19/09/2024
তোফাজ্জল মরে যাওয়া ঘটনা
স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়
ভাত খাওয়ার সময় জেরা, তোফাজ্জল বলেছিলেন ‘খাবারের মান ভালো’
টিডিসি রিপোর্ট
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫১ AM
তোফাজ্জল © ভিডিও থেকে সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন তরুণ তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার আগে তাকে ভাত খেতে দিয়েছিলেন হলের আবাসিক শিক্ষার্থীরা। খাবার সময় তোফাজ্জলকে নানা ভাবে জেরা করা হয়েছিল বলে জানা গেছে।
বুধবার রাতে ফজলুল হক মুসলিম হলের গেস্টরুমে দফায় দফায় মারধর করা হয় তোফাজ্জলকে। প্রথম পর্যায়ের মারধর শেষে তাকে ভাত খেতে দেওয়া হয়। এ সময় তাকে জিজ্ঞেস করা হয়, ‘খাবারের মান কেমন?’ জবাবে তোফাজ্জল বলেছিলেন, ‘খাবারের মান ভালো’। এরপর শিক্ষার্থীরা অট্টহাসিতে ফেটে পড়েন।
তোফাজ্জলকে ভাত খাওয়ানোর একটি ভিডিও দ্যা ডেইলি ক্যাম্পাসের হাতে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মুরগির মাংস এবং সবজি দিয়ে ভাত খেতে দেওয়া হয়েছে তোফাজ্জলকে। একটি গ্লাসে একজন পানি ঢেলে দিচ্ছেন। সেই পানি দিয়ে ছোট্ট একটি প্রিজে হাত ধুয়ে ভাত খাওয়া শুরু করেন তোফাজ্জল।
ফজলুল হক মুসলিম হলের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, হলে স্পোর্টস টুর্নামেন্ট চলছে। বুধবার দুপুরে খেলার সময় ৬টি মোবাইল ও চারটি মানিব্যাগ চুরির ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সেই ক্ষোভ থেকেই তোফাজ্জলের এমন পরিণতি হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন তারা।
নাম অপ্রকাশিত রাখার শর্তে ফজুলল হক মুসলিম হলের এক আবাসিক শিক্ষার্থী বৃহস্পতিবার সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বুধবার একটি ব্যাগে ৬টি মোবাইল ও ৪টি মানিব্যাগ রাখা হয়েছিল। ব্যাগটি কমেন্ট্রি বক্সের পাশে রাখা হয়। সেখান থেকে কে বা কারা ব্যাগ চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় সন্ধ্যায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে হলের গেস্টরুমে তারা হট্টগোলের আওয়াজ পান।’
২০১৮-১৯ সেশনের এই শিক্ষার্থী আরও বলেন, ‘আমরা গেস্টরুমে গিয়ে দেখি একজনকে পেটানো হচ্ছে। দুপুরে চুরির ঘটনায় হলের সিসিটিভি ফুটেজ চেক করা হয়েছে। যাকে মারধর করা হচ্ছিল তার সঙ্গে চোরের চেহারার কোনো মিল ছিল না। তবুও তাকে কেন পিটিয়ে হত্যা করা হলো বিষয়টি আমাদের কারোই বোধগম্য নয়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। দোষী যেই হোক না কেন তার শাস্তি নিশ্চিত করতে হবে।’
এদিকে চোর সন্দেহে ভারসাম্যহীন তরুণকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা