26/07/2025
একজন ফেরেশতা হযরত মুহাম্মদ (সাঃ)-কে খেদমত করার উদ্দেশ্যে তাঁর সামনে হাজির হয়েছিলেন। ফেরেশতা বললো- ‘হে আল্লাহ্র রাসূল, আমি চোখের পলকেই গাছের পাতাগুলোকে গুণতে পারি। চোখের পলকেই আকাশের তারাগুলোকে গুণতে পারি।
দুনিয়ার সাগরে কি পরিমাণ পানি আছে আর কতোগুলো ঢেউ উৎপন্ন হচ্ছে এবং মরুভূমিতে ঠিক কি পরিমাণ বালি আছে, তাও আমি নিমিষেই বলে দিতে পারি। মহান আল্লাহ্ আমাকে এমন শক্তি এবং জ্ঞান দিয়েছেন, তা পৃথিবীর কোন মানুষকেই দেওয়া হয়নি।
কিন্তু আমার এই শক্তি নিয়ে আমি যদি সারাজীবন ধরেও গুণতে থাকি, তবে আমি সেই ব্যক্তির সওয়াবের পরিমাণ গুণে শেষ করতে পারবো না, যে আপনার উপর দুরুদ শরীফ পাঠ করলো’।
সুবাহান্নাল্লাহ! মহান আল্লাহ্ আমাদের বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন, আমিন।🤲