Voice of Rangamati

Voice of Rangamati সত্য প্রকাশে আপোষহীন
(1)

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন।Voice of Rangamati গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিক...
08/08/2025

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন।

Voice of Rangamati

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে জবাই করে হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) জুমার নামাজের পর শহরের বনরূপা পেট্রোল পাম্প চত্বরে সিএইচটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন হয়। সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মসূচিতে রাঙামাটিতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা শাসশুল আলম, সময়ের কণ্ঠস্বর পত্রিকার প্রতিনিধি কাউসার, খবরপত্র এর আলী আক্কাস, দৈনিক রাঙামাটি ও সিএইচটি টাইমস এর আব্দুল নাইম মোহন, বাংলা বায়ান্ন এর সাব্বির, একুশে নিউজ এর সোহেল রানা, সিএনআই এর মোশারপ হোসেন সেলিম, দৈনিক ঘোষণা পত্রিকার কামরুল ইসলাম, সিএইচটি টাইমস টোয়েন্টিফোর ডটকম এর নাজিম আলী ও রাঙামাটি নিউজ এর মেহেদী হাসানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা এবং একই দিনে সাংবাদিক আনোয়ার হোসেনকে ইট দিয়ে থেতলে গুরুতর আহত করার ঘটনা প্রমাণ করে যে দেশে গণমাধ্যমকর্মীরা কোথাও নিরাপদ নয়। এ ধরনের বর্বরোচিত হত্যাকাণ্ড মুক্ত সাংবাদিকতার ওপর নগ্ন হামলা এবং সত্য প্রকাশের সাহসী কণ্ঠরোধের চেষ্টা।

তারা আরও বলেন, সত্য প্রকাশ করলেই রাজনৈতিক মহলের স্বার্থান্বেষী গোষ্ঠী ও মাফিয়া চক্র সাংবাদিকদের টার্গেটে পরিণত করছে। সাংবাদিকদের ওপর হামলা, গুম ও হত্যার ঘটনার বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন, একজন সাংবাদিক জাতির বিবেক। তাকে হত্যা করা মানে গোটা জাতির কণ্ঠরোধ করা। অতীতে সাংবাদিক জামাল ও সাংবাদিক কামালের ওপর হামলার বিচার না হওয়ায় অপরাধীদের মনোবল বেড়েছে। তাই অবিলম্বে গাজীপুরের হত্যাকাণ্ডসহ সাংবাদিকদের ওপর সব ধরনের নির্যাতনের বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

রাঙ্গামাটিতে পানিবন্দি পরিবারদের পাশে আলোর ফুল।Voice of Rangamati টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ...
08/08/2025

রাঙ্গামাটিতে পানিবন্দি পরিবারদের পাশে
আলোর ফুল।

Voice of Rangamati

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়ে রাঙ্গামাটি শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর ফলে তবলছড়ি ৪নং ওয়ার্ডের সিলেটডি পাড়ার বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

শুক্রবার (৮ আগস্ট) পানিবন্দি পরিবারের খোঁজ নিতে সরেজমিনে যান তরুণ সামাজিক সংগঠন ‘আলোর ফুল রাঙ্গামাটি’-এর সদস্যরা। এ সময় স্থানীয় বাসিন্দারা জানান, গত চার দিন ধরে তারা পানিবন্দি অবস্থায় থাকলেও এখনো কোনো ধরনের সহযোগিতা পাননি এবং কেউ তাদের খোঁজও নেননি।

সংগঠনের সদস্যরা এদিন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রস্তুত করেন, যাতে পরবর্তীতে দ্রুত ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছানো সম্ভব হয়।

রাঙ্গামাটির শহরের পানিবন্দি এলাকা পরিদর্শন করেছেন জেলা পরিষদ সদস্য হাবীব আজম।Voice of Rangamati একটানা বর্ষণ ও উজান থেকে...
08/08/2025

রাঙ্গামাটির শহরের পানিবন্দি এলাকা পরিদর্শন করেছেন জেলা পরিষদ সদস্য হাবীব আজম।

Voice of Rangamati

একটানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে গত তিন দিন ধরে রাঙ্গামাটি পৌর এলাকার হাজারো মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। ঘরবাড়ি পানিতে ডুবে যাওয়ায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম শহরের শান্তিনগর এলাকায় জুমার নামাজ আদায় শেষে শান্তিনগর, হাসপাতাল এলাকা, হ্যাচারি এলাকা, মোল্লা পাড়া ও পৌরসভার বিভিন্ন পানিবন্দি এলাকা পরিদর্শন করেন।

পানিতে তলিয়ে যাওয়া এলাকাগুলোর মধ্যে শান্তিনগর, রসূলপুর, ব্রাক্ষ্মণটিলা, পৌর কলোনি, আসামবস্তি ও পাবলিক হেলথ এলাকা উল্লেখযোগ্য। এসব এলাকায় নৌকা ছাড়া যাতায়াত সম্ভব হচ্ছে না।

এ সময় হাবীব আজম ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত ত্রাণ ও সহায়তা প্রদানের আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। দ্রুত পানি নিষ্কাশন না হলে আরও বেশি এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

পার্বত্য চট্টগ্রামে প্রযুক্তির ছোঁয়া: ১০০ বিদ্যালয়ে আসছে স্টারলিংক ইন্টারনেট।Voice of Rangamati পাহাড়ি শিক্ষার্থীদের ই-ল...
08/08/2025

পার্বত্য চট্টগ্রামে প্রযুক্তির ছোঁয়া: ১০০ বিদ্যালয়ে আসছে স্টারলিংক ইন্টারনেট।

Voice of Rangamati

পাহাড়ি শিক্ষার্থীদের ই-লার্নিং ও আধুনিক শিক্ষার সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আগামী ছয় মাসের মধ্যে পার্বত্য চট্টগ্রাম (সিএইচটি) অঞ্চলের ১০০টি বিদ্যালয়ে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ চালুর পরিকল্পনা নিয়েছে সরকার।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, এই উদ্যোগ শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তিগত এক বিপ্লব হবে। দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীরা অনলাইনে শহরের অভিজ্ঞ শিক্ষকদের ক্লাসে অংশ নিতে পারবে। এতে শিক্ষার মানে সমতা নিশ্চিত হবে।

তিনি বলেন, এই উদ্যোগ পাহাড়ি শিক্ষার্থীদের প্রযুক্তিতে দক্ষ করে তুলবে, যা তাদের উচ্চশিক্ষা ও কর্মজীবনে সহায়ক হবে।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে জাতিগত জনগোষ্ঠীর মানসম্পন্ন শিক্ষার নিশ্চয়তা সম্পর্কে জানতে চাইলে সুপ্রদীপ চাকমা বলেন, আমার মূল চিন্তা-ভাবনা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা। অন্যান্য অঞ্চলের সঙ্গে আমাদের প্রতিযোগিতা করতে হবে। আমরা সবসময় কোটা পাবো না। প্রতিযোগিতা করতে হলে কিছু ভালো স্কুল-কলেজ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, আমার প্রধান চিন্তা স্যাটেলাইট শিক্ষাব্যবস্থা। এ জন্য উপজেলা ও জেলা পর্যায়ে হোস্টেল নির্মাণ করতে হবে।

সরকার পার্বত্য অঞ্চলে প্রকৌশল কলেজ, একটি নার্সিং কলেজ, হোস্টেল, অনাথালয় এবং ছাত্রাবাস নির্মাণের পরিকল্পনাও করছে বলে জানান উপদেষ্টা।

পার্বত্য এলাকার জনগণকে আত্মনির্ভরশীল করে তুলতে সরকার তিন বছর মেয়াদি বাঁশ চাষ পরিকল্পনা এবং আরও পশুপালন ও মৎস্য প্রকল্প হাতে নিয়েছে বলে জানান উপদেষ্টা।

তিনি বলেন, পার্বত্য জেলার অর্থনৈতিক উন্নয়নের প্রধান চালিকাশক্তি হবে বাঁশ চাষ। আমরা বাঁশের উৎপাদন ও ব্যবহার বাড়িয়ে পার্বত্য চট্টগ্রামের একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলতে চাই এবং এ অঞ্চলের পানি সংকট কমাতে চাই।

তিনি বলেন, আমরা প্রকৃতি ও পরিবেশ অক্ষুণ্ন রেখেই পাহাড়ি অঞ্চল উন্নয়ন করতে চাই। পরিবেশ রক্ষায় বাঁশ একটি অত্যন্ত কার্যকর ও গুরুত্বপূর্ণ উপাদান।

সরকার পার্বত্য চট্টগ্রামে কাজু বাদাম, কফি ও ভুট্টার চাষেরও উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।

উপদেষ্টা বলেন, পার্বত্য জেলাগুলোর উন্নয়নে সরকার সক্রিয়ভাবে কাজ করছে, যার লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক আত্মনির্ভরতা গড়ে তোলা এবং এলাকার সব সম্প্রদায়ের অধিকার সুরক্ষা নিশ্চিত করা।

তিনি বলেন, এই সরকার সকল নাগরিকের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সবার অর্থনৈতিক আত্মনির্ভরতা অর্জনে আমরা নানা উদ্যোগ নিচ্ছি। পাশাপাশি আমরা এটা নিশ্চিত করতে চাই , পার্বত্য চট্টগ্রামে কেউ যেন বঞ্চিত না হয়।

বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই দেশকে এগিয়ে নিতে চায় উল্লেখ করে সুপ্রদীপ চাকমা বলেন, এই সরকারের লক্ষ্য হচ্ছে সকল সম্প্রদায়ের অধিকার রক্ষা এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা। সরকার পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের সকল দুয়ার উন্মুক্ত করেছে। পাহাড়ি জনগণ কৃষিখাতে পিছিয়ে আছে। আমরা চাই, পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় উৎপাদিত কফি ও কাজু বাদামের উৎপাদন সারাদেশে এবং আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দিতে।

তিনি বলেন, আমরা পাহাড়ি জনগণ আর পিছিয়ে থাকতে চাই না। আমরা দেশের মূল স্রোতের সঙ্গে একীভূত হতে চাই। সমাজে সকলে যেন ভূমিকা রাখে, তা নিশ্চিত করতে হবে। আমাদের সমাজ, ধর্ম ও রাষ্ট্র সম্পর্কে ভাবতে হবে। প্রধান উপদেষ্টা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশকে এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। এক্ষেত্রে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকবে হবে।

সুপ্রদীপ চাকমা আরও বলেন, কাপ্তাই হ্রদের সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানো উচিত।
তিনি রাঙামাটির কাপ্তাই হ্রদকে সোনার সঙ্গে তুলনা করে বলেন, এই জলাশয় থেকে মাছ আহরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।

উপদেষ্টা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, বর্তমান সরকার আমাদের সবদিক থেকে সহায়তা দিতে প্রস্তুত। প্রধান উপদেষ্টার নেতৃত্বে এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমরা একটি সমৃদ্ধ ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই। এই সরকার সকল নাগরিকের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ।

সরকার পার্বত্য এলাকার শিক্ষার্থীদের জন্য একটি উন্নত ও সহায়ক ক্রীড়া পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

08/08/2025

আজ আনুমানিক ১:১০ মিনিট এর দিকে রাঙ্গামাটি বনরূপা বাজারে ছোট্ট মেয়েটিকে তার মা বিশ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিতে চাইলে স্থানীয় কয়েকজন দেখে ফেলে এরপর বিষয়টি জানাজানি হলে কয়েকজন মিলে মেয়েটির মাকে আটক করে।

ভিডিও ও তথ্য সংগৃহীত : Sau Pru Marma

08/08/2025

গাজীপুরে সাংবাদিক হ/ত্যা/র প্রতি/বাদে রাঙ্গামাটিতে মানব/বন্ধন।

রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কের ঢালুতে গাছবাহী একটি ট্রাক উল্টে গিয়ে সড়কটি বন্ধ হয়ে গেছে। যাত্রী ও প...
08/08/2025

রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কের ঢালুতে গাছবাহী একটি ট্রাক উল্টে গিয়ে সড়কটি বন্ধ হয়ে গেছে। যাত্রী ও পথচারীদের বিড়ম্বনা এড়াতে বিকল্প স্বর্ণটিলা সড়ক ব্যবহার করতে পারেন।

07/08/2025

গাজীপুরে সাংবাদিক হ/ত্যা/র সিসিটিভি ক্যামেরা ফুটেজ।

07/08/2025

গাজীপুরে চায়ের দোকানে বসা অবস্থায় সাংবাদিককে কু/পি/য়ে খু/ন

চাঁদাবাজি নিয়ে লাইভের পর গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে খু*ন।Voice of Rangamati গাজীপুরে নগরে এক সাংবাদিককে প্রকাশ্যে কু*পিয়...
07/08/2025

চাঁদাবাজি নিয়ে লাইভের পর গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে খু*ন।

Voice of Rangamati

গাজীপুরে নগরে এক সাংবাদিককে প্রকাশ্যে কু*পিয়ে ও গ*লা কে*টে হত্যা করেছে একদল লোক।

বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে নগরের চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে বলে জানান বাসন থানার ওসি শাহীন খান।

নিহত মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী বলেন, বিকালে তুহিন চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে লাইভ করেন। পরে রাত ৮টার দিকে নিজ ফেইসবুকে একটি ভিডিও পোস্ট করে লেখেন ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য, গাজীপুর চৌরাস্তা’।

“রাত সোয়া ৮টার দিকে তুহিন মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন লোক তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে সবার সামনে কু*পিয়ে ও গ*লা কে*টে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

ওসি শাহীন খান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে, তা জানার চেষ্টা চলছে।

রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় পানিবন্দী মানুষের পাশে উপজেলা প্রশাসন। Voice of Rangamati রাঙ্গামাটি পার্বত্য জেলায় কয়েকদিনে...
07/08/2025

রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় পানিবন্দী মানুষের পাশে উপজেলা প্রশাসন।

Voice of Rangamati

রাঙ্গামাটি পার্বত্য জেলায় কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হঠাৎ করে পানি বাড়ায় বেশ কিছু এলাকা পানিবন্দী হয়ে পড়েছে, ফলে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

সৃষ্ট দুর্যোগে আশার আলো হয়ে পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে প্রতিটি উপজেলায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারগণ (ইউএনও) ব্যক্তিগতভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। দুর্গত মানুষের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে নিয়মিতভাবে।

উপজেলা নির্বাহী অফিসাররা মাঠপর্যায়ে থেকে দুর্যোগ মোকাবেলায় সরাসরি কাজ করছেন। অনেক ইউএনও নিজে উপস্থিত থেকে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। কোথাও কোথাও খোলা হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র, যাতে পানিবন্দী মানুষ নিরাপদে থাকতে পারেন।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ বলেন,
জেলায় প্লাবিত নিম্নাঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিটি উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে যথাযথ প্রস্তুতি ও ব্যবস্থা নেওয়া হয়েছে। জনগণের পাশে প্রশাসন আছে এবং থাকবে।”

পাহাড়ি ঢলের ফলে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও, পাহাড় ধসের আশঙ্কায় কিছু ঝুঁকিপূর্ণ এলাকা থেকে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এই দুর্যোগে শুধু প্রশাসন নয়, সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় জনপ্রতিনিধিরাও। দুর্যোগের মুহূর্তে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছেন তারা, যাতে কোনো মানুষ অনাহারে না থাকে কিংবা নিরাপত্তাহীনতায় না ভোগে।

বন্যাদুর্গতদের পাশে হিল ভিডিপি: মানবিক সহায়তায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।Voice of Rangamati রাঙ্গামাটি জে...
07/08/2025

বন্যাদুর্গতদের পাশে হিল ভিডিপি: মানবিক সহায়তায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

Voice of Rangamati

রাঙ্গামাটি জেলার বরকল উপজেলায় সাম্প্রতিক সময়ে ভারী বর্ষণজনিত কারণে পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় বিভিন্ন গ্রাম প্লাবিত হয়। এ সংকটময় পরিস্থিতিতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় এগিয়ে আসে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হিল ভিডিপি সদস্যগণ। আজ বৃহস্পতিবার (০৬ আগষ্ট) সকাল ১১টা হতে বিকাল ০৪টা পর্যন্ত বরকল উপজেলার শুভলং ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ২৪ নং ও ৭০ নং হিল ভিডিপি প্লাটুনের সদস্যরা নিরলসভাবে কাজ করেন।

তারা নিজস্ব উদ্যোগে এবং সম্পূর্ণ মানবিক বিবেচনায় দুর্গম পাহাড়ি অঞ্চলের বন্যাদুর্গত পরিবারগুলোকে নৌকাযোগে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়ার জন্য সহযোগিতা প্রদান করেন। উক্ত কার্যক্রমে হিল ভিডিপি সদস্যদের সাহস, নিষ্ঠা ও মানবিকতা ছিল অত্যন্ত প্রশংসনীয়। তারা শুধু উদ্ধার কাজই করেননি, বরং মানুষকে আশ্বস্ত করেছেন, বিপদের মুহূর্তে পাশে থেকে মনোবল জুগিয়েছেন।

এই উদ্যোগ প্রমাণ করে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ শুধু শান্তি ও নিরাপত্তা রক্ষায় নয়, বরং জাতীয় দুর্যোগ ও সংকটমূহর্তেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। হিল ভিডিপি সদস্যদের এই কার্যক্রম স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

Address

Rangamati Sadar
Rangamati

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Rangamati posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share