
08/08/2025
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন।
Voice of Rangamati
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে জবাই করে হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) জুমার নামাজের পর শহরের বনরূপা পেট্রোল পাম্প চত্বরে সিএইচটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন হয়। সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মসূচিতে রাঙামাটিতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা শাসশুল আলম, সময়ের কণ্ঠস্বর পত্রিকার প্রতিনিধি কাউসার, খবরপত্র এর আলী আক্কাস, দৈনিক রাঙামাটি ও সিএইচটি টাইমস এর আব্দুল নাইম মোহন, বাংলা বায়ান্ন এর সাব্বির, একুশে নিউজ এর সোহেল রানা, সিএনআই এর মোশারপ হোসেন সেলিম, দৈনিক ঘোষণা পত্রিকার কামরুল ইসলাম, সিএইচটি টাইমস টোয়েন্টিফোর ডটকম এর নাজিম আলী ও রাঙামাটি নিউজ এর মেহেদী হাসানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা এবং একই দিনে সাংবাদিক আনোয়ার হোসেনকে ইট দিয়ে থেতলে গুরুতর আহত করার ঘটনা প্রমাণ করে যে দেশে গণমাধ্যমকর্মীরা কোথাও নিরাপদ নয়। এ ধরনের বর্বরোচিত হত্যাকাণ্ড মুক্ত সাংবাদিকতার ওপর নগ্ন হামলা এবং সত্য প্রকাশের সাহসী কণ্ঠরোধের চেষ্টা।
তারা আরও বলেন, সত্য প্রকাশ করলেই রাজনৈতিক মহলের স্বার্থান্বেষী গোষ্ঠী ও মাফিয়া চক্র সাংবাদিকদের টার্গেটে পরিণত করছে। সাংবাদিকদের ওপর হামলা, গুম ও হত্যার ঘটনার বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন, একজন সাংবাদিক জাতির বিবেক। তাকে হত্যা করা মানে গোটা জাতির কণ্ঠরোধ করা। অতীতে সাংবাদিক জামাল ও সাংবাদিক কামালের ওপর হামলার বিচার না হওয়ায় অপরাধীদের মনোবল বেড়েছে। তাই অবিলম্বে গাজীপুরের হত্যাকাণ্ডসহ সাংবাদিকদের ওপর সব ধরনের নির্যাতনের বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।