
21/08/2025
আমার মনিটাইজেশন সেটাপ নিয়ে তোমাদের অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে আমি জানি আমারও ছিল যখন আমি দেখতাম আমার কৌতুহল হইত জানতে ইচ্ছে হত তো আসলে ৩১ আগস্ট এর মধ্যে যারা স্টার সেট আপ পাইছো মনিটাইজেশন পাইছো কিন্তু লক আছে তারা পাইলেও পাইতে পারো যদি ভাগ্যে থাকে আল্লাহ চায় আর আমার আইডিটা হচ্ছে 2019 এর তার মধ্যে আমি অন্য ছবি ভিডিও রিয়েল সাপোর্ট করছি জানিনা এখন কেন পাইলাম আগে কেন পাইলাম না বা তারপরেও পেতে পারতাম সবই আল্লাহর ইচ্ছা ভাগ কেউ থাকতে হয় আমি কর্ম করছি আল্লাহ তার ফল দিয়েছে তোমরা চেষ্টা করো ইনশাল্লাহ তোমরাও পাবা।
আর যাদের বেশি সমস্যা তারা youtube সার্চ দিলেই সব ভিডিওস বাবা মনিটাইজেশন সম্পর্কে ধন্যবাদ। 🥰💝🥳