02/04/2023
"বাংলাদেশ তৃনমূল সাংবাদিক কল্যান সোসাইটি" রংপুর জেলা শাখার আয়োজনে আজ ০২ এপ্রিল ২০২৩ইং রোজ রবিবার আহার রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার, রংপুর এক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়।
আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব, কামরুল হাসান টিটু, সভাপতি, বাংলাদশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি, রংপুর জেলা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, মাননীয় মেয়র, রংপুর সিটি কর্পোরেশন, রংপুর।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল কাসেম, যুগ্ন আহ্বায়ক, রংপুর মহানগর আওয়ামীলীগ।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, "জনাব, মোঃ শহিদুল ইসলাম মিজু, সিনিয়র যুগ্ন আহ্বায়ক, রংপুর মহানগর, বিএনপি", "জনাব, সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক, রংপুর মহানগর, বাংলাদেশ জাসদ", "জনাব, আব্দুল কুদ্দুস, সমন্বয়ক, রংপুর জেলা, বাসদ"।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন "জনাব মোঃ আলহাজ্ব রুহুল আমিন, চেয়ারম্যান, গংগাচড়া উপজেলা পরিষদ, রংপুর", "জনাব, মীর মোঃ সিরাজুল ইসলাম, আহ্বায়ক, বাংলাদেশ তৃনমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি, কেন্দ্রীয় কমিটি", "জনাব, মোনায়েম হোসেন মন্ডল, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ তৃনমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি, কেন্দ্রীয় কমিটি", "জনাব, মোঃ রুপম মিয়া, সদস্য সচিব, বাংলাদেশ তৃনমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি, কেন্দ্রীয় কমিটি", "জনাব, মোছাদ্দেক হোসেন রাঙ্গা, সদস্য, বাংলাদেশ তৃনমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি, কেন্দ্রীয় কমিটি", " জনাব, আবদুল্লাহ খান নান্নু, সম্মানিত সদস্য, আহ্বায়ক কমিটি, রংপুর মহানগর আওয়ামীলীগ"। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সাংবাদিক সংগঠন প্রতিনিধি, সংবাদ মাধ্যম প্রতিনিধি ও স্থানীয় সংবাদিকগণ।
পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি রংপুর জেলার “সাধারন সম্পাদক, মেহেদী হাসান মুন” ও “যুগ্ন সাধারন সম্পাদক, আলমগীর হোসেন অপু”। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি, রংপুর জেলা “সহ-সভাপতি এম,এম পান্না” ও সহযোগিতায় “সাংগঠনিক সম্পাদক, আফসার হোসেন আতিক”।