Ranga with creation

Ranga with creation মানুষ অনুকরণ প্রিয়, তাই মানুষকে এমন বিষয় গুলি দেখানো থেকে বিরত রাখুন যা ভালো নয়।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের একটি মহৎ উদ্যোগ।
07/09/2025

আস-সুন্নাহ ফাউন্ডেশনের একটি মহৎ উদ্যোগ।

শুভ বিকাল।
05/09/2025

শুভ বিকাল।

Natural beauty of Bangladesh.
24/08/2025

Natural beauty of Bangladesh.

12/08/2025
সিলেটের সাদা পাথর
12/08/2025

সিলেটের সাদা পাথর

12/08/2025

মাঝে মাঝে মনে হয়
মানুষ এমন কেন?
জানে যে....
সব ভোগ করতে পারবে না।
কিন্তু তবু্ও শুধু চাই, চাই
আরও চাই।
মানুষের পেট ভরে তো মন ভরে না,
মন ভরে তো চোখ ভরে না।

বিদায় বেলায় সব......
শুন্য।

21/07/2025

সম্প্রতি নতুন একটা অনলাইন ফাঁদ শুরু হয়েছে। যার ফলে একটা ছোট ভুলেই আপনার অনেককিছু চলে যেতে পারে। এই অনেককিছুর মধ্যে রয়েছে আপনার সম্মান, অর্থ, আপনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য। চলুন দেখে নেই কীভাবে করে এই কাজ।

সুন্দরী কোন মেয়ের আইডি থেকে আপনাকে মেসেজ দিবে। আপনি সরল মনে সেখানে রিপ্লাই দিলেন। আপনাকে প্রথমেই বলবে "Please Send Me Your WhatsApp Number" আপনি ব্যবসায়ী কিংবা সামান্য পরিচিত ব্যক্তিত্ব হলেও এই স্বাভাবিক রিপ্লাই দিতেই পারেন। এই দেয়াটাই তার প্রাথমিক স্টেপে জয়ী হয়ে গেলো। এবার সে আপনাকে মেসেজ দিবে হোয়াটসএপে। সেখানে সে আপনাকে কয়েক প্রকারের আলাপ দিবে। প্রথমে আপনার প্রফেশন, আপনার অবস্থান, আপনার কিছু প্রথমিক তথ্য নিবে। মানে সে বুঝতে চাইবে আপনি আর্থিকভাবে ক্যাপাবল কিনা। যখন সে বুঝবে আপনি ক্যাপাবল তখন সে যাবে ৩য় ধাপে।

এই ধাপে এসে সে আপনাকে বেশ কিছু ছবি শেয়ার করবে। আপনিও একটু ভাল লাগলে সেখানে লাইক দিবেন। কিছু জিজ্ঞেসা করবেন। সে আপনাকে ভিডিও কলে নিবে। সবকিছুই খুলে দেখাবে আপনাকে। আপনি ফেঁসে গেলেন তার চরকিতে... কিন্তু।

যারা ২য় ধাপে তার সাথে তাল মিলায়নি তাদেরকে তিনি অফার দিবেন চাকরির জন্য। তাকে অফার দিবে ভালো আয়েস মশলাতে। সেখানে তাকে লিংক দিবেন। সেই লিংকে আপনি ক্লিক দিলেই আপনি চলে গেলেন তার গর্তে। এবার শর্ত মানার পালা... কিন্তু,

যারা প্রথমেই তাকে হোয়াটসেপ নাম্বার দেয়নি তাদেরকে কি করবেন? তাদের জন্য রয়েছে নতুন ব্যবস্থা। তাদেরকে সেই মেসেঞ্জারেই অফার করবে কলে আসতে। সেখানে না আসলে তাকে অফার দিবে এমন কিছুর যা আপনি বুঝবেনই না। মজার বিষয় সে আপনাকে তার কৌশলের কাছে ধরতে চাইবেই।

তবে এইসব সিস্টেম পুরোনো হয়েছে। এখানের আয় দিয়ে এখন পোষায়না। তাই সম্প্রতি তারা নতুন পদ্ধতি শুরু করেছে। তারা আগে আপনার সাথে ভিডিও কল করে ভিডিও দিয়ে ব্লাক মেইল করতো। এখন তারা আপনার পুরো হোয়াটসএপের এক্সেস নিয়ে যায়।

আপনাকে প্রথমে হোয়াটসএপ নাম্বার দিতে বলবে। আপনি দিয়ে দিলে তারা অনলাইনে WhatsApp Web ব্যবহার করে আপনাকে বলবে "আপনার কাছে একটা লিংক গেছে সেখানে Ok দিন। আপনি দিয়ে দিলে এবার ২য় ধাপে একটা পিন চেয়ে নিবে। আপনি তাও দিয়ে দিলে আপনার মোবাইলের পুরো এক্সেস চলে যাবে তার হাতে।

সে এবার আপনার ফেইসবুকের পাস চেঞ্জ করে নিবে। সে এবার আপনার মেইলের পাস চেঞ্জ করবে। আপনার ছবি থেকে শুরু করে আপনার সকল তথ্য চলে যাবে তার কাছে। কেননা আপনার জিমেইল থেকে শুরু করে সবকিছুর অধিপত্য নিয়ে যাবে। সব পালটিয়ে আপনার হোয়াটসএপ দিয়ে টাকা চাইবে এবং না পেলে আপনাকে ব্লাক মেইল করা শুরু করবে।

আপনি একটি ছোট্ট ভুলে জীবন হয়ে উঠবে বিষাদময়। শুধু না জানার কারনে, ছোট্ট ভুলে আপনার টাকা, সম্মান সহ অনেক তথ্যই চলে যাবে তাদের কাছে। কেননা এখন ফেবুর আইডিতে প্রায় সবারই হোয়াটএপ এড রয়েছে, এখানে নাম্বার বেকাপ থাকে, এখানে আপনার কার্ড সহ অনেক তথ্যের ব্যাকাপ থাকে। তাই সুন্দরী মেয়ের আইডি দেখামত্রই তথ্য দেয়া ও ভিডিও কলে যাওয়া থেকে বিরত থাকুন।

একটা বিষয় খেয়াল করবেন। এই আইডি বেশীরভাগ নারীদের ছবি ব্যবহৃত। এই নারীদের ছবিও বেশ সুন্দর। অধিকাংশ হিন্দু/সনাতন ধর্মীয় নাম। অধিকাংশের লোকেশন ভা/র/ত। তাদের আইডিতে কোন মেজর কিছুই নাই। খালি কয়েকটা খোলামেলা ছবি আর ভিডিও ছাড়া।

খুব খেয়াল না হইলে দেখাবে রান, নিয়ে যাবে সম্মানের সব ধান... এই ধরনের হ্যাকিং ফেইসবুক, হোয়াটসেপ ও ইমুতেও হতে পারে। তাই আসুন সচেতন হই, নিজে জানি ও অন্যকে জানিয়ে দেই। উঠতি বয়সের তরুনেরা এই ফাঁদে বেশী আটকাচ্ছে আজকাল।

আসুন সচেতন হই অনলাইনে।

Address

Rangpur City

Telephone

+8801723314477

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ranga with creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ranga with creation:

Share