07/12/2023
আসুন! হুজুরদের কে ঘৃণা করি 😢😢😢
◾রাত চারটায় একটি সন্তান হলো, চলে গেলাম হুজুরের কাছে, হুজুর এলেন কনকনে শীতের মধ্যে! আযান দিলেন..!
তাই ! হুজুরকে ঘৃণা করি 😢
◾শিশুকে মক্তবে পাঠালাম, হুজুর দোয়া দিয়ে জীবনের প্রথম শিক্ষা শুরু করালেন..!
-তাই ! হুজুরকে ঘৃণা করি 😢
◾ছয় বছর থেকে কোরআন পড়া শিখালেন, নামাজ শিখালেন আদব কায়দা শিখালেন..!
-তাই ! হুজুরকে ঘৃণা করি 😢
◾দিনে পাঁচবার হুজুরের পেঁছনে নামাজ পড়ি, জুমার নামাজ, তারাবির নামাজ, ঈদের নামাজ, হুজুরের পেঁছনেই পড়ি..!
-তাই ! হুজুরকে ঘৃণা করি 😢
◾আমিতো অনেক লাট বাহাদুর। হজ্জ্ব করবো, নিয়ম কিছু জানিনা হুজুরের কাছে গেলাম..!
-তাই ! হুজুরকে ঘৃণা করি 😢
◾বিয়ে করবো, সেখানে তো ডান্স বন্দুরা বিয়ে পড়াতে জানেনা। হুজুরকে দিয়ে বিয়ে পড়ালাম..!
-তাই ! হুজুরকে ঘৃণা করি 😢
◾বৃদ্ধ হয়ে গেলাম, হাটতে পারিনা চলতে পারিনা, রোগে ধরে গেছে এসব থেকে বাঁচার জন্য হুজুর থেকে দোয়া নিলাম..!
-তাই ! হুজুরকে ঘৃণা করি 😢
◾ মৃত্যুর পর লাশের গোসলের নিয়ম কেউ জানেনা, আবার কেউ লাশ গোসল করাতে ভয় পায়, হুজুর গোসল দিয়ে দিলেন..!
-তাই ! হুজুরকে ঘৃণা করি 😢
◾দুনিয়াতে অনেক পাপ করলেন, আজাব কমানোর জন্য হুজুর লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত করলেন..!
-তাই ! হুজুরকে ঘৃণা করি 😢
◾জানাযা কেউ পড়াতে জানেনা, হুজুর জানাজা পড়ালেন..!
-তাই ! হুজুরকে ঘৃণা করি 😢
◾একা কবরে রেখে সবাই চলে গেলেন। কিন্তু ঐ অভাগা হুজুর কবরের পাশে দাঁড়িয়ে রইলেন। মৃতের জন্য দোয়া করবেন..!
তাই ! হুজুরকে ঘৃণা করি 😢
মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন হুজুরের ঋণ কেউ পরিশোধ করতে পারবেনা। কোরআন হাদীসের বানী অনুযায়ী সমাজের, ইসলামের, রাষ্ট্রের যদি কেউ নেতা থাকে তিনি হলেন একজন ধর্মীয় আলেম যদিও বাস্তবে তা মানছেনা।
আলেমরা হলেন নবীগণের উওরাধিকারী। হক্বপন্থি আলেমদের সম্মান করুন ভালবাসুন। আপনি যদি এসব না পারেন তাহলে অন্তত তাদের বিরুদ্ধে অপপ্রচার করবেন না। আলেমদের সম্মান করুণ, আল্লাহ আমাদের সকল মুসলিম ভাই বোনদের বুঝার তৌফিক দান করুক, আমিন