Voice of Rangamati

Voice of Rangamati সত্যের পথে পাহাড়ের সঙ্গে।

পার্বত্য চট্টগ্রাম এবং দেশের সকল জেলা উপজেলা সংবাদ পেতে Voice of Rangamati ফেসবুক পেইজে যুক্ত হয়ে সাথে থাকুন।
(2)

রাবিপ্রবি’তে শ্রেণি প্রতিনিধিবৃন্দের সাথে ভাইস-চ্যান্সেলর মতবিনিমিয় সভা অনুষ্ঠিত।Voice of Rangamati   রাঙ্গামাটি বিজ্ঞান...
29/10/2025

রাবিপ্রবি’তে শ্রেণি প্রতিনিধিবৃন্দের সাথে ভাইস-চ্যান্সেলর মতবিনিমিয় সভা অনুষ্ঠিত।

Voice of Rangamati

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের বিভিন্ন ব্যাচের শ্রেণি প্রতিনিধিবৃন্দের সাথে ভাইস-চ্যান্সেলর মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় ক্যান্টিনে মানসম্মত খাবার পরিবেশন, স্থান সংকুলান, নারী শিক্ষার্থীদের আলাদা বসার জায়গাসহ সার্বিক ব্যবস্থাপনার উন্নয়ন, যানবাহনের ট্রিপের সংখ্যা বৃদ্ধি, বিভিন্ন বিভাগে তাত্ত্বিক ক্লাসের পাশাপাশি অধিক সংখ্যক শিক্ষা সফর, ব্যবহারিক ক্লাস ও ল্যাব রুমের সংখ্যা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা তাদের দাবিসমূহ তুলে ধরেন।

সভায় উপস্থিত শ্রেণি প্রতিনিধিদের উত্থাপিত চাহিদা ও দাবিসমূহের প্রেক্ষিতে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বিশ্ববিদ্যালয় কর্তৃক ইতোমধ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচী ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমুলক কাজের বিস্তারিত বর্ণনা তুলে ধরেন এবং দ্রুত এগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন এবং শিক্ষার্থীদেরকে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রেখে ধৈর্য সহকারে তাদের একাডেমিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের যেকোন সমস্যা ও দাবি যে কেউ যেকোনো সময় আমার সাথে কিংবা আজকের সভায় গঠিত শ্রেণী প্রতিনিধিদের ফোরামের মাধ্যমে তুলে ধরতে পারবে। ক্যান্টিন সম্পর্কিত যেকোন অভিযোগ শোনা মাত্র আমরা ক্যান্টিন পরিচালনা কমিটির সদস্যদের সাথে সভার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা করছি। অতি শীঘ্রই আমরা নারী শিক্ষার্থীদের আলাদা বসার জায়গাসহ সকল শিক্ষার্থীদের বসার জন্য ব্যবস্থা গ্রহণ করছি। বিদ্যুৎ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সাথে যোগাযোগ করে পদক্ষেপ গ্রহণ করেছি। ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও কর্মীরা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য পরিদর্শন করে প্রাক্কলন কাজ সম্পন্ন করেছেন।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য সকাল ও বিকালে ট্রিপ সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জন্য অনুমোদিত তিনটি মিনিবাস ও একটি অ্যাম্বুলেন্স ক্রয়ের প্রক্রিয়া আগামী জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও লাইব্রেরী ভবনের দ্বিতীয় তলায় ল্যাব রুম সম্প্রসারণের কাজ চলমান রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং বাড়ানোর জন্য প্রয়োজনীয় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

উক্ত সভায় বিভিন্ন ব্যাচের ৩৮ জন শ্রেণী প্রতিনিধি, রাবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী, ম্যানেজমেন্ট অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন, সহকারী প্রক্টর ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জি এম সেলিম আহমেদ এবং সহকারী প্রক্টর ও ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের প্রভাষক মোহাম্মদ এজাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি রাজবন বিহার পরিদর্শন করলেন পুলিশ সুপার।Voice of Rangamati   ৪৯তম শুভ দানোত্তম কঠিন চীবর দান–২০২৫ উপলক্ষে রাঙ্...
29/10/2025

রাঙ্গামাটি রাজবন বিহার পরিদর্শন করলেন পুলিশ সুপার।

Voice of Rangamati

৪৯তম শুভ দানোত্তম কঠিন চীবর দান–২০২৫ উপলক্ষে রাঙ্গামাটি রাজবন বিহার পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

বুধবার (২৯ অক্টোবর) সকালে তিনি বিহার প্রাঙ্গণের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ ও দর্শনার্থীদের চলাচল বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, “কঠিন চীবর দান পার্বত্য অঞ্চলের বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ উৎসব। শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উৎসবটি সম্পন্ন করতে জেলা পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। ধর্মীয় সম্প্রীতি রক্ষা আমাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব।”

পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএমসহ রাজবন বিহার উপাসক-উপাসিকা কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

জনসেবায় রাঙ্গামাটি পপুলার ডায়াগনস্টিক রাজবন বিহারে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন।Voice of Rangamati
29/10/2025

জনসেবায় রাঙ্গামাটি পপুলার ডায়াগনস্টিক
রাজবন বিহারে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন।
Voice of Rangamati

কাপ্তাইয়ে  যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।  কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি Voice of Rangamati   বাংলাদেশ জাতীয়ত...
29/10/2025

কাপ্তাইয়ে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী
উদযাপন।

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
Voice of Rangamati

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাপ্তাই উপজেলা যুবদলের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, র‍্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার
(২৯ অক্টোবর) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা সদরে একটি র‍্যালি করা হয়। পরে বড়ইছড়িস্থ কাপ্তাই -চট্টগ্রাম সড়কে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলুর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে যুবদল আহবায়ক সৈয়দ জাহেদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সুমন মারমা।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম শাকিল। প্রধান বক্তা ছিলেন রাঙ্গামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো.সায়েম। এসময় বিশেষ রাঙামাটি জেলা বিএনপির যুগ্নসম্পাদক সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাফর আহমেদ স্বপন, সহ সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা , রাঙামাটি জেলা যুব দলের সিনিয়র সহ সভাপতি মো: আব্দুল মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো: নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো: আনোয়ার হোসেন ও সিরাজুল মোস্তফা এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: ইউসুফ চৌধুরী।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা বিএনপির এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

29/10/2025

এক কাজী মুজিবুর রহমানকে হ'ত্যা করলে। লক্ষ কাজী মুজিবুর রহমান পার্বত্য চট্টগ্রামের বুকে জন্ম নিবে বলে মন্তব্য করেন পারভেজ মোশাররফ হোসেন সাংগঠনিক সম্পাদক পিসিসিপি রাঙ্গামাটি জেলা।
Voice of Rangamati #চট্টগ্রাম #পার্বত্য_চট্টগ্রাম #কাজী_মজিব #পাহাড় #আর্মি #বাংলাদেশ #সেনাবাহিনী #খাগড়াছড়ি #রাঙামাটি #রাঙ্গামাটি #বান্দরবান #সিএইচটি

রক্তাক্ত ২৮ অক্টোবর স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল।মোঃ মহিউদ্দিন ,বাঘাইছড়ি উপজেলা Voice of Rangamati   ২০০৬ স...
29/10/2025

রক্তাক্ত ২৮ অক্টোবর স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল।

মোঃ মহিউদ্দিন ,বাঘাইছড়ি উপজেলা
Voice of Rangamati

২০০৬ সালের ঐতিহাসিক রক্তাক্ত ২৮ অক্টোবর স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবীর আহমদের সভাপতিত্বে এবং মাওলানা আফসার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর সভাপতি মাওলানা নেয়ামত উল্লাহ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব আফসার হোসেন, প্রচার সেক্রেটারি ডা. সরদার আবদুর রহিম ও টিম সদস্য মো. হানিফ।

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ভয়াবহ ও কলঙ্কজনক দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। সেদিন রাজধানীর পল্টনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর পূর্বনির্ধারিত সমাবেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতাকর্মীরা লগি-বৈঠা, লাঠি, আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে ভয়াবহ হামলা চালায়। প্রকাশ্য দিবালোকে নিরস্ত্র জামায়াত ও ছাত্রশিবির কর্মীদের পিটিয়ে হত্যা করা হয় এবং নির্মমভাবে লাশের ওপর নৃত্য-উল্লাসে মেতে ওঠে হামলাকারীরা। এই দৃশ্য পুরো জাতিকে হতবাক করে তোলে, বিশ্ববাসীকেও নাড়া দেয়। নিহতদের মধ্যে ছিলেন ছাত্রশিবির নেতা মুজাহিদুল ইসলাম, কর্মী জসিম উদ্দিনসহ মোট ১৪ জন; আহত হন সহস্রাধিক নেতা-কর্মী।

বক্তারা আরও বলেন, ঘটনার সূত্রপাত হয়েছিল ২০০৬ সালের ২৭ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জাতির উদ্দেশে ভাষণের পর। পরদিন জামায়াতের সমাবেশের প্রস্তুতিকালে আওয়ামী জোটের নেতাকর্মীরা বিজয়নগর, তোপখানা রোড ও মুক্তাঙ্গন দিক থেকে আক্রমণ চালায়। পল্টন মোড়ে এবং আশপাশের গলিতে অসংখ্য মানুষকে বেধড়ক মারধর করা হয়, এমনকি সমাবেশ মঞ্চে আগুন ধরানোর চেষ্টাও করা হয়। এটি ছিল একটি সুপরিকল্পিত ও সংগঠিত হামলা, যার মূল উদ্দেশ্য
ছিল জামায়াতে ইসলামীর নেতৃত্বকে নিঃশেষ করা ও রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখানো।

বক্তারা বলেন, দেশের বিশিষ্ট নাগরিকরা এ ঘটনার নিন্দা জানিয়ে একে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অভিহিত করেছেন। জাতিসংঘের তৎকালীন মহাসচিবসহ বিশ্বজুড়ে এর তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। কিন্তু দুঃখজনকভাবে আজও এ ঘটনার বিচার হয়নি। বক্তারা বলেন, রক্তাক্ত ২৮ অক্টোবরের বিচার না হওয়া জাতির জন্য এক চরম কলঙ্ক, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সহিংসতার সবচেয়ে জঘন্য অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, ডাকসু, রাকসু, জাকসু ও চাকসু নির্বাচনে জামায়াতে ইসলামীর বিজয় প্রমাণ করে দেশে দলের জনপ্রিয়তা আকাশচুম্বী। তারা বলেন, বাংলাদেশে যদি কুরআনের আইন বাস্তবায়ন করা যায়, তবে গুম, খুন ও দুর্নীতি চিরতরে বন্ধ হবে। কোরআনের আইন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাবে।

বক্তারা উপস্থিত ভোটারদের আহ্বান জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠার সুযোগ করে দিতে। একই সঙ্গে তারা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত পাঁচ দফা মেনে নিয়ে জুলাই সনদের ভিত্তিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে।

অনুষ্ঠান শেষে ২৮ অক্টোবরের শহীদদের হত্যার বিচার দাবি করে এবং শহীদদের রুহের মাগফেরাত ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

কাপ্তাইয়ে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল।কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি। Voice of Rangamati   কা...
29/10/2025

কাপ্তাইয়ে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি।
Voice of Rangamati

কাপ্তাইয়ে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার
(২৮ অক্টোবর) সন্ধ্যায় শহীদ তিতুমীর একাডেমি হলরুমে এই সভা করা হয়।

কাপ্তাই উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নূর জামালের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে কাপ্তাই উপজেলা জামায়াতের আমির হারুনুর রশিদ। এসময় বক্তব্য রাখেন জীবতলী ইউনিট দায়িত্বশীল সালেহ নুর,চৌধুরী ছড়া ইউনিটের দায়িত্বশীল আবুল কালাম আজাদ, ফুলবাগান এলাকার দায়িত্বশীল মইনুদ্দিন, প্রকৌশলী ইউনিটির দায়িত্বশীল আশেক-এ-এলাহী সাব্বির, বিএসপিআই ইউনিটের সভাপতি বেলাল হোসেন,আদর্শ শিক্ষক পরিষদ কাপ্তাই উপজেলা শাখার সভাপতি সিনিয়র শিক্ষক মোহাম্মদ হানিফ,
প্রমূখ।

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের
ঘটনাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নেক্কারজনক অধ্যায় হিসেবে অভিহিত করে অবিলম্বে এই ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বিলাইছড়ি থেকে ২২ লিটার দেশীয় চোলাই মদসহ একজন আটক। Voice of Rangamati   রাঙ্গামাটির বিলাইছড়ি থানা পুলিশ ২২ লিটার দেশীয় তৈ...
29/10/2025

বিলাইছড়ি থেকে ২২ লিটার দেশীয় চোলাই মদসহ একজন আটক।

Voice of Rangamati

রাঙ্গামাটির বিলাইছড়ি থানা পুলিশ ২২ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ একজনকে আটক করেছে। আটককৃতের নাম কালো প্রিয় চাকমা (৪৭), তিনি বিলাইছড়ি উপজেলার ১নং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ধুপশীল পাড়ার বাসিন্দা। বর্তমানে তিনি বিলাইছড়ি সদরস্থ নলছড়ি পাড়ায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া জানান, সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় এসআই (নি:) ফারুক আহমেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে মোট ৯০টি ২৫০ মিলিলিটার বোতলে ২২.৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর কালো প্রিয় চাকমার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ২৪(খ) ধারায় মামলা (মামলা নং-০২, তারিখ ২৭/১০/২০২৫) রুজু করা হয়। আজ সকালেই তাকে রাঙ্গামাটিতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

29/10/2025

সরাসরি লাইভ 🔴🎥

খাগড়াছড়ির গুইমারাতে ইউপিডিএফ স'ন্ত্রা'সীদের গু'লিতে নি'হ'ত তিনজন সাধারণ পাহাড়ির সুবি'চা'রের দাবিতে বি'ক্ষো'ভ স'মা'বেশ।

তারিখ: ২৯ অক্টোবর ২০২৫ইং, বুধবার।
স্থান: বনরূপা, আলিফ মার্কেটের সামনে।
আয়োজনে:- পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙ্গামাটি পার্বত্য জেলা।

28/10/2025

প্রতিদিন শতশত মানুষকে অর্থ দিয়ে টাকা দিয়ে চাকুরী দিয়ে বিদেশে পাঠিয়ে খ্রিস্টান বানানো করা হচ্ছে।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিব। Voice of Rangamati #চট্টগ্রাম #পার্বত্য_চট্টগ্রাম #চট্টগ্রাম #পাহাড় #আর্মি #বাংলাদেশ #সেনাবাহিনী #খাগড়াছড়ি #রাঙামাটি #রাঙ্গামাটি #বান্দরবান #সিএইচটি

28/10/2025

কাপ্তাই বিএসপিআই-এ বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত। Voice of Rangamati

রাবিপ্রবি’তে RMSTU Photography Club এর উদ্যোগে Balancing Passion and Profession’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।Voice of Rangama...
28/10/2025

রাবিপ্রবি’তে RMSTU Photography Club এর উদ্যোগে Balancing Passion and Profession’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

Voice of Rangamati

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ২ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে RMSTU Photography Club এর উদ্যোগে “Balancing Passion and Profession’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান অনলাইনে সংযুক্ত ছিলেন। প্রোগ্রামে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ফটোগ্রাফিক অলিম্পিয়াড এর অ্যাম্বাসেডর ও রুপালী ব্যাংক পিএলসি এর এজিএম পিনু রহমান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবির এবং সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী ও উক্ত ক্লাবের মডারেটর ও ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মোঃ নাফিজ মন্ডল, রাবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের সভাপতি ইলিয়াসসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সেমিনারে আন্তর্জাতিকখ্যাতি সম্পন্ন ফটোগ্রাফার পিনু রহমান তার কর্মজীবনের পাশাপাশি তার শখের কাজ ফটোগ্রাফিতে কিভাবে সাফল্য অর্জন করেছেন তা নিয়ে আলোচনা করেন। পেশাগত জীবন ও সৃষ্টিশীল মানসের মধ্যে ভারসাম্য তৈরির প্রকৌশল এবং নিয়ম-কানুনের বেড়াজাল ও শিল্পীসত্তার স্বাধীন চিন্তামগ্ন মনের আবেগ প্রকাশের মধ্যে যৌক্তিকবোধ তৈরির গল্প তিনি তার যাপিত জীবনের অভিজ্ঞতার আলোকে বিস্তারিত তুলে ধরেন। তিনি ফটোগ্রাফির তাত্ত্বিক ও প্রায়োগিক দিক এবং একটি ছবি তথা সাবজেক্ট কিভাবে তৈরি করতে হয় তার অন্তরদৃষ্টি তৈরির উপাদান নিয়েও আলোচনা করেন। তিনি বলেন, জীবনকে যাপন নয়, তাকে উদযাপন করতে শিখতে হবে।

পরিশেষে তিনি তার দেশ-বিদেশে প্রশংসিত ও পুরস্কারপ্রাপ্ত ছবিগুলো প্রদর্শন করেন।

Address

Rangamati

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Rangamati posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share