Arohi Fassion

Arohi Fassion ১-৫ বছরের মেয়ে বেবিদের পোশাক তৈরি করা করা হয় ❤️❤️ প্রাইজ হাতের নাগালে

02/02/2024

জাতীয় পিঠা উৎসব
লালমনিরহাট শিল্প কলা একাডেমি একটু পর লাইভ এ আসতেছি

30/01/2024

পরিক্ষার টেনশনে আর পড়াশোনার চাপে জীবন তেলে ভাজা

19/01/2024

Good morning everyone

18/01/2024

আজ কাপড় ধোয়া দিবস সূর্য মামার হাসি উপলক্ষে আয়োজিত😜😜😜😜😜😜😜

16/01/2024

চা নিয়ে আমার কিছু একান্ত নিজের কথা আপনাদের সাথে সেয়ার করি আজ
চা আমার খুব পছন্দের একটা খাবার সাথে আমার বাবার ও । বাবা খুব ক্লান্ত হউক আর ফুরফুরে মেজাজ এ থাকুক না কেন এক কাপ চা পাইলে মহা খুশি হন এই খুশি নিজের ও দেখতে শান্তি লাগে ❤️❤️ অন্য দিকে আমার মা লাল চা মানে তার মুখ ভার তার চাই সাদা চা মানে দুধ চা সাথে টোষ্ট বা মুড়ি থাকতে হবে
কাপের চা নাকি দরিয়াতে এক ফোটা পানি ফেলার মতো মনে হয় তাই আম্মুর দরকার মগ তাহলে সে খুব খুশি। কারন টোস্ট আর মুড়ি মগ এ ভিজায় খাবে ❤️❤️

মানুষ এর নাকি চা খেলে ঘুম এ সমস্যা হয় অন্য দিকে আমি চা না খেলে ঘুমাতে কষ্ট হয় মানে ঘুম ধরে না 😜😜😜

চা নিয়ে অনেক কথা আমার কানে আসে চা নাকি কোনো খাবার এ না অনেক নেগেটিভ কথা

আচ্ছা রংপুর বাসি এই ঠান্ডায় চা যে কতটা গুরুত্বপূর্ণ খাবার সেটা আমার মতো চা প্রেমিকরা বুঝে 😁😁😁😁

ব্যক্তি জীবনে কাপড় এর  রুচিসম্মতা  গুরুত্বপূর্ণ বিষয়  রুচিসম্মত কাপড়  ব্যক্তিত্ব প্রকাশ  এর একটি  মাধ্যম  হিসেবে  ধরা হয়...
16/01/2024

ব্যক্তি জীবনে কাপড় এর রুচিসম্মতা গুরুত্বপূর্ণ বিষয়
রুচিসম্মত কাপড় ব্যক্তিত্ব প্রকাশ এর একটি মাধ্যম হিসেবে ধরা হয়
শীতকাল চলতেছে কম দাম দিয়ে গরম কাল এ পরার জন্য রুচিসম্মত এবং মানসম্মত জামা নিতে পারেন
ইনবক্স করেন এবং লোকেশন ডেলিভারি ঠিকানা দিয়ে সহায়তা করেন ধন্যবাদ ❤️❤️❤️❤️

আপনাদের মধ্যে অনেকে ভাবতেছেন এই তীব্র শীত চলে গেলেই বাঁচি।আপনারা হয়তো জানেন না ২০২৪ সাল এল নিনোর বছর।এল নিনো কি...?একটা ...
16/01/2024

আপনাদের মধ্যে অনেকে ভাবতেছেন এই তীব্র শীত চলে গেলেই বাঁচি।আপনারা হয়তো জানেন না ২০২৪ সাল এল নিনোর বছর।

এল নিনো কি...?
একটা প্রাকৃতিক দূর্যোগ। যেসময় তাপমাত্রার রেকর্ড ভেঙ্গে যায়, বৃষ্টি কম হয় যার ফলে খরা এবং দূর্ভিক্ষ হয়। এছাড়া ঘূর্ণিঝড়ের মত দূর্যোগ ও আসতে পারে।

টানা তিন বছর ‘লা নিনা’র দাপটের পর এল নিনোর আবির্ভাবের কথা নিশ্চিত করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা। অপর দিকে যুক্তরাষ্ট্রের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ২০২৪ সালের ফেব্রুয়ারির পর থেকে এল নিনো থাকার আশঙ্কা ৯৫ শতাংশ।

লেখক: সাংবাদিক শাহরিয়ার মিম।

জামাই কে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর চুড়ি উপহার দেওয়ার জন্য ২০২৪ এর এটাই প্রথম উপহার আর ও আরও উপহার এর আশায় থাকলাম 😜😜😜😜😜😜😜😜😜

15/01/2024

good night রংপুর আছি নাকি নেপালে বাপু রে ঠান্ডা

15/01/2024

সাইবার নিরাপত্তার জন্য করণীয়ঃ
১) ফেসবুক থেকে সব সময় লগ ইন ও লগ আউট হতে হবে।
২) আপনার সাথে কোন নায়ক/নায়িকার মিল আছে,কিংবা ৩০ বছর পর আপনাকে কেমন দেখাবে এই জাতীয় লিংকে কখনোই ঢুকা যাবে না।
৩) আপনার ফেইসবুক,বা মেইল পাসওয়ার্ড চায় এই ধরনের লিংকে কখনোই ঢুকা যাবে না।
৪) অপরিচিত কোন মেইল বা লিংকে কোনক্রমেই ঢুকা যাবে না।
৫) আপনার ফেইসবুকের টাইম-লাইনের সেটিং ঠিক করতে হবে। যেখানে অন্য কেউ কিছু লিখে টাইমলাইনে যাতে না দিতে পারে,সেই ব্যবস্থা করতে হবে।
৬) মোবাইল,কম্পিউটার,বা মেইলের পার্সওয়ার্ড ৩ মাস অন্তর অন্তর পরির্বতন করতে হবে।
৭) মোবাইল বা কম্পিউটারে কোন অন্তরঙ্গ ছবি রাখা যাবে না। এই ধরনের কাজ হতে বিরত থাকুন। কারণ যে কোন সময় আপনার মোবাইল ফোনটি হারিয়ে যেতে পারে,কিংবা যে কোন সময় আপনার বন্ধু-বান্ধব আপনার কম্পিউটারে ঢুকে আপনার ছবি চুরি করে নিয়ে আপনাকে কিংবা আপনার প্রিয়জনকে ব্ল্যাকমেইল করতে পারে।
8) কোনক্রমেই লোকেশন/অবস্থানজনিত ছবি আপডেট দেওয়া যাবে না। যেমন-আমি সাক্ষী দিতে যাচিছ,-আমি এখন ট্রেনে,বাসে ইত্যাদি।
৯) আপনার মোবাইল বা কম্পিউটারে কিংবা মেসেঞ্জারে কোন অপরিচিত নাম্বার হতে কোন মেইল,বা ছবি আসলে তা কোনক্রমেই খোলা উচিত না।
১০) আপনি লটারীতে টাকা বা গাড়ি জিতেছেন,কিংবা আমেরিকা ও ইউরোপ থেকে এফবি একাউন্ট হোল্ডার কোন ব্যক্তি যদি আপনাকে মেইল করে জানায় যে,সে অনেক বড় লোকের মেয়ে তার কাছে অনেক ডলার আছে,অথাৎ লোভনীয় কোন মেইলের ফাঁদে পড়া যাবে না।
১১) কোন অপরিচিত নাম্বার হতে ফোন করে আপনার কোন তথ্য চায় যেমন-এনআইডি নাম্বার,সহ অনান্য তথাদী,তাহলে সেই ফোন বর্জন করতে হবে। অপরিচিত কাউকেই নিজের কোন তথ্য দেওয়া থেকে বিরত থাকুন।
১২) কোন অপরিচিত নাম্বার হতে ফোন করে আপনাকে জানায় যে,সে রবি,বা গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ার সেন্টার হতে ফোন করেছে,তাদের Server সমস্যার কারণে আপনার মোবাইল ফোনটি কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হবে,এই ধরনের কোন কথাবার্তা শুনা যাবে না। কোনক্রমেই মোবাইল ফোন বন্ধ রাখা যাবে না।
১৩) কোন অপরিচিত নাম্বার হতে মিস কল আসলে তা ব্যাক করা যাবে না; এতে আপনার নাম্বার Spoofing হতে পারে।
১৪) যেকোন সফটওয়ার বা Apps এ ঢুকার সময় আপনার তথ্য বা এক্সসেস চায়; সেখানে না ঢুকাই শ্রেয়।
১৫) সব সময় শক্তিশালী পার্সওয়ার্ড, যেমন-সংখ্যা, Symbol ও অক্ষরের Mixed/Complex পার্সওয়ার্ড ব্যবহার করুন।
১৬) +১১১১, অথবা +২২২২২,এই জাতীয় ফোন নাম্বার থেকে ফোন রিসিভ থেকে বিরত থাকুন।

(সংগৃহীত পোস্ট)

আসসালামু আলাইকুম  সবার  দিন  শুভ হউক  ❤️❤️এক বছরের বেবিদের জন্য  সুতি কাপড়ের জামা  কাপড় কোয়ালিটি  আলহামদুলিল্লাহ  হাতে  ...
14/01/2024

আসসালামু আলাইকুম সবার দিন শুভ হউক ❤️❤️
এক বছরের বেবিদের জন্য সুতি কাপড়ের জামা
কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ হাতে নিলেই বুঝতে পারবেন
লোকেশন লালবাগ রংপুর সদর অথবা হাঁড়ি ভাঙ্গা লালমনিরহাটে
এছাড়াও বাংলাদেশের সব জায়গায় কোরিয়ার সার্ভিস এর মাধ্যমে প্রডাক্ট রিসিভ করতে পারবেন

ফুলকো ফুলকো তেল পিঠা  রাতে বানালাম  জামাই  এবং  আমার  দুইজনের এ অনেক  পছন্দের  রংপুর  এর একটি  জনপ্রিয় পিঠা  সারাবছর এ প...
13/01/2024

ফুলকো ফুলকো তেল পিঠা রাতে বানালাম জামাই এবং আমার দুইজনের এ অনেক পছন্দের
রংপুর এর একটি জনপ্রিয় পিঠা সারাবছর এ পিঠা রংপুর এর মানুষ খান 🥰🥰🥰

13/01/2024

কুয়াশা পড়তেছে নাকি ঝিরিঝিরি বৃষ্টি কিছুই তো বুঝতে পারছি না
এই ভিডিও কোনো একদিন ২০২৩ এর

Address

Rangpur City

Telephone

+8801878050936

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arohi Fassion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category