Jannatul Mawa 8.6

Jannatul Mawa 8.6 This is my new page..� follow me..

মা তার মেয়েকে বলে—'মা রে, মনে রাখিস...মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, এই পথটা খুব সহজ নয়… 🥀স্বামীর সংসার করতে গেলে,শ্বশুরবাড়িতে ট...
05/05/2025

মা তার মেয়েকে বলে—
'মা রে, মনে রাখিস...
মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, এই পথটা খুব সহজ নয়… 🥀
স্বামীর সংসার করতে গেলে,
শ্বশুরবাড়িতে টিকে থাকতে গেলে
প্রতিদিন নিজেকে একটু একটু করে গিলে ফেলতে হয়…
কখনো অন্ধ হয়ে দেখতে না পারার ভান করতে হয়,
কখনো বধির হয়ে না শোনার অভিনয় করতে হয়,
আর কখনো বোবা হয়ে চুপচাপ সহ্য করে যেতে হয় সবকিছু… 😔💔
এই সমাজ খুব হিসেবি মা রে...
তুই কাঁদলে কেউ পাশে দাঁড়াবে না,
আর তুই যদি প্রতিবাদ করিস,
তোকেই দোষী বানাবে, স্বেচ্ছাচারিণী বলবে…!
তাই শিখে নিস, কখন কাঁদতে হবে চুপচাপ,
আর কখন হাসিমুখে সমস্ত কষ্ট লুকিয়ে যেতে হবে… মেয়ে হয়ে জন্মেছিস
এই কথাটুকু সবসময় মনে রাখিস মা রে…'
এ যেন ভালোবাসার ছায়ায় ঢাকা একটা নিঃশব্দ সতর্কবার্তা
যেখানে মা মেয়েকে শেখায়,
কি করে চোখের জল চেপে, মুখে হাসি রেখে
নিজেকে হারিয়ে ফেলেও সংসার টিকিয়ে রাখতে হয়… 🥹🖤

ভালোবাসা থাকলে পাখির জন্য 'পাখিরও ক'ষ্ট হয়। আর তুমি তো মানুষ-ই ছিলে.! 😅💔
27/04/2025

ভালোবাসা থাকলে পাখির জন্য 'পাখিরও ক'ষ্ট হয়। আর তুমি তো মানুষ-ই ছিলে.! 😅💔

23/04/2025

৩০ লাখ টাকা দেনমোহরে নওরিন আফরোজ প্রিয়া আপুর বিয়ে হলো। ❤️সৌন্দর্য এখানে ম্যাটার করছে না।
মেয়ে স্বাবলম্বী বিজনেস করে। তার চেয়েও বড় কথা মেয়েটির ফেইস ভ্যালু আছে। এই মেয়েটাকে ইচ্ছা করলেই তার স্বামী শারীরিক নির্যাতন করতে পারবে না, ঘর থেকে বের করে দিতে পারবে না, তার ওপর জুলুম করতে পারবে না।
আমার মনে হয়, সৌন্দর্যের প্রতি যত্নশীল না হয়ে, মেয়েদের ক্যারিয়ারের প্রতি খুব যত্নশীল হওয়া দরকার, একজন স্বাবলম্বী নারীকে পুরুষ বা তার ফ্যামিলি অসম্মান করার আগে দশবার ভাবে ..

(copied)

20/04/2025

মেয়েরা খুব সহজে কাউকে কোনো কিছুর জন্য সহজে রিকোয়েস্ট করে না। আর যদি কখনো করে থাকে, তাহলে বুঝে নিও—তুমি স্পেশাল।
তারা স্টেট ফরওয়ার্ড কিছু বলে না। মেয়েরা একটু ঢং করবে, একটু নাটক করবে ওরা না করলে কে করবে বলেন? মেয়ে মানুষ যাকে যত বেশি পছন্দ করে তত প্যারা দে, বাচ্চামি করে, ন্যাকামি করবে এটা ভালোবাসা। তারা কথা ঘুরিয়ে-ফিরিয়ে বলবে, পেঁচিয়ে বলবে। আপনাকে বুঝে নিতে হবে।তাদের কে যত বেশি বুঝবেন, তত বেশি ভালোবাসা পাবেন , আর ততই সম্পর্কটা গভীর হবে। মেয়ে মানুষের অভিমানে ও ভালোবাসা লুকিয়ে থাকে।❤️

18/04/2025

Nazarche nazar mile👀😍

15/04/2025

Favourite weather 🫶🥰

Weather 🥰🫶
12/04/2025

Weather 🥰🫶

12/04/2025

দেহ পাশে কেউ কেঁদো না গল্প গুলো রেখো অজানা 🥲🥺

11/04/2025

মানুষের জীবনের মত প্রতিটি ফুলের মধ্যে একটি গল্প থাকে, শুধু সেই গল্পটি বোঝার মতো মানুষের প্রয়োজন। 🌸

08/04/2025

"সিজদারত" অবস্থায় থাকা ব্যক্তি যদি জানতো আল্লাহ তাকে কতো গুলো ফেরেস্তা দিয়ে ঘিরে রেখেছেন, তবে সেই ব্যক্তিটি কোন দিন মাথা তুলতোই না। সুবহানাল্লাহ

08/04/2025

কাউকে কোন একটা ভিডিও বা ছবি দেখানোর পর সে যদি বলে 'এটা আমি আগেই দেখছি,' তখন কি যে রাগ লাগে!
তুই দেখলে কি হইছে? আবার দেখবি! দেখলেও আমাকে আবার বলবি কেনো? আমি দিছি,তাই তুই দেখবি! শ্যাষ!🙂

Address

Rangamati

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jannatul Mawa 8.6 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share