
29/07/2025
আজ আমাদের মেয়ের ২য় তম জন্মদিন। আজকের এই দিনে তুমি আলোর প্রদীপ হয়ে আমাদের কোল আলো করে এসেছিলে। প্রথমবার মা হওয়ার অনুভূতি পৃথিবীর সবচেয়ে সুখের অনুভূতি। যা কখনো কোনো শব্দে প্রকাশ করা সম্ভব না। আজকের এইদিনে আমার বৌদ্ধের কাছে একটা চাওয়া তোমার আগামী চলার পথে কোনো কালো ছায়া আর কারো খারাপ বদনজর যেন তোমাকে ছুঁতে না পারে? তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ ও নীরোগ জীবন কামনা করি মা।
শুভ জন্মদিন আমার পরাণি।🎂🎂🎂🎂🎂🎂🎂
# birthday #