Mohammad Mottalib

Mohammad Mottalib Mottalib is a vlogger who talks about her lifestyle, ongoing issues discussed and other things.

থ্রি ভুস্কিস১/ ফারজানা সিঁথি ওরফে অ্যাঁই অ্যাঁই ভুস্কি২/ অদ্রিতা রায় ওরফে বিড়ি ভুস্কি ৩/ লাকি আক্তার ওরফে কসাই ভুস্কি
12/03/2025

থ্রি ভুস্কিস

১/ ফারজানা সিঁথি ওরফে অ্যাঁই অ্যাঁই ভুস্কি
২/ অদ্রিতা রায় ওরফে বিড়ি ভুস্কি
৩/ লাকি আক্তার ওরফে কসাই ভুস্কি

24/10/2024

রাজশাহীকে আমার নিজ জেলার মতোই আপন লাগে আর তাইতো রাজশাহী আসলে লুঙ্গি পড়ে মাথায় অথবা কাঁধে গামছা ঝুলিয়ে আঁকাবাকা মেঠোপথে আপন মনে ঘুরে বেরাই।

#রাজশাহী #মেটোপথ
#সবুজশ্যামল_রাজশাহী

কক্সবাজার জেলার দর্শনীয় স্থান সমূহ নিচে দেয়া হলো। ০১. কক্সবাজার সমুদ্র সৈকত০২. কলাতলী সী বিচ ০৩. লাভনী পয়েন্ট সী বিচ ০৪....
19/10/2024

কক্সবাজার জেলার দর্শনীয় স্থান সমূহ নিচে দেয়া হলো।

০১. কক্সবাজার সমুদ্র সৈকত
০২. কলাতলী সী বিচ
০৩. লাভনী পয়েন্ট সী বিচ
০৪. সুগন্ধা বিচ
০৪. ইনানী সী বিচ
০৫. হিমছড়ি ঝর্ণা ও পাহাড়
০৬. সেন্ট মার্টিন প্রবাল দ্বীপ
০৭. সমুদ্র বিলাস, সেন্ট মার্টিন
০৮. সেন্ট মার্টিন উত্তর বিচ
০৯. ছেড়া দ্বীপ, সেন্ট মার্টিন
১০. সোনাদিয়া দ্বীপ, মহেশখালী
১১. শাহ পরীর দ্বীপ, টেকনাফ
১২. রামু রাবার বাগান,
১৩. রামু বৌদ্ধ মন্দির
১৪. রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড, কক্সবাজার
১৫. নিভূতে নিসর্গ পার্ক, চকোরিয়া
১৬. ইনানী র‍য়েল রিসোর্ট
১৭. মাথিনের কূপ, টেকনাফ
১৮. র‍য়েল টিউলিপ সী পার্ল রিসোর্ট, ইনানী
১৯. মেরিন ড্রাইভ রোড, কক্সবাজার
২০. মারমেইড বিচ রিসোর্ট, কক্সবাজার
২১. শামলাপুর সমুদ্র সৈকত, টেকনাফ
২২. ডুলা হাজারা সাফারি পার্ক, চকোরিয়া
২৩. কুতুবদিয়া দ্বীপ, (বাতি ঘর)
২৪. দরিয়া নগর, কক্সবাজার
২৫. মাহাসিংদোগ্ৰী বৌদ্ধ মন্দির, কক্সবাজার
২৬. মৎস্য অবতরণ কেন্দ্র, কক্সবাজার
২৭. পাতাবাড়ী বৌদ্ধ বিহার, কক্সবাজার
২৮. বড়ঘোপ সমূদ্র সৈকত, কক্সবাজার
২৯. রাখাইন পাড়া, কক্সবাজার
৩০. মহেশখালী দ্বীপ / জেটি
৩১. বার্মিজ মার্কেট, কক্সবাজার
৩২. মাতামুহুরী নদী
৩৩. নাফ নদী সাইট
৩৪. এক গম্বুজ মসজিদ, কক্সবাজার
৩৫. কানা রাজার সুড়ঙ্গ, উখিয়া
৩৬. আদিনাথ মন্দির, মহেশখালী
৩৭. বরইতলী মৎস্য খামার, কক্সবাজার
৩৮. রাডার স্টেশন, কক্সবাজার
৩৯. বীর কামলা দীঘি, টেকনাফ
৪০. লামারপাড়া বৌদ্ধবিহার, কক্সবাজার
৪১. লবণ রপ্তানি বাজার, কক্সবাজার
৪২. কক্সবাজার রেলওয়ে স্টেশন, কক্সবাজার
৪৩ পাটুয়ার টেক বিচ, মেরিন ড্রাইভ
৪৪. মাতারবাড়ী তাপ ও বিদ্যুৎ কেন্দ্র
৪৫. পেকুয়া মগনামা ঘাট
আপনার পেশা যাইহোক, ভ্রমণ হোক আপনার।

09/10/2024

কোথায় যেনো একটা লেখা পড়েছিলাম। লেখাটা কেনো জানি মাথা থেকে সরাতে পারিনা দীর্ঘ একটা সময় যাবত। "তোমাকে একজন পেয়েছে মানে, আরেকজন কি বিভৎস ভাবেই না তোমাকে হারিয়েছে।"

লেখাটা খুব ছোট, কিন্তু পৃথিবী সমান বিশাল কথাটার গভীরতা। কেউ একজন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর, কাউকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখে যাচ্ছে; অপেক্ষা করে যাচ্ছে।

অথচ অন্য কেউ কোনো অপেক্ষা ছাড়া, সাধনা ছাড়াই তাকে নিজের করে পেয়ে গেলো। সে জানেও না সে যাকে নিজের করে পেলো, তাকে পেতে একজন কতশত দিন ধরে ক্ষুধার্ত ভিক্ষুকের মত তার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলো।

08/10/2024

পাগল হলে মাঝে মাঝে মানুষ বেঁচে যায়। না হয় কষ্ট, না হয় দুঃখ আর না থাকে কোনো স্মৃতি! 💔

বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়,, যার সঙ্গে কোনো দিন ঝগড়া হয় না,, যার সঙ্গে কোনো দিন মনমালিন্য হয় না🙂🙂
08/10/2024

বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়,, যার সঙ্গে কোনো দিন ঝগড়া হয় না,, যার সঙ্গে কোনো দিন মনমালিন্য হয় না🙂🙂

06/10/2024

আয়াতুল কুরসি মুখস্ত আছে?
হ্যাঁ না
☐❤️ ☐😥
Alhamdulillah In-sha-allah

যাদের মুখস্ত নাই,মুখস্থ করে নিবেন ইনশাআল্লাহ।

"মানুষ কি বলবে" সমাজের এই ট্যাবুকে বৃদ্ধা আঙুল দেখিয়ে রেসিডেন্সিয়াল মডেল কলেজ এর নবম শ্রেণির ছাত্র নাফিজ মোহাম্মদপুরের র...
02/10/2024

"মানুষ কি বলবে" সমাজের এই ট্যাবুকে বৃদ্ধা আঙুল দেখিয়ে রেসিডেন্সিয়াল মডেল কলেজ এর নবম শ্রেণির ছাত্র নাফিজ মোহাম্মদপুরের রিং রোডে ফুড কর্ণার প্রতিষ্টা করেছে, যেখানে সে তার বাসায় তৈরি খাবার পরিবেশন করবে।

আমেরিকায় দেখা যায় অনেক প্রেসিডেন্ট এর ছেলেকেও পড়ালেখার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে জব করা সেখানে আমাদের মতো নিম্ন আয়ের দেশে আমাূের কতো ইগো। এ কাজ করা যাবেনা, সে কাজ করা যাবেনা আরো কতো কাজ করা যাবেনা। অথচ বাবার থেকে টাকা চেয়ে নিতে তার কোনো লজ্জা লাগেনা।

নাফিজের এই উদ্দ্যোগ সফল হোক, এগিয়ে যাক সে।

#নাফিজ_ফুড_কর্ণার

ডিমের আড়তে গিয়ে বললাম,"এক ডজন হাঁসের ডিম দেন,,,,"কর্মচারী বললো,"আপা,,,, ডিম তো হাঁসে পাড়ে না, হাঁসি পাড়ে,,,," 😁ক্যাশ...
01/10/2024

ডিমের আড়তে গিয়ে বললাম,"এক ডজন হাঁসের ডিম দেন,,,,"
কর্মচারী বললো,"আপা,,,, ডিম তো হাঁসে পাড়ে না, হাঁসি পাড়ে,,,," 😁

ক্যাশে বসা মহাজন কর্মচারীকে ডেকে নিয়ে একটা থাপ্পর মেরে দিলো,,,, সামান্য এই কথাটার কারণে কর্মচারীর গায়ে হাত তোলা বিষয়টা মেনে নিতে পারলাম না,,,, 🤔

মহাজনকে বললাম,"কাজটা ঠিক করলেন না,,,,কর্মচারীর কথায় আমি কিছু মনে করিনি,,,," 🙄

মহাজন কোন কথা না বলে চুপ থাকলো,,,,😌

আড়ত থেকে বের হতেই কর্মচারী ফিসফিস করে বললো, "আপা,,,, এই কারণে থাপ্পর মারেনি,,,, মারছে অন্য কারণে,,,, 😂

বললাম,"কারণ কি,,,,??" 😶

আপা,,,,মহাজনের বউয়ের নাম "হাসিনা",,,,😒
উনি আদর করে "হাঁসি" ডাকে,,,, 😁

আমি যে বলছি,,,,"হাঁসি ডিম পাড়ে,
এই জন্য আমারে থাপ্পর মারছে,,,,"🥲

দুনিয়া বদলে দেয়া ১০০ বইয়ের মধ্যে আপনি কতগুলো পড়েছেন?বিবিসির জরিপে পৃথিবী ‘বদলে দেওয়া’ ১০০ সাহিত্যকর্ম ২০১৮ সালের এপ্রিলে...
01/10/2024

দুনিয়া বদলে দেয়া ১০০ বইয়ের মধ্যে আপনি কতগুলো পড়েছেন?

বিবিসির জরিপে পৃথিবী ‘বদলে দেওয়া’ ১০০ সাহিত্যকর্ম ২০১৮ সালের এপ্রিলে বিবিসি কালচার পাঁচটি ফিকশনাল সাহিত্যকর্ম মনোনীত করার জন্য বিশ্বব্যাপী বিশেষজ্ঞদের মাঝে এক জরিপ পরিচালনা করেছিল। মানুষের মানসিকতা বা ইতিহাসকে প্রভাবিত করেছে এমন সাহিত্যকর্ম বেছে নেওয়ার জন্য বলা হয়েছিল।

জরিপে ৩৫টি দেশের ১০৮ জন লেখক, শিক্ষাবিদ, সাংবাদিক, সমালোচক এবং অনুবাদকের কাছ থেকে উত্তর পাওয়া যায়। তাদের পছন্দের মধ্যে ছিল ৩৩টি ভাষার উপন্যাস, কবিতা, লোককাহিনী ও নাটক।

বিভিন্ন তথ্যমূলক পোস্ট পেতে Mohammad Mottalib পেজটিতে ফলো দিয়ে রাখুন।
পরবর্তী পোস্টের নোটিফিকেশন পেতে বা অন্যকে এই বিষয়টা জানাতে পোস্টে রিয়াক্ট,কমেন্ট ও শেয়ার করুন।

সে জরিপ থেকে করা শীর্ষ ১০০টি সাহিত্যকর্মের এ তালিকায় সর্বাধিক জনপ্রিয় লেখক হিসেবে স্থান দখল করে নিয়েছেন শেক্সপিয়ার, ভার্জিনিয়া উলফ এবং ফ্রাঞ্জ কাফকা, যাদের ৩টি করে সৃষ্টি রয়েছে তালিকায়।
বিবিসি বলেছে, এটি কোনো সুনির্দিষ্ট তালিকা নয়। এটি স্রেফ একটা সূচনাবিন্দু। দেখে নিন ওই ১০০টি সাহিত্যকর্মের তালিকা।

১. দ্য ওডিসি (হোমার, খ্রিস্টপূর্ব ৮ম শতক)
২. আঙ্কল টম'স কেবিন (হ্যারিয়েট বিচার স্টো, ১৮৫২)
৩. ফ্রাঙ্কেনস্টাইন (মেরি শেলি, ১৮১৮)
৪. নাইটিন এইটি-ফোর (জর্জ অরওয়েল, ১৯৪৯)
৫. থিংস ফল অ্যাপার্ট (চিনুয়া আচেবে, ১৯৫৮)
৬. ওয়ান থাউজ্যান্ড অ্যান্ড ওয়ান নাইটস (বিভিন্ন লেখক, ৮ম–১৮শ শতক)
৭. ডন কিহোতে (মিগুয়েল দে সারভান্তেস, ১৬০৫–১৬১৫)
৮. হ্যামলেট (উইলিয়াম শেক্সপিয়ার, ১৬০৩)
৯. ওয়ান হান্ড্রেড ইয়ার্স অব সলিটিউড (গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, ১৯৬৭)
১০. দ্য ইলিয়াড (হোমার, খ্রিস্টপূর্ব ৮ম শতক)
১১. বিলভড (টনি মরিসন, ১৯৮৭)
১২. দ্য ডিভাইন কমেডি (দান্তে আলিগিয়ারি, ১৩০৮–১৩২০)
১৩. রোমিও অ্যান্ড জুলিয়েট (উইলিয়াম শেক্সপিয়ার, ১৫৯৭)
১৪. দ্য এপিক অফ গিলগামেশ (লেখক অজানা, আনুমানিক খ্রিস্টপূর্ব ২২শ–১০শ শতক)
১৫. হ্যারি পটার সিরিজ (জে কে রাওলিং, ১৯৯৭–২০০৭)
১৬. দ্য হ্যান্ডমেইড'স টেল (মার্গারেট অ্যাটউড, ১৯৮৫)
১৭. ইউলিসিস (জেমস জয়েস, ১৯২২)
১৮. অ্যানিমেল ফার্ম (জর্জ অরওয়েল, ১৯৪৫)
১৯. জেন আয়ার (শার্লট ব্রন্টি, ১৮৪৭)
২০. ম্যাডাম বোভারি (গুস্তাভ ফ্লবেয়ার, ১৮৫৬)
২১. রোমান্স অব দ্য থ্রি কিংডমস (লুয়ো গুয়ানঝং, ১৩২১–১৩২৩)
২২. জার্নি টু দ্য ওয়েস্ট (উ চেং'এন, আনুমানিক ১৫৯২)
২৩. ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট (ফিয়দোর দস্তয়েভস্কি, ১৮৬৬)
২৪. প্রাইড অ্যান্ড প্রেজুডিস (জেন অস্টেন, ১৮১৩)
২৫. ওয়াটার মার্জিন (শি নাই'আন, ১৫৮৯)
২৬. ওয়ার অ্যান্ড পিস (লিও টলস্টয়, ১৮৬৫–১৮৬৭)
২৭. টু কিল আ মকিংবার্ড (হার্পার লি, ১৯৬০)
২৮. ওয়াইড সারগাসো সি (জিন রাইস, ১৯৬৬)
২৯. ঈশপ'স ফেবলস (ঈশপ, আনুমানিক খ্রিস্টপূর্ব ৬২০–৫৬০)
৩০. ক্যান্ডিড (ভলতেয়ার, ১৭৫৯)
৩১. মেডিয়া (ইউরিপিডিস, খ্রিস্টপূর্ব ৪৩১)
৩২. মহাভারত (বেদব্যাস, খ্রিস্টপূর্ব ৪র্থ শতক)
৩৩. কিং লিয়ার (উইলিয়াম শেক্সপিয়ার, ১৬০৮)
৩৪. দ্য টেল অফ গেনজি (মুরাসাকি শিকিবু, ১০২১-এর পূর্বে)
৩৫. দ্য সরোস অফ ইয়ং ওয়ের্থার (জোহান উলফগ্যাং ভন গোথে, ১৭৭৪)
৩৬. দ্য ট্রায়াল (ফ্রাঞ্জ কাফকা, ১৯২৫)
৩৭. রিমেমব্রেন্স অফ থিংস পাস্ট (মার্সেল প্রুস্ট, ১৯১৩–১৯২৭)
৩৮. উইদারিং হাইটস (এমিলি ব্রন্টি, ১৮৪৭)
৩৯. ইনভিজিবল ম্যান (রালফ এলিসন, ১৯৫২)
৪০. মবি-ডিক (হারম্যান মেলভিল, ১৮৫১)
৪১. দেয়ার আইজেস ওয়্যার ওয়াচিং গড (জোরা নীল হার্স্টন, ১৯৩৭)
৪২. টু দ্য লাইটহাউস (ভার্জিনিয়া উলফ, ১৯২৭)
৪৩. দ্য ট্রু স্টোরি অব আহ কিউ (লু সুন, ১৯২১–১৯২২)
৪৪. অ্যালিস'স অ্যাডভেঞ্চারস ইন ওয়ান্ডারল্যান্ড (লুইস ক্যারল, ১৮৬৫)
৪৫ আন্না ক্যারেনিনা (লিও টলস্টয়, ১৮৭৩–১৮৭৭)
৪৬. হার্ট অব ডার্কনেস (জোসেফ কনরাড, ১৮৯৯)
৪৭. মাঙ্কি গ্রিপ (হেলেন গার্নার, ১৯৭৭)
৪৮. মিসেস ড্যালোয়ে (ভার্জিনিয়া উলফ, ১৯২৫)
৪৯. ইডিপাস দ্য কিং (সফোক্লিস, খ্রিস্টপূর্ব ৪২৯)
৫০. দ্য মেটামরফোসিস (ফ্রাঞ্জ কাফকা, ১৯১৫)
৫১. দ্য ওরেস্টেইয়া (এস্কাইলাস, খ্রিস্টপূর্ব ৫ম শতক)
৫২. সিন্ডারেলা (লেখক অজানা, তারিখ অজানা)
৫৩. হাউল (অ্যালেন গিন্সবার্গ, ১৯৫৬)
৫৪. লে মিজারেবল (ভিক্টর হুগো, ১৮৬২)
৫৫. মিডলমার্চ (জর্জ এলিয়ট, ১৮৭১-১৮৭২)
৫৬. পেদ্রো পারামো (হুয়ান রুলফো, ১৯৫৫)
৫৭. দ্য বাটারফ্লাই লাভারস (লোককাহিনী, বিভিন্ন সংস্করণ)
৫৮. দ্য ক্যানটারবরি টেলস (জিওফ্রে চসার, ১৩৮৭)
৫৯. পঞ্চতন্ত্র (বিষ্ণু শর্মা, আনুমানিক খ্রিস্টপূর্ব ৩০০)
৬০. দ্য পোস্টহিউমাস মেমোয়ার্স অফ ব্রাস কিউবাস (হোয়াকিম মারিয়া মাচাদো দে আসিস, ১৮৮১)
৬১. দ্য প্রাইম অব মিস জিন ব্রডি (মুরিয়েল স্পার্ক, ১৯৬১)
৬২. দ্য র‍্যাগেড-ট্রাউজারড ফিলানথ্রপিস্টস (রবার্ট ট্রেসেল, ১৯১৪)
৬৩. সং অফ লাউইনো (ওকোট পি'বিটেক, ১৯৬৬)
৬৪. দ্য গোল্ডেন নোটবুক (ডোরিস লেসিং, ১৯৬২)
৬৫. মিডনাইট'স চিলড্রেন (সালমান রুশদি, ১৯৮১)
৬৬. নার্ভাস কন্ডিশনস (টসিতসি ডাংগারেমবগা, ১৯৮৮)
৬৭. দ্য লিটল প্রিন্স (অঁতোয়া দ্য সেন্ট-একজুপেরি, ১৯৪৩)
৬৮. দ্য মাস্টার অ্যান্ড মার্গারিটা (মিখাইল বুলগাকভ, ১৯৬৭)
৬৯. রামায়ন (বাল্মিকি, খ্রিস্টপূর্ব ১১শ শতক)
৭০. অ্যান্টিগোন (সফোক্লিস, আনুমানিক খ্রিস্টপূর্ব ৪৪১)
৭১. ড্রাকুলা (ব্রাম স্টোকার, ১৮৯৭)
৭২. দ্য লেফট হ্যান্ড অফ ডার্কনেস (উরসুলা কে. লে গুয়িন, ১৯৬৯)
৭৩. আ ক্রিসমাস ক্যারল (চার্লস ডিকেন্স, ১৮৪৩)
৭৪. আমেরিকা (রাউল ওতেরো রাইখ, ১৯৮০)
৭৫. বিফোর দ্য ল (ফ্রাঞ্জ কাফকা, ১৯১৫)
৭৬ চিলড্রেন অফ গেবেলাওয়ি (নাগিব মাহফুজ, ১৯৬৭)
৭৭. ইল কানজনিয়েরে (পেত্রার্ক, ১৩৭৪)
৭৮. কেবরা নাগাস্ট (বিভিন্ন লেখক, ১৩২২)
৭৯. লিটল ওমেন (লুইসা মে অ্যালকট, ১৮৬৮–১৮৬৯)
৮০. মেটামরফোসেস (ওভিড, ৮)
৮১. ওমেরোস (ডেরেক ওয়ালকট, ১৯৯০)
৮২. ওয়ান ডে ইন দ্য লাইফ অফ ইভান ডেনিসোভিচ (আলেক্সান্ডার সলঝেনিৎসিন, ১৯৬২)
৮৩. অরল্যান্ডো (ভার্জিনিয়া উলফ, ১৯২৮)
৮৪. রেইনবো সার্পেন্ট (আদিবাসী অস্ট্রেলীয় গল্পচক্র, সাল অজানা)
৮৫. রেভল্যুশনারি রোড (রিচার্ড ইয়েটস, ১৯৬১)
৮৬. রবিনসন ক্রুসো (ড্যানিয়েল ডিফো, ১৭১৯)
৮৭. সং অফ মাইসেলফ (ওয়াল্ট হুইটম্যান, ১৮৫৫)
৮৮. দ্য অ্যাডভেঞ্চারস অফ হাকলবেরি ফিন (মার্ক টোয়েন, ১৮৮৪)
৮৯. দ্য অ্যাডভেঞ্চারস অফ টম সয়ার (মার্ক টোয়েন, ১৮৭৬)
৯০. দ্য আলেফ (হোর্হে লুইস বোর্হেস, ১৯৪৫)
৯১. দ্য ইলোকোয়েন্ট পিয়াজেন্ট (প্রাচীন মিশরীয় লোকগল্প, আনুমানিক খ্রিস্টপূর্ব ২০০০)
৯২. দ্য এম্পেরর'স নিউ ক্লোদস (হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসন, ১৮৩৭)
৯৩. দ্য জঙ্গল (আপটন সিনক্লেয়ার, ১৯০৬)
৯৪. দ্য খামরিয়াত (আবু নুওয়াস, ৮ম শতকের শেষ–৯ম শতকের শুরু)
৯৫. দ্য রাডেটজকি মার্চ (জোসেফ রথ, ১৯৩২)
৯৬. দ্য রেভেন (এডগার অ্যালান পো, ১৮৪৫)
৯৭. দ্য স্যাটানিক ভার্সেস (সালমান রুশদি, ১৯৮৮)
৯৮. দ্য সিক্রেট হিস্টরি (ডোনা টার্ট, ১৯৯২)
৯৯. দ্য স্নোই ডে (এজরা জ্যাক কেটস, ১৯৬২)
১০০. টোবা টেক সিং (সাদাত হাসান মান্টো)

👉 মূল লেখাটি বিবিসি কালচারে প্রকাশিত হয়েছে।
এই লেখাটি দ্যা টিবিএস ডেস্ক থেকে নেয়া হয়েছে।

Context?🙂
30/09/2024

Context?🙂

Address

Rangpur City

Telephone

+8801740425980

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Mottalib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share