30/10/2025
ফার্স্ট ইয়ার ফাইনালে ফেল করে বসল এক ছাত্র। কিন্তু ফেল করলে তো চলবে না, যেভাবেই হোক পাশ করতে হবে, ছাত্রটি মনে মনে ফন্দি আঁটে।
সে সরাসরি প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে বলে, "স্যার, আমি আপনাকে তিনটি প্রশ্ন করব। আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন, আমি আমার রেজাল্ট মেনে নেব। আর যদি উত্তর ভুল হয়, তাহলে আমাকে পাশ করিয়ে দিতে হবে।"
প্রিন্সিপাল স্যার মনে মনে হাসেন। ফেল করা একটি ছেলে তাকে কি এমন প্রশ্ন করবে যার জবাব তার মতো অভিজ্ঞ শিক্ষক দিতে পারবে না! অতএব, তিনি রাজি হয়ে গেলেন।
ছাত্রটি একটা ফিচলে হাসি দিয়ে বলে, "স্যার, বলুন তো, কোনটা লিগ্যাল, কিন্তু লজিকাল না? কোনটা লজিক্যাল, কিন্তু লিগ্যাল না? আর কোনটা লিগ্যাল বা লজিক্যাল কোনোটাই না?"
প্রিন্সিপাল স্যার এবার বেকায়দায় পড়লেন। ভেবে ভেবে চুল ছিঁড়ে ফেলার অবস্থা, কিন্তু সঠিক উত্তর কিছুতেই মাথায় আসছে না। শেষে ছাত্রের শর্ত মেনে নিয়ে তাকে পাশ করিয়ে দিলেন।
পরদিন ক্লাসে গিয়ে তিনি ভাবলেন, গতকালের প্রশ্নটিই তিনি আজ ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞাসা করবেন। প্রশ্ন করতেই তিনি অবাক, প্রায় সবাই হাত তুলেছে!
তিনি তখন সামনের বেঞ্চে বসা একজন ছাত্রকে বললেন, "বল দেখি!"
ছাত্রটি মুচকি হেসে বলল, "স্যার, আপনার বয়স ৫৮, আর আপনার স্ত্রীর ১৮। এটা লিগ্যাল, কিন্তু লজিক্যাল নয়!"
স্যার তখন ছাত্রটিকে তাড়াতাড়ি থামিয়ে দিয়ে বললেন, "আরে বস বস হারামজাদা, আর বলতে হবে না।"
আরেকজন ছাত্র মাঝের সারি থেকে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, "স্যার, আপনার স্ত্রীর সাথে তার সমবয়সী একটি ছেলের অ্যাফেয়ার চলছে! এটা লজিক্যাল, কিন্তু লিগ্যাল না।"
স্যারের তো বিষম খাওয়ার অবস্থা। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না।
ঠিক তখন লাস্ট বেঞ্চের একজন ছাত্র বলে উঠল, "স্যার, আপনার স্ত্রীর বয়ফ্রেন্ড ফাইনাল পরীক্ষায় ফেল করা সত্ত্বেও আপনি তাকে পাশ করিয়ে দিয়েছেন! এটা না লজিক্যাল, না লিগ্যাল।"
স্যার মাথা ঘুরে ধপাস করে পড়ে গেলেন।