EnterTen MEDIA

EnterTen MEDIA Everyone please Support me!

বুঝলে প্রিয়
03/04/2025

বুঝলে প্রিয়

03/03/2025

- Friend Request পাঠাতে হলে নিজের নামে পাঠাবেন! অবুঝ মন,ভা-ঙ্গা হৃদয়,উড়ন্ত কাকের ঝুলন্ত লেজ,বাদরের গলায় মুক্তার মালা!🙂
- এইসব কি!!😒

02/03/2025

পুরো এক জেনারেশন তাঁদের স্বামীর জন্য এক কাপ চা বানালো, আদা দিলো চিনি দিলো লারাও দিলো সামান্য,

কিন্তু,আসল উপকরণ চা-পাতা টাই দিলো না! 🙂

02/03/2025




এসিড নীল লিটমাসকে – লাল করে ।
ক্ষার লাল লিটমাসকে – নীল করে ।
স্টেইনলেস স্টিলে থাকে – ক্রোমিয়াম, নিকেল ও লোহা ।
ইস্পাতে কার্বনের পরিমান – ০.১৫ – ১.৫ % ।
রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে – পরমাণু ।
ইস্পাতে সুনিয়ন্ত্রিত – কার্বন থাকে ।
রাজঅম্ল হলো – নাইট্রিক এসিড (HNO3) ও হাইড্রোক্লোরিক এসিডের (HCl) এর ১ : ৩ অনুপাতের মিশ্রণ ।
ক্লোরোপিকরিন (CCl3NO2) বলে – কাঁদুন গ্যাস ।
পানি হলো – অক্সিজেন ও হাইড্রোজেন এর মিশ্রণ ।
পানিতে অক্সিজেন ও হাইড্রোজেন এর অনুপাত – ১ : ২ ।
কার্বন একটি – বহুরুপী মৌল ।
সাবান তৈরীর প্রধান উপাদান – চর্বি ।
সর্বোত্তম তড়িৎ বাহক – তামা (Cu) ।
ইউরিয়া সারের প্রধান কাঁচামাল – মিথেন গ্যাস, প্রাকৃতিক গ্যাস, নাইট্রোজেন ।
বাতাসে মিথেনের পরিমান – ০.০০০০২% ।
ওজোন (O3)এর রং – গাঢ় নীল ।
সাবানের রাসায়নিক নাম – সোডিয়াম স্টিয়ারেট ।
স্বর্ণ গলাতে সাহায্য করে – রাজঅম্ল ।
ওজোন স্তরের সর্বাপেক্ষা ক্ষতিকর গ্যাস – ক্লোরিন (Cl)।
ধাতু হিসাবে কিসের ব্যবহার সবচেয়ে বেশী – লোহার ।
বায়ু একটি – মিশ্র পদার্থ ।
কঠিন, তরল ও বায়বীয় এ তিন অবস্থায় থাকতে পারে – পানি ।
পেট্রোলবাহি ট্রাকের নিচে ধাতব পাত ঝুলিয়ে রাখা হয় – দূর্ঘটনা রোধের জন্য ।
কার্বোরটরে মিশানো হয় জ- বায়ু ও গ্যাসোলোনের বাস্প ।
রেফ্রিজারেটরে ব্যবহৃত হয় – আ্যমোনিয়া ও ফ্রেয়ন ।
উপধাতু যে সব মৌল কখনো কখনো ধাতুর মতো আবার কখনো কখনো অধাতুর মতো আচরন করে – সিলিকন ।
পানির স্ফুটনাংক – ১০০০ সেন্টিগ্রেড ।
পানিকে তড়িৎ বিশ্লেষণ করলে পাওয়া যায় – অক্সিজেন ও হাইড্রোজেন ।
সাধারন লবনকে তড়িৎ বিশ্লেষণ করলে পাওয়া যায় – ক্লোরিন ও সোডিয়াম ।
এসিডের Ph – ৭ এর কম ।
ক্ষারে Ph – ৭ এর বেশী ।
এসিডের স্বাদ – টক ।
ক্ষারের স্বাদ – তিক্ত ।
ড্রাইসেলের তড়িৎচালক বল – ১.৫ ভোল্ট ।
ধাতুর ক্ষয়রোধ করার জন্য – ইলেক্ট্রোপ্লেটিং করা হয় ।
নিউট্রন অনুপস্থিত – হাইড্রোজেনে ।
আ্যকোয়াম ১৫০ একটি – অত্যাধুনিক পানি বিশোধক যন্ত্র ।
ভিনেগার হলো – এ্যসিটিক এসিডের (৪-৮)% জলীয় দ্রবণ ।
প্রসাধনী ও সাবান তৈরীতে ব্যবহৃত হয় – গ্লিসারিণ ।
বাজারে প্রাপ্ত মদের নাম – ইথাইল এ্যালকোহল ।
স্যাকারিন প্রস্তুত হয় – টলুইন থেকে ।
চিটাগুড় তৈরী হয় – ইথানল থেকে ।
রাবার হলো – হাইড্রোকার্বনের পলিমার ।
ফরমিক এসিডের অম্লিয়গুণের পাশাপাশি – ক্ষারীয় গুণ বিদ্যমান ।
কৃ

26/02/2025

সৎ উর্পাজনে যেমন টাকা কম, তেমন সৎ পড়াশোনায় নাম্বার কম !🙂🤷‍♀️

24/02/2025

তুমি কোথায়...
সবাই আমাকে Single বলে খেপাচ্ছে.! 🙂

23/02/2025

এখন আর গান শুনতে ইউটিউবে যাওয়া লাগে না,মানুষের স্টোরিই যথেষ্ট।🙂

29/04/2024

Build the Person You Want to Be: The ORANGES toolkit 🙀🙀🙀

29/04/2024

Build the Person You Want to Be: The ORANGES toolkit 🙀🙀

Address

Rangpur City

Telephone

+8801886609796

Website

Alerts

Be the first to know and let us send you an email when EnterTen MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share