27/03/2025
একটা সুন্দর মোনাজাত!❣️
ইয়া আল্লাহ!! আমি জানিনা অতীতে কতটা পাপ করেছি, কতো ভুল করেছি জেনে না-জেনে, কত মানুষকে কষ্ট দিয়েছি, কত ওয়াক্ত নামাজ কাজা করেছি, কার কার নামে গীবত করেছি, কার কার নামে সমালোচনা করেছি, কত কি দেখে হিংসা করেছি! আসতাগফিরুল্লাহ্।
ইয়া আল্লাহ!! আপনি এখন আমাকে এমনভাবে তৈরি - করুন যাতে এসব থেকে আস্তে আস্তে মুক্তি পেতে পারি। আমাকে আলোর পথ দেখান, আমার মনে ইসলামের প্রেম বাড়িয়ে দিন। আমার মনে আল্লাহ ও তার রাসুলের প্রতি ভালবাসা এনে দিন। ইসলামকে জানার ইচ্ছা বাড়িয়ে দিন।
ইয়া আল্লাহ!! কোনো বিপদ আসার আগেই আমাকে তা থেকে রক্ষা করুন। আমাকে বদনজর থেকে রক্ষা করুন। আমাকে পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুন।
ইয়া আল্লাহ, আমার ঈমান বৃদ্ধি করে দিন, আমার মনকে নরম বানিয়ে দিন, আমাকে বেশি বেশি তওবা করার তৌফিক দিন। আমাকে হেদায়েত দান করুণ।
আমীন🤲❤ ⭐দোয়া⭐
🌐 ইয়া আল্লাহ, এই বরকতময় দিন এখন শেষ হতে চলেছে, দয়া করে আমাকে আপনার দ্বীনের পথে থাকতে সাহায্য করুন। আমাকে দ্বীনের জ্ঞান দান করুন।
🌐 ইয়া আল্লাহ, আপনি অসীম দয়ালু, দয়া করে আমাকে ক্ষমা করুন। আমাকে দান করুন, যা সর্বোত্তম।
🌐 ইয়া আল্লাহ, আমাকে ইহকালে এবং পরকালে সফল হতে সাহায্য করুন।
🌐ইয়া আল্লাহ, আমি যদি অকৃতজ্ঞ, অন্যায়, অসৎ আচরন করে থাকি, আমাকে ক্ষমা করুন।
🌐 ইয়া আল্লাহ, আমি জানি না আমি আগামী রমজানে বেঁচে থাকব কিনা,আমার উপর সহায় হোন,আমার গুনাহ মাফ করুন। আমাকে জান্নাতে স্থান দিন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।
🌐ইয়া আল্লাহ, আমাকে এমন লোকদের অন্তর্ভুক্ত করুন যাদের স্থান হবে জান্নাতুল ফেরদাউস I
🌐 ইয়া আল্লাহ, আমাকে সাহায্য করুন আমি যেন আপনার দ্বীনকে চারদিকে ছড়িয়ে দিতে পারি I
🌐 ইয়া আল্লাহ, দয়া করে আমাকে গীবতকারীদের অন্তর্ভুক্ত করবেন না I
🌐ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করুন যদি আমি অহংকারীদের অন্তর্ভুক্ত হয়ে থাকি।
🌐 ইয়া আল্লাহ আমাকে এবং সেই ব্যক্তিকে ক্ষমা করুন যে আমার কাছে এটি পাঠিয়েছে। আমাদের সফলতা দান করুন। নিশ্চয় আপনি মহান,ক্ষমতাবান, ক্ষমাশীল, পরম দয়ালু।
💎 আমীন💎
ইয়া রাহমানূর রাহীম