Voice of Rangamati

Voice of Rangamati সত্যের পথে পাহাড়ের সঙ্গে।

পার্বত্য চট্টগ্রাম এবং দেশের সকল জেলা উপজেলা সংবাদ পেতে Voice of Rangamati ফেসবুক পেজে যুক্ত হয়ে সাথে থাকুন।
(1)

01/10/2025

রাঙ্গামাটিতে শারদীয় দুর্গাপূজার নবমীতে মণ্ডপ পরিদর্শনে সম্মানিত ব্যক্তিবর্গ। Voice of Rangamati Voice of Rangamati #রাঙামাটি #রাঙ্গামাটি

01/10/2025

পার্বত্য চট্টগ্রাম নিয়ে সেনাবাহিনীর উদ্দেশ্যে কি বললেন ড. এনায়েতুল্লাহ আব্বাসী?
Voice of Rangamati

পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়  করেন কাপ্তাই জোন কমান্ডার।Voice of Rangamati      #রাঙ্গামাটি  #রাঙামাটি কাপ্তাই লগগেইট ...
01/10/2025

পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেন কাপ্তাই জোন কমান্ডার।

Voice of Rangamati #রাঙ্গামাটি #রাঙামাটি

কাপ্তাই লগগেইট শারদীয় দুর্গাপূজা জয় কালী মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিওনের কাপ্তাই জোন কমান্ডার।

বুধবার (১ অক্টোবর)সকাল ১১টায় তিনি উক্ত মণ্ডপ ঘুরে পূজার সংশ্লিষ্ট সকলের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলার অবস্থা পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কাপ্তাই জোন এর জোনাল স্টাফ অফিসার, সার্কেল এসপি ও অফিসার ইন চার্জ কাপ্তাই পুলিশ, রাঙামাটি জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। একই সাথে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। কাপ্তাই জোন কমান্ডার উক্ত পূজা মণ্ডপে গিয়ে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। পূজা চলাকালীন যেকোন বিশৃঙ্খলা রোধে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ সতর্ক অবস্থান এবং তাৎক্ষণিক সহায়তার ব্যাপারে আশ্বস্ত করে তিনি সকলকে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের আহ্বান জানান।

দূর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি আমাদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। উল্লেখ্য, এ বছর কাপ্তাই উপজেলায় মোট ৮ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে হাজারো ভক্ত-দর্শনার্থী অংশ নিচ্ছেন। প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি স্থানীয় জনসাধারণও ‘সম্প্রীতি সভা’ গঠনের মাধ্যমে পূজা উদযাপনে সক্রিয়ভাবে সহযোগিতা করছেন যাতে এই মহোৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হয়।

01/10/2025

নিজ বাজারে সেনা ক্যাম্প চালু করার অগ্রিম দাবি জানিয়েছে- পাইশিখই মারমা

পাইশিখই মারমা
মুখ্য সমন্বয়ক, সিএইচটি সম্প্রীতি জোট

Voice Of Rangamati.Com

শান্তি-শৃঙ্খলা উন্নয়নে র‌্যাব কাজ করছে: বান্দরবান ক্যাম্প কমান্ডার।Voice of Rangamati    #বান্দরবান    #পার্বত্য_চট্টগ্র...
01/10/2025

শান্তি-শৃঙ্খলা উন্নয়নে র‌্যাব কাজ করছে: বান্দরবান ক্যাম্প কমান্ডার।

Voice of Rangamati #বান্দরবান #পার্বত্য_চট্টগ্রাম

বান্দরবানে অপহরণ-চাঁদাবাজি বন্ধসহ এলাকার শান্তিশৃঙ্খলা উন্নয়নে র‌্যাব কাজ করছে বলে মন্তব্য করেছেন র‌্যাবের বান্দরবান ক্যাম্প কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম।

বুধবার (১ অক্টোবর) সকালে বান্দরবান শহরের একটি আবাসিক হোটেলে সাংবাদিকদের সঙ্গে র‌্যাবের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘সমতল এলাকার চেয়ে পাহাড়ে কাজ করা অনেক কষ্টের ও চ্যালেঞ্জের। তবে র‌্যাব সদস্যরা অনেক কষ্ট ভোগ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে। এসময় অপহরণ-চাঁদাবাজি বন্ধে সবাইকে সজাগ থাকা এবং যে কোনো তথ্য র‌্যাবকে দিতে আহ্বান জানিয়ে মাদক ও চোরাচালান বন্ধ করে বান্দরবানের মানুষের সুন্দর সহাবস্থানের জন্য র‍্যাব কাজ করছে।

এসময় বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির, সাংবাদিক ইউনিয়ন বান্দরবান জেলা কমিটির সভাপতি এইচ এম সম্রাটসহ র‌্যাব-১৫ এর বিভিন্ন সদস্য ও বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পাহাড়ে স্থায়ী শান্তি আনতে আড়াইশ সেনা ক্যাম্প চায় সেনাবাহিনী।Voice of Rangamati   পার্বত্য চট্টগ্রাম আবার অস্থিতিশীল করে ...
01/10/2025

পাহাড়ে স্থায়ী শান্তি আনতে আড়াইশ সেনা ক্যাম্প চায় সেনাবাহিনী।

Voice of Rangamati

পার্বত্য চট্টগ্রাম আবার অস্থিতিশীল করে তুলতে সক্রিয় হয়ে উঠেছে ভারতীয় মদতপুষ্ট সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ। ধর্ষণের নাটক সাজিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো, অস্ত্র ও প্রশিক্ষণ নিয়ে পাহাড়ে হামলা চালানো এবং চাঁদাবাজি ও অপহরণের মতো কার্যক্রমে জড়িয়ে পড়েছে সংগঠনটির সদস্যরা। নিরাপত্তা বাহিনীর মতে, পতিত স্বৈরশাসক শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারত আবার পাহাড়ে অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে চাইছে।

এ পরিস্থিতিতে পাহাড়ে দায়িত্ব পালন করা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, পার্বত্যাঞ্চলে অন্তত আড়াইশ নতুন সেনা ক্যাম্প স্থাপন করা ছাড়া কোনো বিকল্প নেই। তাদের যুক্তি, নতুন ক্যাম্প হলে প্রতিটি রুটে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো যাবে, অস্ত্রপ্রবাহ বন্ধ হবে এবং চাঁদাবাজি ও অপহরণ বন্ধ করা সম্ভব হবে। রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প বৃদ্ধি জরুরি।

নাম প্রকাশ না করার শর্তে সেনাবাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমার দেশকে এসব তথ্য জানান।

এসব সেনা কর্মকর্তার দাবি, শান্তিচুক্তির পর ক্যাম্প কমে যাওয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলো নতুন করে শক্তি সঞ্চয় করেছে এবং এখন তারা প্রকাশ্যে চাঁদাবাজি, অপহরণ ও হত্যাকাণ্ড চালাচ্ছে। পাহাড়ের সশস্ত্র গ্রুপগুলো গত এক বছরে প্রায় ৩৫০ কোটি টাকা চাঁদা তুলেছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, এর মধ্যে ইউপিডিএফ তুলেছে ১০৪ কোটি টাকা। চাঁদা নেওয়ার তালিকায় রয়েছে সাধারণ মানুষ, ব্যবসায়ী, কৃষি, যানবাহন, ঠিকাদার, কাঠ, বাঁশ ও অপহরণ। এর মধ্যে সশস্ত্র গ্রুপগুলো রাঙামাটি জেলা থেকে ২৪৪ কোটি, খাগড়াছড়ি থেকে ৮৬ কোটি এবং বান্দরবান থেকে ২০ কোটি টাকা চাঁদা তুলেছে।

শুধু চাঁদা নয়; অপহরণ ও হত্যার সঙ্গেও জড়িত ইউপিডিএফ। ২০০৯ থেকে এ পর্যন্ত ৩৩২ জনকে অপহরণ করে সশস্ত্র গোষ্ঠীটি। এর মধ্যে পাহাড়িরাও ছিলেন। সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করার ঘটনা ঘটে। তাদের হাতে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ৮৯ জন হত্যার শিকার হয়েছেন, যাদের মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য যেমন রয়েছেন, তেমনি সেনাবাহিনীর ১৬ সদস্যও রয়েছেন।

ইউপিডিএফ এবং তাদের সহযোগীরা ভারতের মিজোরামে স্থাপিত ক্যাম্প থেকে অস্ত্র ও প্রশিক্ষণ নিয়ে এসে বাংলাদেশের ভেতরে নাশকতা চালাচ্ছে। সেনাবাহিনী মনে করে, সীমান্তবর্তী দুর্গম এলাকায় দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ক্যাম্প স্থাপন অপরিহার্য। বর্তমানে খাগড়াছড়িতে ৯০, রাঙামাটিতে ৭০ এবং বান্দরবানে ৫০টিসহ ২১০টি ক্যাম্প থাকলেও পাহাড়ের ভৌগোলিক বাস্তবতায় তা যথেষ্ট নয়। আরো অন্তত আড়াইশ নতুন ক্যাম্প হলে সন্ত্রাসীরা আর মাথা তুলতে পারবে না।

সশস্ত্র গোষ্ঠীর প্রতি সদয় ছিল হাসিনার সরকার

সেনা সদর বলছে, শেখ হাসিনার আমলে সশস্ত্র গ্রুপগুলোর প্রতি নমনীয় থাকার অলিখিত নির্দেশ ছিল, যার ফলে সন্ত্রাসীরা রাজনৈতিক মদত ও প্রশাসনিক শৈথিল্য কাজে লাগিয়ে শক্তিশালী হয়। কিন্তু বর্তমান নীতি হলো ‘নো কম্প্রোমাইজ’। অর্থাৎ সন্ত্রাসীদের সঙ্গে কোনো ধরনের আপস বা আলোচনার জায়গা নেই, সরাসরি অ্যাকশনই একমাত্র পথ। কারণ, গোষ্ঠীগুলো কখনো সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে না; তারা পাহাড়ি ও বাঙালি- উভয় জনগোষ্ঠীকেই জিম্মি করে রেখেছে।

পাহাড়ে দায়িত্ব পালন করা একজন ব্রিগেড কমান্ডার বলেন, ইউপিডিএফ ও অন্যান্য সন্ত্রাসী গ্রুপের কার্যক্রম এখন শুধু চাঁদাবাজি বা অপহরণের মধ্যে সীমাবদ্ধ নেই। তারা ভারতের মিজোরাম থেকে সরাসরি প্রশিক্ষণ ও অস্ত্র নিয়ে এসে পাহাড়ে হামলা চালাচ্ছে। সীমান্তবর্তী এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হলে অতিরিক্ত সেনা ক্যাম্প স্থাপন অপরিহার্য। আমরা মনে করি, কমপক্ষে আড়াইশ নতুন ক্যাম্প প্রয়োজন।

খাগড়াছড়ি জোনের দায়িত্বে থাকা একজন লেফটেন্যান্ট কর্নেল বলেন, যেভাবে মিথ্যা ধর্ষণের নাটক সাজানো হলো, সামনে আরো বড় কোনো ঘটনা ঘটানো হতে পারে। এ ধরনের ষড়যন্ত্র ঠেকাতে সেনাদের দ্রুত উপস্থিতি জরুরি। কিন্তু বিস্তীর্ণ পাহাড়ি এলাকার অনেক জায়গায় সেনা ক্যাম্প নেই, ফলে সন্ত্রাসীরা ফাঁকফোকর কাজে লাগায়। তাই আমরা আড়াইশ ক্যাম্প স্থাপনের দাবি তুলেছি।

বান্দরবানে দায়িত্ব পালন করা একজন মেজর বলেন, ইউপিডিএফের চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের তথ্য আমাদের হাতে আছে। তারা ভারতের গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ সহায়তায় চলছে। প্রতিটি রুট আমরা চিহ্নিত করেছি। এখন প্রয়োজন তাৎক্ষণিক নিয়ন্ত্রণ। নতুন ক্যাম্পগুলো হলে আমরা এক ঘণ্টার মধ্যেই যেকোনো স্থানে অভিযান চালাতে পারব।

রাঙামাটির এক জোন কমান্ডার বলেন, আমাদের হাতে গোয়েন্দা প্রমাণ রয়েছে যে, ইউপিডিএফের অন্তত ছয়টি ক্যাম্প ভারতের মিজোরামে। তাদের লোকজন প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। সীমান্ত পাহাড়ে ক্যাম্প বাড়ানো ছাড়া এ অনুপ্রবেশ ঠেকানো যাবে না। জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনা ক্যাম্পের সংখ্যা আড়াইশতে উন্নীত করা জরুরি।

সার্বিক বিষয়ে খাগড়াছড়িতে দায়িত্ব পালন করা ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, নতুন সেনা ক্যাম্প স্থাপনের বিষয়টি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। আমরা এখন আমাদের যা পুঁজি আছে, সেগুলো নিয়ে নজরদারি করছি। ধর্ষণের ঘটনাকে পুঁজি করে সাধারণ পাহাড়ি নারী ও কোমলমতি শিক্ষার্থীদের সামনে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে ইউপিডিএফ। এসব কর্মসূচিতে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে দেশীয় ও স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে ফায়ারিং করা হয়েছে। সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখবে।

নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ এমদাদুল ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রামে বর্তমানে ক্রমবর্ধমান সন্ত্রাসী তৎপরতা, চাঁদাবাজি, অপহরণ ও হত্যাকাণ্ড নতুন মাত্রা পেয়েছে। সেনা ক্যাম্প প্রত্যাহার চাইলে কেন আমরা তা প্রত্যাহার করব? আমরা আমাদের কৌশলে এগিয়ে যাব।

নিরাপত্তা বিশেষজ্ঞ অধ্যাপক ড. শহীদুজ্জামান বলেন, ইউপিডিএফ এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠী ভারতের মিজোরাম ও ত্রিপুরা থেকে প্রশিক্ষণ ও অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে, যা আমাদের জন্য শঙ্কার বিষয়। সীমান্তবর্তী দুর্গম এলাকায় দ্রুত প্রতিক্রিয়া এবং কার্যকর নজরদারি ছাড়া দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব নয়। সে কারণে আড়াইশ নতুন সেনা ক্যাম্প স্থাপন এখন একান্ত জরুরি। এসব ক্যাম্প স্থাপন করা হলে সেনাবাহিনী দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারবে এবং সন্ত্রাসী কার্যক্রম কার্যকরভাবে দমন করা সম্ভব হবে।

টানা ৪ দিন সড়ক অবরোধ /১৪৪ ধারা জারি অবস্থার অবসানের পর আজকের খাগড়াছড়ি!Voice of Rangamati      #খাগড়াছড়ি
01/10/2025

টানা ৪ দিন সড়ক অবরোধ /১৪৪ ধারা জারি অবস্থার অবসানের পর আজকের খাগড়াছড়ি!
Voice of Rangamati #খাগড়াছড়ি

কাপ্তাই লেকে ঝড়ে নৌকা ডুবি, নারী-শিশুসহ ২ জনের মৃত্যু, ১ শিশু নিখোঁজ।Voice of Rangamati      #রাঙ্গামাটি  #রাঙামাটি রাঙ্...
01/10/2025

কাপ্তাই লেকে ঝড়ে নৌকা ডুবি, নারী-শিশুসহ ২ জনের মৃত্যু, ১ শিশু নিখোঁজ।

Voice of Rangamati #রাঙ্গামাটি #রাঙামাটি

রাঙ্গামাটির কাপ্তাই লেকে ঝড়ে নৌকা ডুবে নারী-শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন এখনো নিখোঁজ রয়েছেন।

গতকাল (৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার) রাতে মাইনীমুখ ইউনিয়নের এফআইডিসি টিলা গ্রামের আছর উদ্দিন স্ত্রী আছিয়া বেগম (৩৫), ছেলে মাসুম (৪), আরজ আলীর ছেলে রানা (৮) ও রহমানের মা-কে নিয়ে গুলশাখালী থেকে ডাক্তার দেখিয়ে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। বড়কলোনীর কাছাকাছি পৌঁছালে হঠাৎ ঝড়ে প্রবল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়।

প্রাণপণ চেষ্টা করে আছর উদ্দিন তীরে উঠতে সক্ষম হন এবং এলাকাবাসীর সহায়তায় উদ্ধার অভিযান শুরু হয়। অনেক খোঁজাখুঁজির পর রহমানের মাকে জীবিত ও আরজ আলীর ছেলে রানাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তবে আছর উদ্দিনের স্ত্রী ও সন্তানকে তখন খুঁজে পাওয়া যায়নি।

আজ (১ অক্টোবর) সকালে আছর উদ্দিনের স্ত্রীর লাশ উদ্ধার করা হলেও চার বছরের সন্তান মাসুম এখনও নিখোঁজ রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা কাপ্তাই লেকে নৌযান ব্যবহারকারীদের অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

30/09/2025

খাগড়াছড়ি উপজাতি মারমা কিশোরী মেডিকেল রিপোর্টে ধ'র্ষ'ণের কোন আলামত মিল নেই।
Jamuna tv

মেডিকেল রিপোর্টে ধর্ষণের প্রমাণ নেই, তবুও ইউপিডিএফের উস্কানিতে খাগড়াছড়ি গুইমারায় রক্তঝরা সহিংসতা।Voice of Rangamati     ...
30/09/2025

মেডিকেল রিপোর্টে ধর্ষণের প্রমাণ নেই, তবুও ইউপিডিএফের উস্কানিতে খাগড়াছড়ি গুইমারায় রক্তঝরা সহিংসতা।

Voice of Rangamati #খাগড়াছড়ি #পার্বত্য_চট্টগ্রাম

খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকার অষ্টম শ্রেণির মারমা কিশোরীর মেডিকেল রিপোর্ট নেগেটিভ এসেছে। মেডিকেল টেস্টে গণধর্ষণ কিংবা ধর্ষণের কোনো আলামত পাননি চিকিৎসকরা। খাগড়াছড়ি সদর হাসপাতালের ৩ জন চিকিৎসকের ২৮ সেপ্টেম্বর স্বাক্ষরিত মেডিকেল রিপোর্টে এ তথ্য পাওয়া যায়। ২৩ সেপ্টেম্বর রাতে ১২ বছর বয়সী ওই কিশোরী খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি হয়।

কিশোরীর বাবার অভিযোগ, ওই দিন (২৩ সেপ্টেম্বর) স্থানীয় এক শিক্ষকের কাছে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে নিখোঁজ হয় তার কিশোরী কন্যা। রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা খোঁজাখুঁজি করে স্থানীয় শাসন রক্ষিত বৌদ্ধ বিহারের পাশে পানিযুক্ত জমিতে খুঁজে পায় এবং সেখান থেকে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

গণধর্ষণের অভিযোগ এনে কিশোরীর বাবা ওই দিন রাতেই খাগড়াছড়ি সদর থানায় এজাহার দায়ের করেন। তাঁর অভিযোগ তার মেয়েকে অজ্ঞাত ৩ যুবক পালাক্রমে ধর্ষণ করেছে। তিনি নারী ও শিশু নির্যাতন আইনে সদর থানায় এ এজাহার দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পরের দিন বুধবার বেলা ১১টার সদরের সিঙ্গিনালা এলাকার ১নং ওয়ার্ড থেকে শয়ন শীল (১৯) নামে সন্দেহভাজন এক কিশোরকে সেনাবাহিনীর সহায়তায় আটক করা হয়। আদালতের নির্দেশে আটক কিশোরকে ৬ দিনের রিমান্ডে আনে পুলিশ।

অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ কেন্দ্র করে ইউপিডিএফের ইন্ধনে ২৪ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সহিংস সড়ক অবরোধ কর্মসূচি চালায় জুম্ম ছাত্র জনতা। এতে সংহতি জানায় ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম নামে ৩টি সংগঠন। তারা ওই দিন বেলা ১০টার দিকে মাটিরাঙার বাইল্যাছড়িতে আঞ্চলিক মহাসড়কের উপর গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে। সেখানে একটি মোটর সাইকেলে আগুন দেয়। পিকেটিংয়ের সময় কান্টা, গুলতি ও অস্ত্র নিয়ে অবস্থান করে। আধা বেলা সড়ক অবরোধের সময় শেষ হবার পরও বিক্ষোভকারীরা সড়কে অবস্থান করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। বিজিবি সদস্যদের বহনকারী একটি গাড়ি আটকে দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলেও সাড়া দেয়নি অবরোধ সমর্থকরা। উল্টো নানাভাবে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের নাজেহাল করার চেষ্টা করে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, ২৫ সেপ্টেম্বর আধা বেলা হরতাল এবং ২৬ সেপ্টেম্বর সহিংস অবরোধ কর্মসূচির নামে সড়কে নাশকতা চালানো হয়। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী তাদের সাথে কোনো কিছুতে জড়ায় নি। তারা হঠাৎ করে সেনা দলের একটি পিকআপ আক্রমণ করে। যেখানে ৩ জন সেনা সদস্য আহত হন। সেনাবাহিনী মানবিকতার পরিচয় দিয়ে ধৈর্য্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করে। তাদের সাথে কোনো প্রকার বাক-বিতন্ডায় না গিয়ে কোনো প্রকার বল প্রয়োগ ছাড়াই চলে যায়। ষড়যন্ত্রকারীরা পুরো খাগড়াছড়িতে সমাবেশ ডেকে পুরো ঘটনাটিকে অন্যদিকে প্রবাহিত করে। তারা খাগড়াছড়িতে ২৭ সেপ্টেম্বর অবরোধ ডাকে এবং অ্যাম্বুলেন্স ভাঙ্চুর করে। সাধারণ জনগণের উপর চড়াও হয়। তারা ধর্ষণ ইস্যু সামনে এনে সড়কে নাশকতা ও সহিংতা শুরু করলে জান-মাল রক্ষায় ২৭ সেপ্টেম্বর শনিবার দুপুর ২টা থেকে খাগড়াছড়ি সদর উপজেলা ও খাগড়াছড়ি পৌরসভায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। একই সঙ্গে গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে। ইউপিডিএফ এবং তাদের অংগ সংগঠনগুলো খাগড়াছড়িতে সফল হতে না পেরে ২৮ সেপ্টেম্বর গুইমারাতে চলে যায়। সেখানে গিয়ে একইভাবে পরিস্থিতির সৃষ্টি করলে সহিংসতায় ৩ জন নিহত হয়। আহত হয় অনেক। এই টেকনিক ফলো করে তারা তাদের পরিকল্পনা বাস্তবায়নের অপচেষ্টা চালায়। এতে বহিঃশক্তি ও পাহাড়ের একটা মহল তাদেরকে পেছন থেকে ইন্ধন দিচ্ছে বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়।

30/09/2025

খাগড়াছড়িতে উপজাতি স'ন্ত্রা'সীদের হা'ম'লা মসজিদ ভা'ঙ'চু'র ও দেশের অখণ্ডতাবিরোধী ষ'ড়'য'ন্ত্রে'র প্র'তি'বা'দে উলামা-জনতা ঐক্য পরিষদের বি'ক্ষো'ভ স'মা'বেশ। Voice of Rangamati

Address

Rangamati

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Rangamati posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share