16/07/2025
রাত টা গভীর, প্রায় ২ টার কাছাকাছি।
বেশিরভাগ মানুষ ঘুমিয়ে গেছে। যারা জেগে আছে তাদের মাঝে কিছু মানুষ কাজের কারণে, কিছু মানুষ অকারণেই জেগে আছে।
এসবের মাঝে এক দল আছে যারা ঘুমোতে চাচ্ছে ঠিকই, চেষ্টাও করে যাচ্ছে কিন্তু ঘুম আসছে না। তাদের মত দূর্ভাগা আর অসহায় মানুষ এই মুহূর্তে কেউ না।🖤