Bikash ray

Bikash ray Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bikash ray, Digital creator, Rangpur City.
(31)

27/01/2024

ছিড়ে যাক প্লাজু 🥴😁
,,
উড়ে যাক লুঙ্গি 🙂😉
,,
তুমি কী হবে আমার জীবন সঙ্গী 🙂🙃🫠🥺

23/01/2024

🌴🔥🌱দশের লাঠি একের বোঝা🌱🔥🌴
🌿ফলো বাড়ানো একেবারে সোজা,🌿
💐🌹☘️Follow To Follow 🍀🌹💐
Everyone

কি দেখা জাচ্ছে বলেন তো
23/01/2024

কি দেখা জাচ্ছে বলেন তো

28/10/2023
20/10/2023

-গ্রামের ক্রিকেট খেলার কিছু নিয়ম! 🏏

১- পিচ সোজা দাঁড়ালে নো বল।
২- আশেপাশে পুকুর থাকলে সেখানে উড়ে গেলে আউট।
৩- ব্যাটসম্যান আম্পায়ার দাঁড়াবে।
৪- যার ব্যাট সে আগে ব্যাট করবে।
৫- টসে জিতলেই ব্যাটিং।
৬- সিনিয়ররা আগে ব্যাট করবে।
৭- যারা জিতবে তারা পরের ম্যাচে আগে ব্যাটিং।
৮- ১ম বলটা হবে টেস্ট বল।
৯- মাঠে কোন স্থানে ছায়া পড়লে সেটা শীর্ষ নেতার স্থান।
১০- যার ব্যাট তার কথা কেউ না শুনলে ব্যাট নিয়ে সোজা বাড়ির দিকে হাটা শুরু।
১১- জুনিয়র প্লেয়াররা শুধু ফিল্ডিং করবে ব্যাট করবে সিনিয়ররা।
১২- যে বল ফাঁটাবে সেই নতুন বল কিনে আনবে।
১৩- মাগরিবের আজান দিলেই খেলা শেষ ম্যাচ ড্র।
১৪.লুঙ্গীতে লাগলেই চার।
১৫. কিপার চেইঞ্জ! আম্পায়ারকে না জানালে নো বল।
১৬.খেলায় ঝামেলা হলে রাতের আধারে এসে পিচ কুপিয়ে যাওয়া!
১৭. দুই ভাই এক দলে খেলতে পারবেনা।
১৮. নাম্বারিং এর খেলায় ব্যাট করে এসে বল করতে পারবেনা।
১৯. ডাইরেক্ট কিপার থেকে এসে বল করতে পারবেনা।
২০. ডাইরেক্ট কারো ঘরের টিনে পরলে আউট।
২১. বলার একসাথে ৩টি ওয়াইট দিলে বলার চেঞ্জ।

কে কে এইসব নিয়মে খেলেছেন?
খুব মিস করেন নিশ্চয়ই শৈশবের সেই নিয়মে খেলা আর বন্ধুদের বড় ভাইদের 😌

'কিচ্ছু হবে না, টেনশন করিস না। আমি আছি।' এই টুকু ভরসা দেয়ার মানুষ যার আছে, সে একা না। কোনো কঠিন আ*ঘা*তই তাকে ভা*ঙতে পার...
18/10/2023

'কিচ্ছু হবে না, টেনশন করিস না। আমি আছি।' এই টুকু ভরসা দেয়ার মানুষ যার আছে, সে একা না। কোনো কঠিন আ*ঘা*তই তাকে ভা*ঙতে পারে না। আমাদের সবার জীবনেই এমন দু'একটা মানুষ থাকা খুবই দরকার।'💜🌸

17/10/2023

আপনার কি মনে পড়ে? একটা সময় ছি'ল আপনি একটা মানুষে'র জন্য রাতের খাবারটা ও ঠিকমতো খাইতেন না! খালি তাড়াহুড়া করতে'ন তার সাথে একটু বেশি কথা বলার জ'ন্য! অথচ আজ কেউ কাউকে চিনে'ন ই না!😅💔

16/10/2023

Active✅ আছি ✅✅
দ্রুতো ফলো দিন রকেটের গতিতে ফলো ব্যাক দিচ্ছি ৷
💯 Follow Back to Back💯

15/10/2023

✅ Active আছি ✅🙏🙏Back গ্যারানটি💯💯
✅Like দিয়ে Done লিখবেন✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅➡️রিভিউ দিলে রিভিউ পাবেন 💯💯
✅Follow দিলে Follow লিষ্ট✅রিভিউ দিলে রিভিউ লিষ্ট✅চেক করে তারপর Back করবো ✅
👉👉আমি প্রতিদিন লিষ্ট চেক করি 🙏🙏🙏🙏🙏🙏🙏ধন্যবাদ🙏🙏🙏🙏🙏......

15/10/2023

আমরা যদি একে অন্যকে ফলো করি তাহলে 5k হওয়া কোন ব্যাপার না।
এতে সকলের উপকার।
✅Follow For Follow ✅

15/10/2023

সেদিন ক্লাস টেনের এক মেয়ে আমাকে ইনবক্সে জিজ্ঞেস করলো, ভাইয়া আপনার প্রেমিকার নাম কী?

আমি বললাম, ওর নাম তরী।

মেয়েটা বললো, খুব সুন্দর নাম। আপু কীসে পড়ে?

আমি বললাম, আপু বলছো কেন? নিতুন তো তোমাদের ব্যাচমেট-ই। নাম ধরেও বলতে পারো, সমস্যা নাই।

মেয়েটা বললো, নিতুন কে? আচ্ছা যাইহোক, আপনি আপুকে খুব ভালোবাসেন তাই না?

আমি বললাম, হ্যাঁ। আমি স্বর্ণাকে অনেক ভালোবাসি। ওর জন্য আমি সবকিছু করতে পারি।

মেয়েটা বললো, ভাইয়া আপনার কথা বুঝলাম না।

আমি বললাম, না বোঝাই স্বাভাবিক। আমার কথা কেউ-ই ভালোমতো বুঝতে পারে না। মারিয়ার সাথে এতদিনের সম্পর্ক; কিন্তু সে-ও আমার কথা ভালোমতো বোঝে না।

মেয়েটা বললো, ভাইয়া আপনি এতজনের নাম নিচ্ছেন কেন? আপনার প্রেমিকা আসলে কয়জন?

আমি বললাম, আমার প্রেমিকা একজনই। তার নাম অর্পা।

মেয়েটা বললো, তাহলে তরী, নিতুন, স্বর্ণা, মারিয়া— এরা কারা?

আমি বললাম, এরা সবাই মিফতাহুলের বন্ধু।

মেয়েটা বললো, মিফতাহুলটা আবার কে?

আমি বললাম, আমার প্রেমিকা।

মেয়েটা এবার বিরক্ত হয়ে বললো, আপনার প্রেমিকার নামটা কি দয়া করে বলবেন, নাকি বলবেন না?

—বললামই তো, আমার প্রেমিকার নাম, তিথি।

—আচ্ছা ভাই, বুঝছি সব। আপনাকে জিজ্ঞেস করাই আমার ভুল হয়েছে। আর জীবনেও করবো না।

আমি বললাম, এই কথা ফারিয়াও অনেকবার বলেছে। যে আমাকে আর কোনোদিন কিছু জিজ্ঞেস করবে না। কিন্তু কথা রাখতে পারেনি।

মেয়েটা বললো, আমি রাখবো। কারণ আমি মৌটুশি না।

আমি জিজ্ঞেস করলাম, তাহলে তুমি কে?

মেয়েটা বললো, আমি ফারিয়া।😐

Address

Rangpur City

Telephone

+8801817216872

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bikash ray posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share