GoodVids

GoodVids Passionate video creator dedicated to crafting engaging and visually captivating content.

20/04/2025

What a advertisement! ,

19/04/2025

আন্ডারওয়াটার ওয়ার্ল্ড লাংকাওয়ি* – যেন পানির নিচে এক জাদুকরী জগত!

🐧 পেঙ্গুইনের দুষ্টুমি আর রঙিন মাছের নৃত্য দেখেই মন ভরে যায়।

🌊 কাচের টানেলের ভেতর দিয়ে হেঁটে গেলে মনে হয় আপনি সাগরের মাঝেই আছেন।

📍 পান্তাই চেনাং-এ অবস্থিত—লাংকাওয়ি ঘুরতে গেলে এটা মিস করা যাবে না!

16/04/2025

বৃষ্টি আসবে সে তো ভালো কথা কিন্তু বাতাস তুমি আমার সাথে এ অন্যায় টা না করলেও পারতে 😭😭

,

13/04/2025
10/04/2025

26/01/2025

23/01/2025

আল্লাহ আমার ছেলে কে সৎ পথে পরিচালিত করুন ।
সত্তিই আমার কোন ইচ্ছা ওর উপর চাপিয়ে দিতে চাই না ।

11/05/2024
25/04/2024

একজন মানুষ কি সবার কাছে ভালো হতে পারে?

পৃথিবীতে বিভিন্ন মানসিকতার মানুষ আছে। তাদের পছন্দ আলাদা , রুচি আলাদা। আমি যা ভাল মনে করি..অন্যের কাছে সেটা ভাল নাও হতে পারে। অন্যের কোন একটা ভাল আমার ভাল না লাগতেই পারে।

যদি আমি একজন ভালো মানুষের কয়েকটা গুণ ধরি যেমন সহজ সরল, সত্যবাদী, পরোপকারী, সহিষ্ণুতা ইত্যাদি তাহলে শেষে গিয়ে কি দাঁড়াবে দেখুন ।

মানুষটা খুব সহজ সরল..কারো সাতে পাঁচে নেই। কিছু লোক বলবে…লোকটা বোকার হদ্দ। কি বোকা লোকটা বাবা রে ! ওকে যে ঠকিয়ে চলে গেল বুঝলোই না ! ব্যাক্কল
এ সমাজ এমন ভাবে তৈরি ,আপনি যতই ভালো কাজ করুন, মানুষ আপনার ত্রুটি খুঁজে বার করবে ই। আজকাল কেউ কাউকে গুরুত্ব দেয় না বরং কাকে কতটা ছোট করা যায় সেটাই মানুষ বেশি বোঝে।

তাই আমি মনে করি লোকে কে কি বলবে ভাবার চেয়ে নিজেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। নিজে কিভাবে ভাল থাকবো সেই চেষ্টা করা । যতটা সম্ভব পশুপাখি ভালবাসুন, অসহায় মানুষদের পাশে দাঁড়ান, এই কাজগুলি আপনাকে ভালো রাখবে।

নিজ ধারনায় ভালো মানুষ তারাই যারা-

👍চিন্তা চেতনায় সৎ !
👍মানুষ কে তার প্রাপ্য শ্রদ্ধা দেন । Ruma Billah
👍ধার নেওয়া টাকা সময় মত ফেরত দেন।
👍মানুষের প্রতি সহমর্মিতা দেখান । Samia Islam
👍মানুষকে বিপদে সাহায্য করেন।
👍অন্যের ক্ষতি করেন না ।
👍আমানত রক্ষা করেন।
👍কথা দেওয়া কথা রাখেন।
👍আলগা ভাব কম মারেন । Md. Zaman
👍মিথ্যা কম বলেন ।
👍যার মুখের কথায় মানুষ কষ্ট পায় না ।
👍অন্যের গীবত গাবেন না ।
👍চরিত্র উন্নত ধরনের ।

ভিডিওতে উপকারী গাছঃ তাই তার ছাল থাকে না।

22/04/2024

ভীষণ পছন্দ এক কাপ ভালো 'চা' ❤️☕

❤️বাবা হলেন একজন চাইল্ড সাইকোলজিষ্ট ❤️সন্তানের জন্য বাবার লেখা অসাধারন এক চিঠির একাংশ যা (সংগৃহীত) খুব সত্যিই কথাগুলো তা...
18/04/2024

❤️বাবা হলেন একজন চাইল্ড সাইকোলজিষ্ট ❤️

সন্তানের জন্য বাবার লেখা অসাধারন এক চিঠির একাংশ যা (সংগৃহীত) খুব সত্যিই কথাগুলো তাই শেয়ার করলাম।

প্রিয় সন্তান,,

১। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়তা নেই, কেউ জানে না সে কতদিন বাঁচবে।

২। আমি তোমার বাবা, যদি আমি তোমাকে এই কথা না বলি, অন্য কেউ বলবে না।

জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা কোরো:

👍 যারা তোমার প্রতি সদয় ছিল না, তাঁদের উপর অসন্তোষ পুষে রেখোনা। কারন, তোমার মা এবং আমি ছাড়া, তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়েনা।
👍 আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে - তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্য যে, প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপের নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে।

একজন মানুষ আজ তোমার সাথে ভালো- তার মানে এই নয় যে সে সবসময়ই ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবোনা।

——————
ভালোবাসা সহ,
তোমার বাবা......

ছবিঃ মনোযোগ আকর্ষনে।

Address

Rangpur City

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801979712515

Website

Alerts

Be the first to know and let us send you an email when GoodVids posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GoodVids:

Share

Category