28/06/2025
মহররমের চাঁদ উঠেছে, কাঁদাতে ফের দুনিয়ায়,
ওয়া হোসেনা ওয়া হোসেনা, তারি মাতম শোনা যায়।
কাঁদিয়া জয়নাল আবেদীন, বেহোশ হল কারবালায়,
বেহেশ্তে লুটিয়ে কাঁদে আলী ও মা ফাতেমায়।
কাশেমের ঐ লাশ লয়ে কাঁদে বিবি সাকিনা,
আসগর ঐ কচি বুকে তীর দেখে কাঁদে খোদা।
কাঁদে বিশ্বের মুসলিম আজি, গাহে তারি মর্সিয়া,
ঝরে হাজার বছর ধরে অশ্রু তারি শোকে হায়।