05/08/2025
মানুষ অতীতকে না ছুতে পারে, না সংশোধন করতে পারে! শুধু আফসোস ছাড়া! ভবিষ্যতকে না ধরতে পারে, না নিশ্চিত করতে পারে! শুধু অনুভব ছাড়া। কিন্তু মুল্যবান হলো বর্তমান যেটাকে অবহেলা করলে আফসোস এবং ভোগান্তি দুটোতেই পড়তে হয়। মজার ব্যাপার হচ্ছে আমরা মানুষেরা অতীত নিয়ে আফসোস এবং ভবিষ্যতের চিন্তায় বর্তমান টাকে উপভোগ করতে পারে না। যেটা পরবর্তীতে আফসোসের কারন হয়! এর জন্য বর্তমানকে মূল্যদিতে শিখুন আর সামনে এগোন। নিজেকে সময় দিতে শিখুন জীবন অনেক কিছু শেখাবে ❤️