Oashim Shares

Oashim Shares Personal vlog
Travelling, Cooking, Singing,Sharing My Personal things Only

24/06/2025

১. নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না। এতে আপনি ছোট হবেন।

২. ভুল স্বীকার করার মানসিকতা দেখান। "Thank you", "Please" এই কথাগুলো বলতে দ্বিধা করবেন না।

৩. কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।

৪. অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যাবেন না।

৫. পর্ণে আসক্ত হবেন না। এতে করে আপনি ক্ষণস্থায়ী সুখের জন্য সুন্দর জীবন হারাবেন।

৫. পরচর্চা করবেন না। যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে, সে নিশ্চিতভাবে অন্যের সামনে আপনার নিন্দা করে।

৬. গাধার সাথে তর্ক করতে যাবেন না। তর্কের শুরুতেই গাধা আপনাকে তার স্তরে নামিয়ে আনবে, তারপর আপনাকে সবার সামনে অপদস্থ করবে।

৭. পরে করব ভেবে কোনো কাজ ফেলে রাখবেন না। আপনি যদি তা করেন শতকরা ৮০ ভাগ সম্ভাবনা কাজটি আপনি আর কখনোই করতে পারবেন না।

৮. 'না' বলতে ভয় পাবেন না।

৯. স্ত্রীর কারণে বাবা-মাকে বা বাবা মায়ের কারণে স্ত্রীকে অবহেলা করবেন না।

১০. সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না। এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন।

১১. ঝুঁকি ছাড়া সাফল্য আসে না। তাই জীবনে ক্যালকুলেটেড রিস্ক নিতে ভয় পাবেন না।

১২. স্মার্টফোনে আসক্ত হবেন না। গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না।

১৩. মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না। কারণ, এই একটি কাজের বিলম্বের জন্য আপনি সারাজীবন পস্তাতে পারেন।

১৩. রিলেশনসিপে অসুখী হলে সেটা আঁকড়ে ধরে থাকবেন না। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভেতরে অশান্তি সৃষ্টি করে তা জীবন থেকে দ্রুত মুছে ফেলুন।

১৪. আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্নপূরণের ঠিক কতটা কাছাকাছি। তাই, কখনোই লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না। বেশিরভাগ মানুষ সাফল্য লাভের কাছাকাছি গিয়ে হাল ছেড়ে দেয়।

১৫. অকারণে শত্রু বাড়াবেন না।

১৬. কারো ধর্মবিশ্বাসে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না।

১৭. বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও করবেন না। তার সাথে আপনার বিয়ে হবেই বা সে আপনাকে ভবিষ্যতে ব্ল্যাকমেইল করবে না এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না।

১৮. যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয়, তাকে কিছু শেখাতে যাবেন না। সে ঠকবে, ভুল করবে, ধাক্কা খাবে; তারপর একসময় ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে।

১৯. নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করবেন না। যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে এখনই নিজেকে গুটিয়ে নিন।

২০. টাকার পেছনে দৌড়াতে গিয়ে প্রিয়জনদের বঞ্চিত করবেন না।

২১. যেটা হাতছাড়া হয়ে গেছে সেটা নিয়ে আফসোস করবেন না।
🥀🥀সংগৃহীত🥀🥀

26/05/2025

You are welcome !! 😁

আবার যেতে ইচ্ছে করছে! 🥱
27/04/2025

আবার যেতে ইচ্ছে করছে! 🥱

19/04/2025

জর্দা রেসিপি 😋

04/04/2025

#কিয়ামত থেকে কিয়ামত মুভির গান গাইলাম।
ও আমার বন্ধু গো!
মূল শিল্পী- আগুন ও রুনা লায়লা 🥀🥀

13/01/2025
23/09/2024

বাস কন্ডাক্টরঃ ম্যাডাম বাচ্চাদের ভাড়া দিন।

ম্যাডামঃ ছোট বাচ্চাদের আবার কিসের ভাড়া? ছোটটার বয়স ২ বছর, মেঝোটার বয়স ২.৫ বছর, আর বড়টার বয়স ৩ বছর মাত্র।

বাস কন্ডাক্টরঃ বাচ্চাদের ভাড়া দিতে না চাইলে ওদের বয়স কমিয়ে বলুন কোনো আপত্তি নেই, কিন্তু ওদের বয়সের গ্যাপটা অন্তত ৯ মাস রাখুন।😁😝😜🥱

Cox's Bazar Iconic Railway Station!
12/05/2024

Cox's Bazar Iconic Railway Station!

08/03/2024

রিজিকের মালিক এক মাত্র আল্লাহ। আমাদের কাছে যাবতীয় যা সম্পদ আছে সবই আল্লাহর দেওয়া।। তিনি চাইলে তা বহুগুণে বাড়িয়ে দিতে পারেন আবার চাইলে কেরে নিতে পারবেন। তা নিয়ে কখনোই চিন্তিত বা হতাশাগ্রস্ত হবেন না।

তবে সকলের উদ্দেশ্যে বলব যাকাত বা দানের ক্ষেত্রে আপনার সামর্থ্য অনুযায়ী কৃপণতা করবেন না। সামনে যেহেতু রমজান সেহেতু মন ভরে দান করবেন আল্লাহর ওয়াস্তে।

আসলেই আমার আপনার সকল সম্পদের মালিক আল্লাহ আমরা কিছুইনা। তিনি দেন বলেই আমরা পাই,তিনি দেন না বলেই আমরা পাইনা। যাকে ইচ্ছে দেন আবার যার থেকে ইচ্ছে কেরে নেন।

আমি আমার চোখের সামনে অনেককেই দেখেছি শেষ হয়ে যেতে আবার অনেককেই দেখেছি শূন্য থেকে অনেক সম্পদের মালিক হয়ে যেতে।
from adnan sharif!!

10/01/2024

Our beloved Coal Mine!!! ❤️❤️

Happy new year 2024!!!
01/01/2024

Happy new year 2024!!!

27/11/2023

Premer Taj Mahal by me........!

Address

Rangpur City

Telephone

+8801315212051

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oashim Shares posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Oashim Shares:

Share