
10/05/2025
ফানি গল্পঃ (হাসতে হাসতে পেট ব্যাথা) 😂😂
😊---রাতে বউয়ের সাথে তুমুল
ঝগড়া করেছি।
ওকে বলেছি তুমি যদি মানুষের
বাচ্চা হও তাহলে তুমি আমার সাথে
কথা বলবে না।
ব্যাস, কাজ হয়েছে, আর কথা বলেনা।
খালি রাগে ফোলে।
সারারাত নাক টেনে কান্না করছে 😢
না নিজে ঘুমাচ্ছে না আমাকে ঘুমাতে দিচ্ছে 😴
সকালে খেতে বসে দেখি আজব কান্ড... 😳
খাবারের পাশে খাতা কলম রাখা 📝
বললাম এগুলো আবার কি ?
বউ তার খাতায় কি জানি লিখলো 📝
তার পর আমাকে দেখালো।
আমি পড়লাম। তাতে লেখা আছে
আমি মানুষের বাচ্চা তাই কোনও কথা নাই 😏
আজব কাহিনী ______😆😆
যাই হোক,,,, সে আমাকে তিন পিচ মাংস দিল 🍗🍜
আমি খাতায় লিখলাম দুই পিছ দাও।
খাওয়ার মাঝে লিখলাম পানি দাও। 🍷🍹
রাতে ঘুমানোর আগে আমি শুয়ে আছি।
সে গুন গুন করে গান
গাইছে আর চুল আচড়াচ্ছে 😊
কি চমৎকার দৃশ্য আমি
খাতায় খস করে লিখলাম 📝
প্রিয়, জানু আগামীকাল সকাল 8 টায়⏰
আমার অফিসে জরুরি মিটিং আছে
প্লিজ সকাল 7 টায় ডেকে দিও।
চিঠিটা বউয়ের হাতে
দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম 😴
ঘুম থেকে উঠে দেখি 9:35 ⏰
চিৎকার দিয়ে উঠে বসেছি।
এটা কি ? ----- পাশ ফিরে দেখি বউ নাই।
বউয়ের জায়গায় একটা চিঠি 💌
তাড়াতাড়ি করে খুলে দেখি,
বউ চিঠিতে লিখে রেখেছে -------
ওগো শুনছো সকাল সাড়ে সাতটা প্লিজ উঠো
তোমার দেরি হয়ে যাচ্ছে 😂😂
এটা পড়েই আমি সারাদিন বেহুঁশ -------😅😂😂.
তাঁর পর উঠে পোষ্ট কোরলাম---😁😁
(.সমাপ্ত.)