী স্ত্রী একসাথে সংগ্রাম করে করে জীবনের পথে এগিয়ে যায় তাদের বন্ধনটাই হয় সবচেয়ে দৃঢ় ।
তাদের ভালোবাসা হয় সবচেয়ে গাঢ় । সবচেয়ে দীর্ঘস্থায়ী । কারণ কঠিন সময়গুলোই মানুষের অন্তরে দাগ কেটে যায় । তাই জীবনসঙ্গী হিসেবে পেতে সঠিক মানুষটাকে নির্বাচন করুন ✅✅✅
ভালোবাসা স্বপ্নের এক ঠিকানা যার খোঁজ পাওয়া সহজ কিন্তূ সঠিক মনের মানুষ পাওয়া খুবই কঠিন, সবাই ভালোবাসতে পারে কিন্তূ সবাই ভালোবাসা বুঝতে পারে না তাই এর মূল্য দিতে জানে না ✅✅✅