RABBI MGR

RABBI MGR নিজের বলতে কিছু নেই।
জীবন খুব সহজেই অন্যরা ভাগ করে নেয়।

13/09/2025

Potito

01/09/2025

যদি হাজার বার জিজ্ঞেস করো! আমি কি চাই? আমি নির্দ্বিধায় জবাব দিবো, আমি শুধু তোমাকে চাই.!
আমি তোমাকে আকাশ সমান ভালোবাসি।
সমুদ্রের যতখানি ঢেউ আমি তোমাকে ততখানি ভালোবাসি।
এই পৃথিবীতে যতখানি ভালোবাসা ঘিরে আছে আমি তোমাকে ততখানি ভালোবাসি ।
ঘড়ির কাঁটার ঘন্টা মিনিট সেকেন্ডের কাটা যতবার টিকিট করে আমি তোমাকে ততখানি ভালোবাসি।
আমাদের ভালোবাসা চিরন্তন সৈয্য।
সাত জনমের পরেও যদি কিছু থেকে থাকে আমি সেই জনমেও শুধু তোমাকে ভালোবাসবো।
আমি তোমাকেই চাইবো।
ছিলে না তুমি

29/08/2025

‎যে সম্পর্কের মানে বুঝে না , একটু কথা বলার সময় চাইলে ব্যবস্থতার অজুহাত দার করায় ।
‎সে আর যাই হোক তোমাকে ভালোবাসে না!
‎এসব মানুষের পিছে ভালোবাসি বলে বলে পরে থাকা মানে নিজের সেল্ফরিসপেক্ট হারিয়ে বিষণ্নতায় ভোগা । তাদের ভালোবাসা পাওয়ার লোভে নিজেকে শেষ করে দিলেও তারা আপনার দিকে ফিরেও তাকাবে না।
‎এখন বলতেই পারেন তাকে ছাড়া কিছুই ভালো লাগে না কথা না বলে থাকতে পারি না ।
‎সব থেকে নির্মম সত্য কি জানেন আপনি যদি নিজেকে ভালো না বাসেন নিজেকে ভালো রাখতে না পারেন তাহলে আপনাকে কেউ ভালোবাসবে না।
‎আপনি নিঃস্বার্থ ভাবে দিয়ে যাবেন তারা শুধু নিয়েই যাবে বিনিময়ে কিছুই দিবে না।
‎পৃথিবীতে সব থেকে স্বার্থপর জাতি হলো মানুষ।

‎একটা মানুষ কখনো এতোটাও ব্যস্ত থাকে না যে দিন শেষে অন্তত কেমন আছো কথা টা জিজ্ঞেস করার সময় না পায়।

‎সত্যি বলতে যারা ভালোবাসে তারা শত ব্যস্ততার মাঝেও প্রিয় মানুষটার জন্য সময় বের করে নেয়।
‎So don't waste your time chasing the wrong people.

27/08/2025

সরে আসা মানেই পরাজয় নয়
যখন আপনি নিজেকে সম্পূর্ণরূপে সরাতে সক্ষম হবেন, আপনি তখন বুঝতে পারবেন, আপনি আর আগের মানুষ টি নেই। আপনি প্রচন্ড ব্যাথায়, কষ্টে নিজেকে পাল্টে নিতে সক্ষম হয়েছেন। যে জিনিসগুলো দিনের পর দিন সহ্য করে গেছেন সেই জিনিসগুলো হুংকার দিয়ে প্রতিরোধ করা শিখে গেছে। না বলা যে কথাগুলো ছিলো যা আপনাকে ক্ষতবিক্ষত করছিল দিনের-পর-দিন তা বলার শক্তি আপনি যোগাতে পেরে গেছেন।
যে মানুষটিকে পাওয়ার জন্য আপনি যুদ্ধ করতে ছিলেন, তার অবহেলা গুলোকে, অভিনয় গুলোকে সহ্য করে আসছিলেন হারানোর ভয়ে, সেই আপনি তাকে স্বইচ্ছায় ছেড়ে দিতে সক্ষম হবেন। এই আপনিই অযথা কথা কাটাকাটির চেয়ে নীরবতাকেই বেছে নিবেন। আপনি আপনার প্রতিটা কথার দাম সম্পর্কে অবগত হবেন এবং এটাও বুঝতে পেরে যাবেন কিছু জিনিসে, কিছু মানুষকে বাড়তি সময় দেয়া মানে নিজের মূল্যবোধের পর্যাপ্ত অপচয়।
কিছু মানুষকে ছেড়ে দিয়ে নিজের ভার কমাতে হয়। কিছু মানুষ আপনার সময়ের, আপনার প্রতীক্ষার, আপনার ভালোবাসা পাওয়ার যোগ্যতা হারিয়েছে বহু আগেই,কিন্তু সিদ্ধান্তে আসতে আপনার কিছুটা বেশি সময় লেগেছে এই আর কি!
#ছিলে_না_তুমি

প্রায় আমি তোমিয় জিগ্গেস করিWhy don't you talk anymore?"তুমি বলো, কী বলবো? বলার মতো তো কিছুই ঘটেনি। কিন্তু তুমি চাইলে ব...
27/08/2025

প্রায় আমি তোমিয় জিগ্গেস করি
Why don't you talk anymore?"

তুমি বলো, কী বলবো? বলার মতো তো কিছুই ঘটেনি।
কিন্তু তুমি চাইলে বলতে পারো-আজ ভাতটা একটু নরম হয়েছে, এও তো একটা গল্প!
আজকে না হলেও একটা সময় পর অনুভব করবা- যে সত্যি কথা বলতে চায়, তার কাছে গল্পের অভাব হয় না। "If someone really kes wants to talk, words never run out."

ভাত ছিটালে যেমন কাকের অভাব হয় না, কথা বলতে চাইলে তেমনি গল্পেরও অভাব হয় না।

কেউ একজন বলেছিলো, ভুলে গেলে'ই তো পারো যারা তোমায় ভুলে গেছে ! আমি হেসে বলেছিলাম, " যারা সম্পর্কের  মানে বুঝে তারা প্রতিয...
27/08/2025

কেউ একজন বলেছিলো, ভুলে গেলে'ই তো পারো যারা তোমায় ভুলে গেছে ! আমি হেসে বলেছিলাম, " যারা সম্পর্কের মানে বুঝে তারা প্রতিযোগিতায় নামে না। তারা "মনও রাখে মনেও রাখে' তাইতো কেউ আর নতুন করে ঠকানোর সুযোগ পায় না।

যাকে হারিয়ে ফেলার বিন্দু মাত্র কোনো সম্ভাবনা ছিল না, কোনো ভয় ছিল না, ছেড়ে না যাওয়ার বিশ্বাসের কোনো কমতি ছিল না; তাকেও তু...
26/08/2025

যাকে হারিয়ে ফেলার বিন্দু মাত্র কোনো সম্ভাবনা ছিল না, কোনো ভয় ছিল না, ছেড়ে না যাওয়ার বিশ্বাসের কোনো কমতি ছিল না; তাকেও তুমি হারিয়ে ফেলবে কোনো এক গোধুলিতে। এরপর দাঁড়িয়ে থাকবে সম্পূর্ণ একা হয়ে। মাথার উপর দিয়ে কত্ত পাখি উড়ে যাবে ঘরে ফেরার আনন্দে। সবার কী তাড়া! শুধু তোমারই কোনো তাড়া থাকবে না। এক্কেবারে নিস্তেজ হয়ে দাঁড়িয়ে থাকবে মাথাটাকে নিচু করে।
তুমি হয়তো বুঝবে সেদিন এতটা আপন হয়েও মানুষ কীভাবে পর হয়ে যেতে পারে, কীভাবে মুহূর্তেই পাল্টে যেতে পারে যাবতীয় সব কথা রাখা-রাখির শর্ত, কীভাবে ভালোবাসা ভরসা ঘৃণায় রূপ নিতে পারে, কীভাবেই বা অপরিচিত পরিচিত আবার অপরিচিত এই চক্রটা ঘুরতে পারে। তুমি সবটা বুঝবে সেদিন, সঅঅবটা....
এবং প্রমাণও পাবে, “মানুষ মূলত একা। বেঁচে থেকেও লাশের মতো একা, কবরের মতো নিস্তব্ধতা তার চারপাশ জুড়ে!”

প্রেম করার মানুষ তো অলিতে গলিতে পাবা, রাস্তার মোড়ে মোড়ে পাবা। কিন্তু এমন একটা মানুষ পাবা না যে মানুষটা তোমার ব্যাক্তিগত,...
26/08/2025

প্রেম করার মানুষ তো অলিতে গলিতে পাবা, রাস্তার মোড়ে মোড়ে পাবা। কিন্তু এমন একটা মানুষ পাবা না যে মানুষটা তোমার ব্যাক্তিগত, যাকে কোন রকম সংকোচ ছাড়াই দাবি করা যাবে এইটা আমার মানুষ, আমার একান্ত ব্যাক্তিগত মানুষ।

সারাদিনের মন খারাপ, ভালো লাগা, ভালো থাকা সব এক নিঃশ্বাসে কোনো সংকোচ ছাড়াই বলে একটা লম্বা শান্তির শ্বাস নেয়া যাবে।
যে মানুষটা পাশে থাকুক অথবা না থাকুক অন্তত ভরসা দিবে 'আমি আছি, হ্যাঁ আমি আছি'
'ভালোবাসা আর ভালো থাকার জন্য এমন একটা মানুষ সবার প্রয়োজন!
ছিলে না তুমি

Address

Rangpur City

Website

Alerts

Be the first to know and let us send you an email when RABBI MGR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RABBI MGR:

Share