11/07/2025
মিটফোর্ডে প্রকাশ্যে মানুষ পিষে হত্যা – এ কোন বর্বরতা?
আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। মিটফোর্ডের সামনে পাথর দিয়ে একজন মানুষকে পিষে ফেলার ভিডিও দেখলাম। এমন ভয়াবহতা আমি এর আগে কখনো দেখি নাই। মনে হচ্ছে এটা যেন আফগানিস্তান না হয় আফ্রিকার জঙ্গল!
এদেশে দিনের আলোতে, শত শত মানুষের সামনে, রাজধানীর সবচেয়ে ব্যস্ত এলাকায় – এটা কি সম্ভব?
আর ভয়ংকর ব্যাপার হচ্ছে – এই ঘটনা ঘটেছে ৯ তারিখে, আর আমরা জানছি ১১ তারিখে! এত বড় ঘটনা লুকানো হলো কেন? মিডিয়া চুপ কেন? প্রশাসন নীরব কেন?
সব তথ্য-প্রমাণ স্পষ্ট করে বলছে, এই খুনের সাথে যুবদলের সন্ত্রাসীরা জড়িত। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে তারা কতটা ভয়ংকর হয়ে উঠেছে, এই ঘটনাই তার জ্বলন্ত প্রমাণ।
এই দেশে সাধারণ মানুষ কতটা নিরাপদ? যদি ঢাকার মাঝখানে এইভাবে মানুষকে পিষে মারা যায়, তাহলে দেশের প্রত্যন্ত অঞ্চলে কি হচ্ছে?
এখনই এর বিরুদ্ধে দাঁড়াতে না পারলে, সামনে আরও ভয়ংকর কিছু আমাদের অপেক্ষা করছে।🥲🥲🥲 #