01/08/2025
জীবনে খুব একা হয়ে গেলাম। কখনো নিজেকে এতটা অসহায় লাগেনি। আসলে আমি একাকিত্বে অনেক ভুগেছি, তবে কখনো এতটা কষ্ট অনুভব করিনি। সবসময় শুনে এসেছি দুঃসময়ে নাকি আপনজনরাই পাশে থাকে, তাহলে আমার আপনজন কোথায়? আমার কোনো আপনজন আছে বলে মনে হয় না। থাকলে তো খোঁজ নিত, আমি কেমন আছি জানতে চাইতো। তাহলে আমার মা-বাবা কোথায়? বাবারা নাকি দায়িত্ব ভুলে না,অথচ আমার বাবা, আমি কেমন আছি সেটাও জানে না। সন্তান যতই খারাপ হোক প্রতিটা বাবা মায়ের কাছে তার সন্তান চোখের মণি। আমি কি এতটাই খারাপ বাবা? আমি কি করেছি? আমাকে কেন ভালোবাসো না? কেন আদর করো না? একজন বাবা তার সারাজীবনের সঞ্চয় উজাড় করে দেয় শুধুমাত্র তার সন্তানদের নিশ্চিত ভবিষ্যত গড়ার জন্য। আর তুমি আমাকে পর করে দিলে বাবা? সবাই বলে আমার বাবা সুপারম্যান, আমার বাবা সুপার হিরো। আমি কেন বলতে পারি না এসব? আমি কেন বলতে পারি না "মাত্র একুশ বছর বয়সে এসে আমি আমার জীবন নিয়ে ক্লান্ত, অথচ বাবা পঁয়তাল্লিশ বছর বয়সে এসেও বলে চিন্তা করো না আমি তো আছি।