14/08/2025
[১:১] আল ফাতিহা
بِسمِ اللَّهِ الرَّحمنِ الرَّحيمِ
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।
[১:২] আল ফাতিহা
الحَمدُ لِلَّهِ رَبِّ العالَمينَ
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব।
[১:৩] আল ফাতিহা
الرَّحمنِ الرَّحيمِ
দয়াময়, পরম দয়ালু, পরম করুণাময়, অতি দয়ালু।
[১:৪] আল ফাতিহা
مالِكِ يَومِ الدّينِ
বিচার দিবসের মালিক।
[১:৫] আল ফাতিহা
إِيّاكَ نَعبُدُ وَإِيّاكَ نَستَعينُ
আপনারই আমরা ইবাদাত করি এবং আপনারই নিকট আমরা সাহায্য চাই।
[১:৬] আল ফাতিহা
اهدِنَا الصِّراطَ المُستَقيمَ
আমাদেরকে সরল পথ দেখান। পথের হিদায়াত দিন।
[১:৭] আল ফাতিহা
صِراطَ الَّذينَ أَنعَمتَ عَلَيهِم غَيرِ المَغضوبِ عَلَيهِم وَلَا الضّالّينَ
তাদের পথ, যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। যাদেরকে নিয়ামত দিয়েছেন।যাদের উপর (আপনার) ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্টও নয়।