Simply Tania Appi

Simply Tania Appi পথটা যখন একা-ই চলতে হবে,
তখন পিছনে কে কি বললো,
সেটা শুনে লাভ নাই।।
(3)

18/09/2025

লাইফের একটা পর্যায়ে এসে মানুষ নিজের কষ্টের কথা আর কাউকে বলেনা! নিজের হাহাকার,নির্ঘুম রাত পার করে দেওয়ার কথা কাউকে বলেনা৷ শুধু বলে 'ভালো আছি!'

13/09/2025

"সম্পর্কের শুরুতে সব বিষয় মেনে নিলেও, সম্পর্ক যখন গভির হবে দুজন দুজনকে ছাড়া এক মুহুর্ত থাকা যখন অসম্ভব হবে, ঠিক তখন সব মেনে নেওয়া মানুষ টা, আপনার কোনো বিষয় আর মানতে পারবে না।

তখন প্রতি নিয়ত সেসব বিষয় নিয়ে রাগ অভিমান ঝগড়া হতে থাকবে।
তখন সম্পর্কটা ভয়ংকর রুপ নিবে।
এভাবে তিক্ততা বাড়তে শুরু করবে।
একে অপরের ভুল বুঝতে শুরু করবে।

তখনই আবারও একটা বড় ধাক্কা খাবেন জীবনে।
ঠিক তখন আপনি শিখবেন একা থাকাটা কতটা শান্তি।
একাকিত্ব কতটা সুন্দর।

যে পুরুষ একজন নারীর প্রতি সম্মান প্রদর্শন করতে জানে না,  যে স্বামী তার স্ত্রীকে ভালোবাসার পরিবর্তে অপমান, তুচ্ছ-তাচ্ছিল্...
24/08/2025

যে পুরুষ একজন নারীর প্রতি সম্মান প্রদর্শন করতে জানে না,
যে স্বামী তার স্ত্রীকে ভালোবাসার পরিবর্তে অপমান, তুচ্ছ-তাচ্ছিল্য ও অবহেলা করে—
বিশেষ করে অন্যদের সামনে উঁচু গলায় ঝগড়া করে, কটু শব্দে গালি দেয় কিংবা ছোট করে দেয়—
সে কখনোই প্রকৃত অর্থে "পুরুষ" হতে পারে না।

একজন প্রকৃত পুরুষ কখনোই তার জীবনের সঙ্গীনীকে অপমান করে না।
বরং সে রক্ষা করে, সম্মান করে, ভালোবাসা দিয়ে আগলে রাখে।
নারী কোনো প্রতিপক্ষ নয়, বরং একজন জীবনসঙ্গী—
যাকে সম্মান দেওয়া মানেই নিজের মানুষকে সম্মান করা।

13/08/2025

স্বা'র্থ থাকলে,
ম'য়লা কাপড় থেকেও সুগন্ধি আসে,
আর স্বা'র্থ ফুরিয়ে গেলে সুগন্ধিযুক্ত কাপড় থেকেও দু'র্গন্ধ আসে...!!

13/08/2025

আমাকে একবার নয়, যদি হাজারবারও জিজ্ঞেস করা হয়,
এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি?
আমি একটিই উত্তর দেবো, মানুষ চেনা।

চেহারা সুন্দর হতে পারে,
কথা মিষ্টি হতে পারে,
হাসি উজ্জ্বল হতে পারে,
কিন্তু ভেতরের রঙ বুঝতে সময় লাগে।

কেউ কাছে এসে হৃদয় জয় করে,
আবার সেই হাতেই ভেঙে দেয় স্বপ্ন।
তাই মানুষ চেনা শুধু কঠিন নয়,
এ এক আজীবনের পাঠ।"🖤

10/08/2025

মেনে নিলে তুমি ভালো,
আর না মানলে তুমি খা'রাপ,
মুখ বুজে স'হ্য করলে তুমি ভদ্র।
আর মুখের উপর জবাব দিলে তুমি বে'য়া'দ'ব.!

06/08/2025

আমি ছেড়েও যাইনি হেরেও যাইনি।
আমি তো কেবল মু'ক্ত করে দিয়েছি।
যে পাখি বুকের খাঁচায় পোষ মানেনি।
সে পাখি আমার ছিলো না কোন দিন।

06/08/2025

ঝ*ড়ের মতো ব'য়ে যাচ্ছে ভি"তর'টা তাও মুখ ফুসকে বলতে পারি না মনের অনুভূতি গুলা..!😅💔

সন্ধ্যার আলোয় জ্বলে ওঠা শহরটা বলছে—প্রতিটি যাত্রাই একটি নতুন গল্প, একটি নতুন গন্তব্যের শুরু।"
26/07/2025

সন্ধ্যার আলোয় জ্বলে ওঠা শহরটা বলছে—প্রতিটি যাত্রাই একটি নতুন গল্প, একটি নতুন গন্তব্যের শুরু।"

নীরব নদী বইছে আপন মনে,  সকালের সোনালি আলোয় যেন গল্প বলে।  পানির প্রতিফলনে হারিয়ে যাই নিজের ভেতরে,  ভুলে যাই দুঃখ, ক্লান্...
25/07/2025

নীরব নদী বইছে আপন মনে,
সকালের সোনালি আলোয় যেন গল্প বলে।
পানির প্রতিফলনে হারিয়ে যাই নিজের ভেতরে,
ভুলে যাই দুঃখ, ক্লান্তি, আর শহরের কোলাহল।
নদীর ধারে বসে থাকাই যেন আত্মার শান্তি।

Address

Rangamati

Alerts

Be the first to know and let us send you an email when Simply Tania Appi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share