Farhan vai 28

Farhan vai 28 আল্লাহ রহমত যার কাছে আছে সে সফল হবেই।
নিরাশ হবেন না ধৈর্য ধরুন। আল্লাহ আকবার

বাংলাদেশের ভাইরাল বুড়ী সেলিব্রিটি 🐸😂
26/07/2025

বাংলাদেশের ভাইরাল বুড়ী সেলিব্রিটি 🐸😂

কার জনপ্রিয়তা বেশি👇👇👇
26/07/2025

কার জনপ্রিয়তা বেশি👇👇👇

🖤🥀🍁💖💖💖🇧🇩🇧🇩🇧🇩💖💖💖🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 #ফটোগ্রাফি এর ইতিহাস 💕🥰✍️🤲🕋🕋দুটি গুরুত্বপূর্ণ নীতি আবিষ্কারের মাধ্যমে শুরু হয়েছিল: প্রথমটি হল ক...
21/07/2025

🖤🥀🍁💖💖💖🇧🇩🇧🇩🇧🇩💖💖💖🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
#ফটোগ্রাফি এর ইতিহাস 💕🥰✍️🤲🕋🕋
দুটি গুরুত্বপূর্ণ নীতি আবিষ্কারের মাধ্যমে শুরু হয়েছিল: প্রথমটি হল ক্যামেরা অস্পষ্ট ইমেজ প্রজেকশন, দ্বিতীয়টি হল আবিষ্কার যে কিছু পদার্থ আলোর এক্সপোজার দ্বারা দৃশ্যমানভাবে পরিবর্তিত হয়[২]। 18 তম শতাব্দীর আগে হালকা সংবেদনশীল উপকরণ দিয়ে ছবি তোলার কোন প্রচেষ্টা নির্দেশ করে এমন কোন শিল্পকর্ম বা বর্ণনা নেই।
লে গ্রাস ১৮২৬ বা ১৮২৭ এ জানালা থেকে দেখা দৃশ্য, মনে করা হয় যে এটি সবচেয়ে আগে বেঁচে থাকা ক্যামেরার ছবি। [১] আসল (বামে) এবং রঙিন পুনর্নবীকরণ (ডান)।
১৭১৭ সালের দিকে, জোহান হেইনরিচ শুলজ একটি বোতলের উপর কাটা-আউট অক্ষরগুলির ছবি তুলতে হালকা সংবেদনশীল স্লারি ব্যবহার করেছিলেন। তবে এই ফলাফলগুলো স্থায়ী করার চেষ্টা করেননি তিনি। 1800 এর কাছাকাছি, থমাস ওয়েডগউড প্রথম নির্ভরযোগ্যভাবে নথিভুক্ত করেছেন, যদিও স্থায়ী রূপে ক্যামেরার ছবি তোলার ব্যর্থ প্রচেষ্টা ছিল। তার পরীক্ষা-নিরীক্ষা বিস্তারিত আলোকচিত্র তৈরি করেছিল, কিন্তু ওয়েডগউড এবং তার সহযোগী হামফ্রি ডেভি এই ছবিগুলিকে ঠিক করার কোন উপায় খুঁজে পাননি।
1826 সালে, Nicephore Niépce প্রথম একটি ছবি ঠিক করতে সক্ষম হয়েছিল যা একটি ক্যামেরা দিয়ে ধরা হয়েছিল, কিন্তু কমপক্ষে আট ঘন্টা বা এমনকি কয়েক দিন ক্যামেরার এক্সপোজার প্রয়োজন ছিল এবং প্রাথমিক ফলাফলগুলি খুব অপরিশোধিত ছিল। নিপেসের সহযোগী লুই ড্যাগেরেরে ড্যাগেররিওটাইপ প্রক্রিয়া বিকশিত করতে শুরু করেছেন, প্রথম প্রকাশ্যে ঘোষিত এবং বাণিজ্যিকভাবে কার্যকর ফটোগ্রাফিক প্রক্রিয়া। ড্যাগেররিওটাইপের ক্যামেরায় শুধুমাত্র কয়েক মিনিট এক্সপোজার প্রয়োজন, এবং পরিষ্কার, সূক্ষ্মভাবে বিস্তারিত ফলাফল তৈরি। ২ আগস্ট, ১৮৩৯ তারিখে ড্যাগেরে প্যারিসে চেম্বার অফ পিয়ারস-এ প্রক্রিয়াটির বিবরণ প্রদর্শন করেন। ১৯ আগস্ট ইনস্টিটিউট প্যালেস এ অ্যাকাডেমি অফ সায়েন্স এবং অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এর একটি সভায় কারিগরি বিবরণ প্রকাশ করা হয়। (জনসাধারণকে আবিষ্কারের অধিকার প্রদানের জন্য, ড্যাগেররে এবং নিপেসেকে জীবনের জন্য উদার বার্ষিকী প্রদান করা হয়। )[3][4][5] যখন মেটাল ভিত্তিক ড্যাগেররিওটাইপ প্রক্রিয়া জনসাধারণের কাছে আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হয়েছিল, তখন কাগজ-ভিত্তিক ক্যালোটাইপ নেতিবাচক এবং লবণ প্রাই এর প্রতিযোগী পদ্ধতি
আলহ #ফটোগ্রাফি এর ইতিহাস 💕🥰✍️🤲🕋🕋
দুটি গুরুত্বপূর্ণ নীতি আবিষ্কার

উত্তরায় বিমান বি*ধ্ব*স্তে ক্রিটিকাল অবস্থায় পাইলট লেফটেন্যান্ট তৌকির৷ আল্লাহ উনাকে নেক হায়াত দিক :'(
21/07/2025

উত্তরায় বিমান বি*ধ্ব*স্তে ক্রিটিকাল অবস্থায় পাইলট লেফটেন্যান্ট তৌকির৷ আল্লাহ উনাকে নেক হায়াত দিক :'(

এই ছোট বাচ্চার অবস্থা ভালো না৷ তাকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। কোন...
21/07/2025

এই ছোট বাচ্চার অবস্থা ভালো না৷ তাকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। কোন অভিভাবক পাওয়া যায়নি। যদি কেউ চিনে থাকেন তাহলে কমেন্টে দেয়া নাম্বারে যোগাযোগ করুন৷

১৫০ টাকার ক্যাপ শাকিব ভক্তদের কাছে যেভাবে হয়ে গেলো ৪১৪০০ টাকা 🥱🤣
20/07/2025

১৫০ টাকার ক্যাপ শাকিব ভক্তদের কাছে যেভাবে হয়ে গেলো ৪১৪০০ টাকা 🥱🤣

❤️🥀
20/07/2025

❤️🥀

20/07/2025

মিডিয়াগুলো হয়তো এবার কিছুটা হলে ও বুঝতে পেরেছে ‘জেন জি’ কী জিনিস।

উচ্চ আদালতকে নিয়ে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের বিরুদ্ধে দায়ের করা আদালত অবমানন...
20/07/2025

উচ্চ আদালতকে নিয়ে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেছেন হাইকোর্ট। এই রায়ের ফলে সারজিস আলমের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া একটি নতুন মোড় নিয়েছে। রিটকারী আইনজীবী মো. জসিম উদ্দিন জানিয়েছেন, আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি হাতে পেলে পর্যবেক্ষণের বিস্তারিত বিষয় জানা যাবে।

ঘটনার সূত্রপাত হয় গত ২২ মে। ওইদিন হাইকোর্ট ইশরাক হোসেনকে ঢাকার মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে আদেশ দেন। এই আদেশের পর পরই এনসিপি নেতা সারজিস আলম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, "মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কী?"

এই বিতর্কিত ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সারজিস আলমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়। তাকে একটি আইনি নোটিশ পাঠানো হয় এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়। একইসঙ্গে, নোটিশ পাওয়ার দুই ঘণ্টার মধ্যে সংবাদ সম্মেলন ডেকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল সারজিস আলমকে।

তবে, নোটিশ পাওয়ার পরও সারজিস আলম প্রকাশ্যে ক্ষমা না চাওয়ায় আইনজীবী মো. জসিম উদ্দিন তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনতে আবেদন করেন। এরপর গত ২৮ মে, হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার রিট দায়ের করা হয়। দীর্ঘ শুনানির পর আজ সেই রিট আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করার আদেশ দিলেন হাইকোর্ট। এই আদেশের পূর্ণাঙ্গ বিবরণ জানতে আদেশের অনুলিপির জন্য অপেক্ষা করতে হবে।

আজ রোববার ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৫’ অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এসময় উপস্থিত কর্মকর্ত...
20/07/2025

আজ রোববার ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৫’ অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এসময় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি।

এইডা কোন কথা😅😅কারাভোগ করে জামিন পাওয়ার পর আবারও আলোচনায় এলেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল।
20/07/2025

এইডা কোন কথা😅😅
কারাভোগ করে জামিন পাওয়ার পর আবারও আলোচনায় এলেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল।

স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে পারবে, এটা আমার মতে ভালো খবর, তবে সকল দর্শকদের প্রতি অনুরোধ রইলো, আপনারা খাবার খাওয়ার পর সেই...
20/07/2025

স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে পারবে, এটা আমার মতে ভালো খবর, তবে সকল দর্শকদের প্রতি অনুরোধ রইলো, আপনারা খাবার খাওয়ার পর সেই খাবারের প্যাকেট যেখানে সেখানে ফেলে পরিবেশ নোং'রা করবেন না। আপনার খাবার যেমন আপনি নিজ দায়িত্বে নিয়ে যাবেন তেমনি আপনার উচিৎ খাবার খাওয়ার পর পরিবেশ নোং'রা না করে আপনার উচ্ছিষ্ট খাবার এবং খাবারের প্যাকেট নির্দিষ্ট ময়লা ফেলার স্থানে ফেলা।।
ম্যাচ উপভোগ করুন এবং সেইসাথে পরিবেশ রক্ষা করুন।
❤️🇧🇩

Address

Rangpur City

Telephone

+8801770956624

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farhan vai 28 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Farhan vai 28:

Share

Category