Md Rawsan Jamil

Md Rawsan Jamil আসুন ভালো কিছু করি,সুন্দর পৃথীবি গড়ি। আপনার লেখা ও বলার ভাষাই বলে দিবে আপনি কেমন!

থাইল্যান্ডের এক কুমির খামারে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির পিকনিক চলছিল। আয়োজন চমৎকার আর সবাই খুব উপভোগ করছিল। আনন্দ, হা...
23/05/2025

থাইল্যান্ডের এক কুমির খামারে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির পিকনিক চলছিল। আয়োজন চমৎকার আর সবাই খুব উপভোগ করছিল। আনন্দ, হাসি-ঠাট্টা, আর কিছুটা খেয়ালিপনায় কেটে যাচ্ছিল সময়। ঠিক তখনই কোম্পানির এমডি এক অভিনব ঘোষণা দিলেন:

"এই কুমিরে ভরা পুকুর যদি কেউ জীবিত অবস্থায় সাঁতরে পার হতে পারে, তবে তাকে ৫ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে। আর যদি সে প্রাণ হারায়, তবে তার পরিবার পাবে ২ মিলিয়ন!"

ঘটনাটি নিছক রসিকতা মনে হলেও পুকুরের পাশে দাঁড়িয়ে থাকা সবাই হঠাৎ স্তব্ধ হয়ে গেল। জীবন বাজি রেখে কেউ কি নামবে ওই কুমির ভরা পুকুরে? কার আছে সেই সাহস? দীর্ঘক্ষণ কেটে গেলেও কেউই এগিয়ে এল না।

কিন্তু হঠাৎই, একজন পুকুরে ঝাঁপিয়ে পড়ল! পেছন থেকে সবাই বিস্ময় আর আতঙ্কে চিৎকার করে উঠল। মনে হচ্ছিল, এই বুঝি কুমিরের চোয়ালে ছিন্নভিন্ন হয়ে যাবে লোকটির দেহ। এ যে স্বেচ্ছায় নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করে নেওয়া!

কিন্তু তখন এক অলৌকিক ঘটনা ঘটল। মরণপণ চেষ্টায় পুকুর সাঁতরে পার হয়ে গেল লোকটি! সাথে সাথে দম বন্ধ করা মুহূর্তগুলো ভেঙে উল্লাসে ফেটে পড়ল সবাই।

কোম্পানির এমডি নিজে এগিয়ে এসে ৫ মিলিয়ন ডলারের চেক লোকটির হাতে তুলে দিলেন। কলিগরা পিঠ চাপড়ে অভিনন্দন জানাতে লাগল। সবাই বিজয়ীকে প্রশংসায় ভাসাচ্ছে।

কিন্তু সেই সাহসী কর্মচারী, তখনো দিশেহারা, হাঁপাতে হাঁপাতে বলে উঠল, “আমি জানতে চাই, আমাকে পেছন থেকে কে ধাক্কা দিয়েছিল?”

সবাই চুপ। এরপর ধীরে ধীরে প্রকাশ পেল সত্য, তার স্ত্রীই তাকে পুকুরে ঠেলে দিয়েছিল!

সেদিন থেকেই জন্ম নিয়েছিল সেই চিরন্তন প্রবাদটি:
“প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে।”

13/05/2025

মানুষ কেনা সহজ যদি
পকেটে টাকা থাকে।
আর মানুষ চেনা সহজ যদি পকেট খালি থাকে

এক লোক প্রায়ই এক বৃদ্ধ ফল বিক্রেতার কাছ থেকে আপেল কিনতেন। প্রতিবার আপেল কেনার পর লোকটি বৃদ্ধকে বলতেন, "আপনার আপেলগুলো প...
02/05/2025

এক লোক প্রায়ই এক বৃদ্ধ ফল বিক্রেতার কাছ থেকে আপেল কিনতেন। প্রতিবার আপেল কেনার পর লোকটি বৃদ্ধকে বলতেন, "আপনার আপেলগুলো পানসে, একদম মিষ্টি না! এই নিন একটা খেয়ে দেখুন।" এই বলে নিজের কেনা আপেল থেকে একটা আপেল সে বৃদ্ধের দিকে বাড়িয়ে দিত। বৃদ্ধ আপেলটা খেয়ে যেইমাত্র বলতেন "মিষ্টি তো ঠিকঠাকই আছে" অমনি লোকটি কিছু না বলে চলে যেতেন!

আজ লোকটির সাথে তার স্ত্রী ছিল। হাঁটতে হাঁটতে স্ত্রী বললেন, "তুমি প্রতিদিন মিথ্যা কথা বলো কেন? আপেলগুলো তো যথেষ্ট মিষ্টি।"

লোকটি বললেন, "আমি জানি ওগুলো মিষ্টি! তুমি ওনার চেহেরা দেখনি? উনি খুব গরীব, অনেক কষ্টে পরিবারের জন্য খাবার সংগ্রহ করেন। আমি তাই প্রতিবার মিথ্যা কথা বলে নিজের ভাগের একটা আপেল তাকে খেতে দিই!"

লোকটি এবং তার স্ত্রী আপেল কিনে চলে যাবার পর পাশের মুদি দোকানদার আপেল বিক্রি করা বৃদ্ধকে প্রশ্ন করলেন, "আমি লক্ষ্য করেছি আপনি প্রতিদিন ওই লোকটিকে খানিকটা ওজন বাড়িয়ে দেন। এর কারণ কি?"

বৃদ্ধ হেসে বললেন, "কারণ আমি জানি সে মিথ্যা বলে আমাকে একটা আপেল খাইয়ে চলে যায়। সে মনে করেছে আমি এটা বুঝি না! আমার প্রতি তার ভালোবাসা দেখে আমার ওজনের পাল্লাটাও তার দিকে ঢলে পড়ে!

সংগ্রহীত

শুভ নববর্ষ
13/04/2025

শুভ নববর্ষ

ঈদের পরদিন ছেলের ঘোরাঘুরি।
12/04/2025

ঈদের পরদিন ছেলের ঘোরাঘুরি।

হায়রে মানুষ  হয়তো এগুলো নিয়ে নিজে কিংবা নিজের বিবিকে অথবা আপনার বাচ্চাকে দিবেন৷ কিন্তু সবই হবে হারাম। মাজলুমানের পক্ষ...
07/04/2025

হায়রে মানুষ হয়তো এগুলো নিয়ে নিজে কিংবা
নিজের বিবিকে অথবা আপনার বাচ্চাকে দিবেন৷
কিন্তু সবই হবে হারাম।

মাজলুমানের পক্ষে প্রতিবাদ করতে গিয়ে নিজে হারামে জড়িয়ে গেলেন। অবশেষে এটাও একটা জুলুম হয়ে গেলো।

আমরা ঘুরে ফিরে জালিমই রয়ে গেলাম। মাজলুম মাজলুমই রয়ে গেলো। আমাদের প্রতিবাদ তো কোন কাজে আসলোই না।

বরং আন্তর্জাতিক মিডিয়ায় আমরা চোরই রয়ে গেলাম।

সংগ্রহিত....

ঈদের পরদিন বাবা-ছেলের ঘোরাঘুরি।
06/04/2025

ঈদের পরদিন বাবা-ছেলের ঘোরাঘুরি।

    Style...📸: Imrul Kayes Prodhan  Edit: Md. Rawsan Jamil      Comment 👇
02/04/2025


Style...
📸: Imrul Kayes Prodhan
Edit: Md. Rawsan Jamil


Comment 👇

ঈদ মোবারক তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
30/03/2025

ঈদ মোবারক
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

Address

Rangpur City

Alerts

Be the first to know and let us send you an email when Md Rawsan Jamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Rawsan Jamil:

Share