Sujat Life Style 1.0

Sujat Life Style 1.0 I am sujat follow my page saport plz

শুভ দুপুর     ゚viralシfypシ゚viralシalシ
09/07/2025

শুভ দুপুর

゚viralシfypシ゚viralシalシ

গতকাল রাত ১১টা ২০ মিনিটে চট্টগ্রামের কালুরঘাট বাহির সিগনালে ম্যাফসুজ ফ্যাক্টরীর সামনে ছিনতাইকারীদের একটি দল আমাদের ওপর হ...
09/07/2025

গতকাল রাত ১১টা ২০ মিনিটে চট্টগ্রামের কালুরঘাট বাহির সিগনালে ম্যাফসুজ ফ্যাক্টরীর সামনে ছিনতাইকারীদের একটি দল আমাদের ওপর হামলা চালায়। আমরা বাহির সিগনাল থেকে একটা টমটম গাড়ি দিয়ে বাসা উদ্দেশ্যে আসছিলাম, তখন পথ অবরোধ করে ছিনতাই করার চেষ্টা করে।া কিন্তু আমরা ভয়ে পালাইনি—সাহস নিয়ে প্রতিরোধ করেছি। আমি পায়ে আঘাত পেয়েছি, আর আমার বন্ধু Shanti Ch মাথায় গুরুতর আঘাত পেয়ে এখন চিকিৎসাধীন। অপারেশন করতে হয়েছে।

যখন ছিনতাইকারীদের সঙ্গে ভয়াবহ হাতাহাতি মারামারি চলছিল একে অপরকে লড়াই লড়াই , তখন আশেপাশে অনেক মানুষ দাঁড়িয়ে ছিল। কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি, সবাই যেন চুপচাপ দর্শক ছিল। এই নীরবতা সমাজের দুর্বলতার প্রতিচ্ছবি।

শেষ পর্যন্ত আমরা একজোট হয়ে ছিনতাইকারীদের প্রতিহত করতে সক্ষম হই। তারা মার খেয়ে যে যার জুতা-স্যান্ডেল ফেলে পালিয়ে যায়। আমরা চাঁন্দগাঁও থানায় মামলা করেছি এবং থানার অফিসার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দিয়েছেন।

এই ঘটনার মাধ্যমে একটা বার্তা দিতে চাই—ভয় নয়, অন্যায়ের মুখোমুখি হোন। সাহস থাকলে অন্যায়কে ঠেকানো যায়। প্রতিরোধই আমাদের রক্ষা করতে পারে।

ভয় পেলে হারবেন, রুখে দাঁড়ালে বদলাবেন।
সাহসই আমাদের শক্তি।
কপি পোস্ট

08/07/2025

Debabo jor der gum jade aram ob
Amone morette duti guri guri
😭😭😭

একসময় জাতীয় পর্যায়ে স্টেডিয়াম কাঁপানো দুই জমজ বোন Anuching Mogini  আর Anai Mogini যেন আজ বিস্মৃতির অতলে হারিয়ে গেছে। তার...
07/07/2025

একসময় জাতীয় পর্যায়ে স্টেডিয়াম কাঁপানো দুই জমজ বোন Anuching Mogini আর Anai Mogini যেন আজ বিস্মৃতির অতলে হারিয়ে গেছে। তারা ছিলেন দেশের নারী ফুটবলের প্রথম সারির তারকা, দেশের পতাকা বুকে নিয়ে মাঠে লড়েছেন, জয় এনে দিয়েছেন—তবুও আজ তারা কোথায়? কেউ কি খোঁজ নেয়? বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কি জানে, কী অবস্থা এখন তাদের স্বপ্ন, ভবিষ্যৎ আর ক্যারিয়ারের?

তাদের সময়েও দেশের জয়ের গান গাওয়া হতো, তারা যখন মাঠে থাকতেন তখনও হাজারো সমর্থক গর্জে উঠত। অথচ সময়ের স্রোতে আজ তারা বিস্মৃত। নতুন নাম এসেছে—
Mitul Marma , Rupna Chakma , Monika Chakma , Sushanta Tripura , Ritu Porna Chakma , বিটশেক চাকমা। আজ তারাই গর্বের প্রতীক, জয় এনে দিচ্ছে দেশের ফুটবলে। কিন্তু তাদের ভবিষ্যৎও কি সেই পুরনো গল্পের মতো হারিয়ে যাবে? কোনো গ্যারান্টি কি আছে?

এই দেশেই, এই সমাজেই এক সময় বলা হয়েছিল—"উপজাতি", "চুংচাং", "চীনা", "বিচ্ছিন্নতাবাদী"। বিশেষ করে পাহাড়ে আদিবাসী-বাঙালি দাঙ্গার সময় আদিবাসী ফুটবলারদের জাতিগত পরিচয় নিয়েই করা হয়েছিল বিদ্বেষমূলক মন্তব্য। যারা দেশের হয়ে খেলেছেন, তাদেরই দেশ থেকে আলাদা করে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। যারা দেশের গর্ব, তাদেরই দেশের শত্রু বানানো হয়েছে।

আর যখন কোচ পিটার বাটলারের সময় কিছু আদিবাসী খেলোয়াড় তাদের প্রশিক্ষণ পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিল, তখন তাদের বিরুদ্ধে চলেছিল সামাজিক মাধ্যমে বিষোদগার। কেউ বলেছে, এরা অবাধ্য, আবার কেউ সরাসরি হুমকি দিয়েছে ধর্ষণের মতো বর্বর কথা বলে। যেন খেলোয়াড় না, যেন মানুষই না—শুধু জাতিগত পরিচয়ের কারণে তারা লক্ষ্যবস্তু।

এই ঘটনাগুলো কেবল ফুটবলের বা খেলাধুলার বিষয় না, বরং আমাদের সামগ্রিক রাষ্ট্রচিন্তা, সমাজের মূল্যবোধ আর জাতিগত বৈষম্যের নগ্ন বাস্তবতা। আদিবাসী খেলোয়াড়েরা যখন দেশের পতাকা হাতে জিতে আসে, তখন তারা “আমাদের” হয়; আর একটু বিতর্ক, একটু ব্যর্থতা ঘটলেই তারা হয়ে ওঠে “ওরা”।

এটা শুধু আনুচিং-আনাইয়ের গল্প নয়, বরং প্রতিটি পাহাড়ি, আদিবাসী খেলোয়াড়ের জন্য এক সতর্ক বার্তা। রাষ্ট্র যদি আজ না জাগে, সমাজ যদি না বোঝে, তাহলে কালের গর্ভে হারিয়ে যাবে আরও অনেক সম্ভাবনা, আরও অনেক গর্ব। সম্মান আর সহমর্মিতা ছাড়া কোনো জয়ই দীর্ঘস্থায়ী হয় না। তাদের পাশে দাঁড়ানো, তাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব এখন আমাদের সবার।

Valentina Tripura
Voices of Valentina

07/07/2025

Amr ajker Ranna yammi yammi😋😋😋

゚viralシfypシ゚viralシalシ

চট্টগ্রাম এ আবারও বৌদ্ধ জাতির উপর ভয়াবহ হামলা। গতকাল ০৫ জুলাই ২০২৫ ইং রোজ শনিবার সন্ধ্যায় সময় চান্দগাঁও আবাসিক এলাকায়...
06/07/2025

চট্টগ্রাম এ আবারও বৌদ্ধ জাতির উপর ভয়াবহ হামলা। গতকাল ০৫ জুলাই ২০২৫ ইং রোজ শনিবার সন্ধ্যায় সময় চান্দগাঁও আবাসিক এলাকায় রেস্টুরেন্টে এক মারমা ছেলে কে গলায় ছুরি 🔪🔪🔪 দিয়ে হত্যা চেষ্টা হয়েছে। আহত ছেলেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা পাঠানো হয়েছে।
রোগীর নাম: থোয়াইচিংহ্লা মারমা (১৮)
পিতা: উগ্যনু মারমা
মাতা: আনুমা মারমা,
গ্রাম: বিনাজুরী পাড়া
উপজেলা:লক্ষীছড়ি, পার্বত্য জেলা খাগড়াছড়ি।
আপনারা জানেন বাংলাদেশ এ আমরা বৌদ্ধ জাতিরা ভয়াবহ হামলা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। গত শুক্রবার ইপিজেড চাকমা তিন মেয়ে বৌদ্ধ বিহার এ যাওয়ার সময় হামলা করে পরে একজনকে চুরি মেরে আহত করে টাকা পয়সা মোবাইল নিয়ে যায়। দুদিন পেরে গেলেও অপরাধী বিচার এখনও হয় নাই। আমাকেও আপনারা জানেন গত ১ সপ্তাহ ধরে হত্যার হুমকি দিচ্ছে। আমরা চাকমা বড়ুয়া মারমা বৌদ্ধ সম্প্রদায় বাংলাদেশ এ নিরাপদ নই। ডঃ ইউনূস কে বলব আপনি পদত্যাগ করুন। আমরা বাংলাদেশ এ নিরাপদভাবে বসবাস করতে চাই। চীন জাপান থাইল্যান্ড মায়ানমার বৌদ্ধ প্রতিরুপ দেশগুলোকে বলব আপনারা শীঘ্রই বাংলাদেশ এ জুরুরি সেনা জারি করুন। আপনারা জানেন কয়েক মাস আগে খাগড়াছড়ি তে বৌদ্ধ বিহার জালিয়ে দিয়েছে বুদ্ধ মূতি পুড়িয়ে দিয়েছে। দীঘিনালা সাজেক চাকমা মারমাদের ঘরবাড়ি জালিয়ে দিয়েছে লুটপাট করেছে। তাছাড়া রাংগামাটি মৈত্রী বিহার এ হামলা চালিয়েছে। রাংগুনীয়া ফলহারিয়া শরনংকর ভিক্ষুর বৌদ্ধ বিহার হামলা চালিয়েছে। ডঃ দীপংকর ভিক্ষুকে নির্মমভাবে হত্যা করেছে। তাতে বুঝা যায় বৌদ্ধ জাতিরা ভালো নেই। এক ভয়াবহ আতঙ্কের মতো দিন কাটাচ্ছে। সকল বৌদ্ধ জাতিকে আপনারা মাঠে নামুন। কঠোর আন্দোলন করে আমাদের দাবি গুলো মেনে নিতে হবে।

06/07/2025

তাক্কো হুল পুরো হি

゚viralシfypシ゚viralシalシ

 #যে মা তোমাকে দশ মাস দশ দিন গর্ভধারণ করে পৃথিবীতে আলো দেখিয়েছিলেন। নিজের না খেয়ে তোমাদেরকে খাওয়ালেন তোমাকে ছোটকাল থেকে ...
06/07/2025

#যে মা তোমাকে দশ মাস দশ দিন গর্ভধারণ করে পৃথিবীতে আলো দেখিয়েছিলেন। নিজের না খেয়ে তোমাদেরকে খাওয়ালেন তোমাকে ছোটকাল থেকে ভরনপোষণ করে লালন পালন করে তুললেন । সেই মাকে তুমি সামান্য ভালোবাসা জন্য নিজের আপন মা বাবা কে ত্যাগ করতে পারলেন বোন তুমি। তোমার এখন যৌবন সুন্দর চেহারা আছে বলে সেই বাঙালির মুসলিম ছেলে তোমাকে বিয়ে করেছে। তোমার যৌবন সুন্দর চেহারা যখন শেষ হবে তখন তোমাকে অত্যাচার নির্যাতন নিপীড়ি করবে তখন অত্যাচার নির্যাতন সহ্য করতে পেরে শেষে তোমার লাশটা তোমার মা বাবা বাড়িতে ফিরে আসবে। যে মেয়ে আপন মা বাবা কে মনে দুঃখ কষ্ট দিয়ে জীবনে কখনো সুখী হতে পারে না।
আমাদের পাহাড়ের মেয়ে গুলো লাভ জিহাদের ফাঁদে পড়ে দিন দিন হারিয়ে যাচ্ছে। এই মেয়েটা গতকাল নিখোঁজ হয়েছে বলে ফেসবুকে পোস্ট করা পরে অনেক অনেক আদিবাসী ছেলে মেয়ে সেই পোস্ট কে শেয়ার করেছে যাতে মেয়েটাকে খোঁজে পেতে পারে মনে করে। কিন্তু আজকে সকালে ১০:২৯ মিনিটে জানতে পারে সেই উখিংন্যাং চাক বৌদ্ধ ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্মের ধর্মান্তরিত হয়ে বিয়ে করেছেন এক মুসলিম যুবকের। ধর্ম পরিবর্তনে পরে তার বর্তমানে নাম রাখা হয়েছে নুরাইশা মরিয়ম।

শুভ সকাল
06/07/2025

শুভ সকাল

অদ্য ৫-৭-২০২৫ইং সময়ঃসন্ধ্যা ৭.২৫ মিনিটের মানিকছড়ি উপজেলা বাটনাতলী হেডম্যান পাড়াতে এই মেয়েকে পাওয়া গেছে। এই মেয়েটা তার সঠ...
05/07/2025

অদ্য ৫-৭-২০২৫ইং সময়ঃসন্ধ্যা ৭.২৫ মিনিটের মানিকছড়ি উপজেলা বাটনাতলী হেডম্যান পাড়াতে এই মেয়েকে পাওয়া গেছে। এই মেয়েটা তার সঠিক পরিচয় জানে না এবং বলতে পারেন না!! কোনো ব্যাক্তি যদি মেয়েটি পরিচয় জেনে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করেন ০১৮৬০৬৮১১২৭।

বিদ্রঃ দ্রুত শেয়ার করে পারিবারের কাছে পৌঁছে দিন খবর টি।
পোস্ট kobita chakma আইডি থেকে সংগৃহিত

Address

Rangamati

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sujat Life Style 1.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share