Mahabub Tech

Mahabub Tech ইনশাআল্লাহ সবাইকে ভালো কিছু ভিডিও উপহার দিবো❤️❤️❤️
(10)

এশিয়াকাপ অফিসিয়াল সময় সূচি!(২০২৫)গ্রুপ- (এ) ভারত,পাকিস্তান, আরব আমিরাত, ওমান।গ্রুপ- (বি) বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তা...
27/07/2025

এশিয়াকাপ অফিসিয়াল সময় সূচি!(২০২৫)

গ্রুপ- (এ) ভারত,পাকিস্তান, আরব আমিরাত, ওমান।
গ্রুপ- (বি) বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং।

৯ সেপ্টেম্বর আফগানিস্তান বনাম হংকং।
১০ তারিখ ভারত বনাম আরব আমিরাত।
১১ তারিখ, বাংলাদেশ বনাম হংকং।
১২ তারিখ পাকিস্তান বনাম ওমান।

১৩ তারিখ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা।
১৪ তারিখ পাকিস্তান বনাম ভারত।
১৫ তারিখ আরব আমিরাত বনাম ওমান।
১৫ তারিখ শ্রীলঙ্কা বনাম হংকং।

১৬ তারিখ বাংলাদেশ বনাম আফগানিস্তান।
১৭ তারিখ পাকিস্তান বনাম আরব আমিরাত।
১৮ তারিখ শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান।
১৯ তারিখ ভারত বনাম ওমান।

সুপার ফোর শুরু ২০ সেপ্টেম্বর ২০২৫।
©

সাইফউদ্দিনকে প্লিজ সিক্সথ বোলিং অপশন হিসেবে টি-টোয়েন্টিতে খেলান। তাকে আপনি ৪/৫ নম্বরে মিরাজ কিংবা হৃদয়ের জায়গায় একটা সুয...
26/07/2025

সাইফউদ্দিনকে প্লিজ সিক্সথ বোলিং অপশন হিসেবে টি-টোয়েন্টিতে খেলান। তাকে আপনি ৪/৫ নম্বরে মিরাজ কিংবা হৃদয়ের জায়গায় একটা সুযোগ দেন।

সাইফউদ্দিন কখনোই স্লগ ওভারের বোলার না। তারে আপনি চাইলেই নতুন বলে ২/৩ ওভার করাইতে পারেন। পাশাপাশি তার ব্যাটিংটাকে কাজে লাগান।

২০১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে সাইফের ব্যাটিং দেখার পর তার ব্যাটিং নিয়ে সন্দেহ থাকা উচিত না। সে ঝড়ে বক মরা টাইপের ব্যাটিং করে না। তাকে আপনি আসলেই টি-টোয়েন্টিতে জেনুইন ব্যাটসম্যান হিসেবে খেলাইতে পারবেন।।

সাইফের যেমন বাংলা ঠেক মেরে ধরে খেলার কোয়ালিটি আছে তেমনি হিট করার ও কোয়ালিটি আছে। আপনারা জাকের, শামীমকে ফিনিশারের রোল দেন। তবে প্লিজ সাইফকে একটা বার উপরে ব্যাটিং করার সুযোগ দিয়ে তাকে ব্যাটসম্যান হিসেবে যোগ্যতা প্রমাণ করার সুযোগ দেন। আমাদের এমনিতেও মিডল অর্ডারে এই মুহূর্তে লিমিটেড অপশন। তাকে একটা বার বাজায় দেখলে টিম ম্যানেজমেন্টের কি অসুবিধা?

সাইফকে কেন সবসময় বোলার হিসেবে দলে খেলতে হবে? সে জেনুইন পেস বোলিং অলরাউন্ডার। তারে শুধু বোলিং রোলে খেলাইয়া তার ক্যারিয়ার নষ্টের মানে হয় না।
©

আমার সাথে চিল্লাচিল্লি করবেন না!আপনারা যারা বলছেন বর্তমান সময়ের চেয়ে আরোও ২০,২৫ বছর আগে টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানেদর জন...
26/07/2025

আমার সাথে চিল্লাচিল্লি করবেন না!

আপনারা যারা বলছেন বর্তমান সময়ের চেয়ে আরোও ২০,২৫ বছর আগে টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানেদর জন্য রান করা সহজ ছিলো তারা দয়া করে আমার কথা শুনুন,

২০,২৫ বছর আগের চেয়ে বর্তমান সময়ের ব্যাটসম্যানদের জন্য রান করা অনেক সহজ, কেন জানেন?

তাহলে শোনেন, ওয়াসিম আকরাম, চামিন্দাভাস, শন পলক, শোয়েব আক্তার, ওয়াকার ইউনুস, হারভাজন সিং, অনিল কুম্বলে, মুরালিধরন, কুটনি ওয়ালস, স্যার এমব্রোস, ক্লুজনার, গ্লিন ম্যাগরা, ডেনিয়াল ভেটরি, গ্লেসপি, বন্ড, স্যার এলান্ড ডোনাল্ড, ব্রেট লি, সাকলাইন মোসতাক, যাইহোক আমার মনে হয় আমি এখানে মোটামুটি ১৫,২০ জনের নাম বলে ফেলছি,

হ্যাঁ আপনি চাইলে এখানে আমি আরোও অনেক জনের নাম বলতে পারি কিন্তু আপনি সেসব কথা বাদ দিন, আপনি আমাকে বর্তমান সময়ের সেরা দশজন বোলারের নাম বলেন, যাদেরকে নিয়ে আমি পুরানো বোলারদের সাথে তুলনা করতে পারবো,

সাবেক ক্রিকেটার কেভিন পিটারসন 🗣️

©Extrem Easin

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টিম ডেভিডের ৩৭ বলে ৬টি চার এবং ১১টি ছক্কার সাহায্যে রেকর্ড ব্রেকিং সেঞ্চুরি।৩৭ টা বল দেখুন একবা...
26/07/2025

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টিম ডেভিডের ৩৭ বলে ৬টি চার এবং ১১টি ছক্কার সাহায্যে রেকর্ড ব্রেকিং সেঞ্চুরি।
৩৭ টা বল দেখুন একবার 🤔🏏

এশিয়া কাপ আপডেট ২০২৫!টুর্নামেন্ট শুরু হবে ৫ সেপ্টেম্বর ২০২৫ফাইনাল খেলা ১৯ সেপ্টেম্বর ২০২৫টুর্নামেন্টে অংশ নিবে ৮ টা দল,ভ...
24/07/2025

এশিয়া কাপ আপডেট ২০২৫!

টুর্নামেন্ট শুরু হবে ৫ সেপ্টেম্বর ২০২৫
ফাইনাল খেলা ১৯ সেপ্টেম্বর ২০২৫

টুর্নামেন্টে অংশ নিবে ৮ টা দল,
ভারত, বাংলাদেশ, ওমান, পাকিস্তান, আরব আমিরাত, আফগানিস্তান, হংকং, শ্রীলঙ্কা।

টুর্নামেন্ট শুরু হবে আবুধাবি এবং দুবাইয়ে।

©Copy

সিরিজ জয়ে খারাপ পারফরম্যান্স ঢাকা পড়তে পারে।আমাদের মেইন যে ১১ জন প্লেয়ার নিশ্চিত তার অর্ধেকেই এই সিরিজে ফ্লপ।১.লিটন দাস ...
24/07/2025

সিরিজ জয়ে খারাপ পারফরম্যান্স ঢাকা পড়তে পারে।

আমাদের মেইন যে ১১ জন প্লেয়ার নিশ্চিত তার অর্ধেকেই এই সিরিজে ফ্লপ।

১.লিটন দাস ৩ ইনিংসেই ফ্লপ
২. তানজিদ তামিম ২ ইনিংস খেলেছে ২ ইনিংসেই ফ্লপ
৩.শামিম পাটওয়ারি ২ ইনিংস খেলেছে ২ টাই ফ্লপ
৪.রিশাদ ২ ইনিংস খেলে ২ টাতেই ফ্লপ
৫.শেখ মাহেদি ৩ ইনিংসেই বোলিংয়ে ফ্লপ তবে ১ ইনিংসে ভালো ব্যাটিং করেছে।

©Copy

আপনি লিটন দাসকে ১০ ম্যাচ খেলান, সে ১০ ম্যাচে ১টা ফিফটি আর ২টা ইম্প্যাক্টফুল ইনিংস উপহার দিবে।আপনি সৌম্য সরকারকে  ১০ ম্যা...
24/07/2025

আপনি লিটন দাসকে ১০ ম্যাচ খেলান, সে ১০ ম্যাচে ১টা ফিফটি আর ২টা ইম্প্যাক্টফুল ইনিংস উপহার দিবে।

আপনি সৌম্য সরকারকে ১০ ম্যাচ খেলান, সে ১০ ম্যাচে ১টা ফিফটি আর ৪টা ইম্প্যাক্টফুল ইনিংস উপহার দিবে।

আপনি তানজিদ তামিমকে ১০ ম্যাচ খেলান, সে ১০ ম্যাচে ৩টা ফিফটি আর ৩টা ইম্প্যাক্টফুল ইনিংস উপহার দিবে।

আপনি পারভেজ হোসেন ইমনকে ১০ ম্যাচ খেলান, সে ১০ ম্যাচে ১টা সেঞ্চুরি ৩টা ফিফটি আর ৩টা ইম্প্যাক্টফুল ইনিংস উপহার দিবে।

আপনি নাঈম শেখকে ১০ ম্যাচ খেলান, আপনি নিজেই ক্রিকেট খেলা দেখা ছেড়ে দিবেন।
[Copy]

©

তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭৪ রানে হারিয়েছে পাকিস্তান 🏏 কেমন খেলা দেখালো বাংলাদেশ
24/07/2025

তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭৪ রানে হারিয়েছে পাকিস্তান 🏏 কেমন খেলা দেখালো বাংলাদেশ

🏏 ২০২৫ সালে টি-টোয়েন্টিতে বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনের পারফরম্যান্স.. 🕺 তানজিদ হাসান ...
24/07/2025

🏏 ২০২৫ সালে টি-টোয়েন্টিতে বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনের পারফরম্যান্স..

🕺 তানজিদ হাসান তামিম
- ইনিংস : ১০
🏏 রান : ৩১০
🏏 ছক্কা : ২১
🏏 চার : ২৬
- স্ট্রাইক রেট : ১৫১.৯৬

🕺 পারভেজ হোসেন ইমন
- ইনিংস : ১০
🏏 রান : ২৮৫
🏏 ছক্কা : ২০
🏏 চার : ২৩
- স্ট্রাইক রেট : ১৫৮.৩৩
©

মোস্তাফিজুর রহমানকে হয়তো মহাকাল মনে রাখবে না।ক্রিকেটের ইতিহাসের সোনালি নামগুলোর পাশে হয়তো জায়গা হবে না তার।কিন্তু যারা এ...
24/07/2025

মোস্তাফিজুর রহমানকে হয়তো মহাকাল মনে রাখবে না।
ক্রিকেটের ইতিহাসের সোনালি নামগুলোর পাশে হয়তো জায়গা হবে না তার।
কিন্তু যারা একসময় স্বপ্ন দেখেছিল—
তাদের বুকের ভেতর তিনি হয়ে থাকবেন এক দীর্ঘশ্বাস,
এক অসমাপ্ত সম্ভাবনার নাম।

গল্পটা শুরু হয়েছিল রূপকথার মতো।
এক কিশোর, গ্রামের মাঠ থেকে উঠে এসে
বিশ্বকে চমকে দিয়েছিল আঙুলের জাদুতে।
আন্দ্রে রাসেলকে করা সেই অবিশ্বাস্য ইয়র্কার,
ভারতকে একাই হারানোর উদযাপন,
কলকাতার আলো ঝলমলে রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট—
প্রতিটি মুহূর্ত যেন ছিল একেকটি কিংবদন্তির জন্ম।

কিন্তু রূপকথার নায়কদের জীবনেও অন্ধকার আসে।
ইনজুরি, সমালোচনা, প্রত্যাশার চাপ—
সবকিছু মিলিয়ে ধীরে ধীরে যেন হারিয়ে গেল সেই মোস্তাফিজ।
মানুষ বলল,
"সেই মোস্তাফিজ আর নেই।"
"মোস্তা ইজ নেভার কামিং ব্যাক।"

তবুও প্রতিবার,
সবাই যখন ভুলতে বসেছে তাকে—
তখনই তিনি ফিরেছেন স্কোরকার্ডে চুপচাপ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ওভারে ৯ রান,
পাকিস্তানের বিপক্ষে ৪ ওভারে ৬ রান—
জানিয়ে দিয়েছেন নিঃশব্দে,
"আমি এখনো এখানে আছি।"

হয়তো একদিন সবাই ভুলে যাবে তার নাম।
কিন্তু মিরপুরের ঘাস ভুলবে না কখনো।
ওই সবুজের প্রতিটি শিরায় রয়ে যাবে তার নীরব ছাপ,
প্রতিটি কাটারের প্রতিধ্বনি,
প্রতিটি বিস্ময়ের স্মৃতি।

©

সরাসরি না আসলেও ভিডিও কলে যোগ দিবে ভারত!ঢাকায় এশিয়া কাপের মিটিং রাখলো পাকিস্তান সভাপতি কিন্তুু হবে ভারত বললো আমরা ঢাকায় ...
23/07/2025

সরাসরি না আসলেও ভিডিও কলে যোগ দিবে ভারত!

ঢাকায় এশিয়া কাপের মিটিং রাখলো পাকিস্তান সভাপতি কিন্তুু হবে ভারত বললো আমরা ঢাকায় যাবো না প্রয়োজনে এশিয়া কাপ বয়কট, ভারতের সাথে বয়কটে যোগ দিলো আরব আমিরাত, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা অতঃপর

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান বোর্ডের সভাপতি জানালো ভারত না আসলেও মিটিং ঢাকাতেই হবে এখন কিছু করার নাই,

সবাই ধীরে ধীরে ঢাকার পথে এবং ভারত মিটিং করবে সবার সাথে ভিডিও কলে 🫰

©

ফাহিম আশরাফের প্রথম ক্যাচটা ধরলে পাকিস্তান ৬০ রানে হারত। পিচ নিয়ে খারাপ কথা উঠত। তাই ক্যাচ ফেলে ম্যাচ ক্লোজ করে জিতছি। এ...
23/07/2025

ফাহিম আশরাফের প্রথম ক্যাচটা ধরলে পাকিস্তান ৬০ রানে হারত। পিচ নিয়ে খারাপ কথা উঠত। তাই ক্যাচ ফেলে ম্যাচ ক্লোজ করে জিতছি। এইভাবে ক্যাচ ফেলে ম্যাচ জিতাকে বলে বাজীগার।😉

🎙️লিটন দাস (যা এখনো বলেনি)

এইটাও একটা সাইন্স 😍🤣

Address

Rangpur City

Alerts

Be the first to know and let us send you an email when Mahabub Tech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahabub Tech:

Share