দিকবেদিকান্তের রুমাল

দিকবেদিকান্তের রুমাল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দিকবেদিকান্তের রুমাল, Digital creator, Rangpur Division.
(21)

03/05/2025

আমারে হারাইয়া তুমি যারে পাইলা,
সেও কি কাউরে হারাইয়া তোমারে পাইছে.?
তোমারে যে পাইছে সে কি তোমারে না পাওয়ার যন্ত্রণা বুঝবো.?
যদি বুঝে তাইলে হয়তো তার আমার মতো আফসোস করন লাগবো না।
আফসোস করন লাগবো না চাঁদনী রাইতে চাঁদ দেইখা,
বর্ষা কালে বৃষ্টি দেইখা।
তোমারে না পাইয়া আমি যে বিলাপ করে কান্দি -
সে যদি তা দেখতে পাইতো তাইলে কোনো দিনও সে তোমারে কান্দাইতো না।
এতো কিছুর বাদে তোমারে যে পাইছে,
সে তোমারে না আমার দুনিয়া পাইছে।
-ফাহমিদ হাসান

02/05/2025

আমি যদি আর কোনোদিন না পারি , শুধু এটুকু জানবে আমি চেষ্টা করেছিলাম । সবসময়, সবভাবে, সর্বোচ্চটা । শুধু আমার উপর উপর করো মায়া নেয় এইজন্য পারি নাই।আমি একা পারি না । আমি বিশ্রী রকমের একজন দুর্বল মানুষ । আমি সমস্যা । সবখানে সবার কাছে ।

02/05/2025

কিছু মানুষ থাকে গোছানো হতে গেলে আরো এলোমেলো হয়ে যায়, "আমি সেই"। এখন আর নিজেকে গোছাতে ইচ্ছে করে না। এলোমেলো জীবনটাকেই উপভোগ করি আমি।

02/05/2025

"আমি থাকবো না।
এই পৃথিবী পৃথিবীর মতই থাকবে।
বর্ষা আসবে, জোছনা হবে।
কিন্তু সেই বর্ষা দেখার জন্য আমি থাকবো না,
জোছনা দেখার জন্য আমি থাকবো না।
এই জিনিসটা আমি নিতে পারি না" 🥺💝
- হুমায়ূন আহমেদ।

01/05/2025

পৃথিবীর সব প্রাপ্তিই আপেক্ষিক,সব সম্পর্কই মিথ্যা, হারিয়ে যাওয়ায় চিরন্তন সত্য 🌼💔

30/04/2025

জীবন টা কেমন ছন্নছাড়া হয়ে গেছে। একটা ধাক্কা সামলে উঠতে না উঠতেই আরেকটা ধাক্কায় হুমড়ি খেয়ে পড়ি। এতটা ক্লান্ত হয়ে যাই যে আর উঠে দাঁড়ানোর শক্তি পাইনা।

চারিপাশে তাকিয়ে দেখি গাঢ় অন্ধকার। কেউ হাত ধরে টেনে ওঠাবে এমন কাছের কোনো মানুষ নেই। যাদের কে কাছের ভাবি তারা আমার ঢলে পড়ে যাওয়ার দৃশ্য দেখে দূর থেকে মুচকি হাসে।

Book - শেষ অধ্যায়

25/04/2025

আমার কেউ নেই, কেউ ছিলো না, আামার জন্য কেউ থাকেনি
কেউ শোনেনি আমার বিষাদের গল্প কেউ বুঝেনি আমার নিরবতা।
এত এত মানুষের ভিড়েও কেউ হলো না আমার, কেউ শুনলো না
আমার বলতে চাওয়া কথার আর্তনাদ কিংবা আর্তচিৎকার।

আমি হচ্ছি আকাশের অনেক তাঁরার মাঝে খসে পড়া নক্ষত্র কিংবা অবেলায় ঝরে যাওয়া ঝরা পাতা। 🖤

19/04/2025

প্রিয় বৃষ্টি,

আজ লিখলাম তোমাকে নিয়ে।
আমার জরাজীর্ণ জীবনে তোমার এই জলের ঝাপটা আমার কাছে লাগে কোনো এক উন্মাদ পাগলের মতো। তুমি আসার আগ মুহুর্তে প্রকৃতি এমন ভাবে সাজে যেনো মনে হয় সুন্দর যেন এ-ই, আর কিছু সুন্দরের অবশিষ্ট নেই।

বৃষ্টি জানো তুমি,
তুমি বারবার এসে আমাকে মনে করাও আমার দূরে থাকা মানুষদের অস্তিত্বের কথা। তুমি বারবার এসে এমন সময় তৈরী করো যেই সময়ে আমার অনেক মানুষের ভীড়ে ভীষণ একা-একা লাগে, এই সময়কে আমি কি নাম দেবো, কোনো অবস্থা নাকি একাকিত্ব?

অথচ, তুমি বারবার এমন করলেও আমি আকাশের দিকে তাকাই, জানালা খুলে রাখি, চুলগুলো হয়ে থাকে এলোমেলো উষ্কখুষ্ক। আর রবকে বলি যেন বৃষ্টি আসে। আর গড়ে তোলে আমাদের নিজেদের কিছু সময়।

আচ্ছা, এই বৃষ্টি আর হুটহাট মন খারাপের মতো আমাদের ছেড়ে চলে যাওয়া মানুষগুলো আবার ফিরে আসতে পারে না। ফিরে আসতে পারে না কিছু অযুহাত দিয়ে। এমন কিছু অযুহাত যেমন, " আমার তো তোমাকে কথা দেওয়া ছিলো আমরা একসাথে থাকবো। "
এরকমটা কি হতে পারে না কখনো? লোকে যেমন বলে কাকতালীয়, তেমন করেই নাহয় হোক।

আজ এখানেই ইতি টানলাম এই ক্ষুদ্র চিঠির।
তবে তুমি আবার এসো প্রিয় বৃষ্টি।

ইতি,
বিভাবরী

আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহবান জানিয়েছে আমাদের মজলুম গা"জাবাসী ভাইবোনেরা। গণহ"ত্যা বন্ধ করার দাবিতে বিশ্বের সকল...
06/04/2025

আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহবান জানিয়েছে আমাদের মজলুম গা"জাবাসী ভাইবোনেরা। গণহ"ত্যা বন্ধ করার দাবিতে বিশ্বের সকল দেশে একযোগে স্কুল,কলেজ,ভার্সিটি, অফিস,আদালত সব বন্ধ রাখার আহবান জানিয়েছে তারা।

তাদের ডাকে সাড়া দিয়ে আগামীকাল ৭ এপ্রিল সারাদিন বাংলাদেশেও জেনারেল স্ট্রাইক পালনের আমরা ঘোষণা দেই নিজ নিজ অবস্থান থেকে। আগামীকাল আপনারা সকল শিক্ষাপ্রতিষ্ঠান, কল-কারখানা, অফিস-আদালত বন্ধ রাখুন৷ ক্লাস-পরীক্ষা, প্রাইভেট টিউশনি বর্জন করুন। চলুন বৈশ্বিকভাবে একযোগে দাবি জানাই, Free Free Pale"stine... ✊




অপেক্ষা— এক অদ্ভুত অনুভূতি,যেখানে সময় থমকে থাকে,শ্বাসগুলো ভারী হয়ে ওঠে,আর হৃদয়ের প্রতিটি স্পন্দনএকটি নামেই বন্দী থাকে......
29/03/2025

অপেক্ষা— এক অদ্ভুত অনুভূতি,
যেখানে সময় থমকে থাকে,
শ্বাসগুলো ভারী হয়ে ওঠে,
আর হৃদয়ের প্রতিটি স্পন্দন
একটি নামেই বন্দী থাকে...

ফেরা-না ফেরা, সবই তোমার ইচ্ছে...
আমি কেবল দাঁড়িয়ে আছি,
নিরব সাক্ষী হয়ে—
কখনো রাতের একাকিত্বে,
কখনো ভোরের প্রথম আলোয়,
তোমার ছায়াটুকুর প্রতীক্ষায়।

মানুষ অপেক্ষা করে, আমিও করলাম,
না হয় সময়ের ভ্রান্তিই ভুলে গেলাম!
তবুও এই মন বুঝলো না,
তবুও হৃদয় বেঁধে রাখলো আশা—
শুধু এই বিশ্বাসে,
তুমি আসবে বলে...

~নৈঃশব্দ্য হিথক্লিফ

ফটো : জাহিদ ভাই

জীবনে তো অনেক কিছুই করলাম। অনেক কিছুই পাইলাম..... আবার অনেক কিছু পেয়েও হারালাম। একটু দুঃখও পেলাম, না না তার থেকেও কম একট...
28/03/2025

জীবনে তো অনেক কিছুই করলাম। অনেক কিছুই পাইলাম..... আবার অনেক কিছু পেয়েও হারালাম। একটু দুঃখও পেলাম, না না তার থেকেও কম একটু দুঃখ পেলাম।

তবে জানো কি, পেয়েও হারানো যেমনটা দুঃখের, তার থেকেও দুঃখের হারিয়ে হারানোটা। তবে কি পাওয়া যাবে একটু সুখ, না এত টুকুও না তার থেকেও কম একটু সুখ।.. একটু সুখ। যত টুকু কেউ পেয়েও চায় না।

নাকি আমরা শুধু হারানোর হিসাব রাখতেই শিখেছি,দুঃখ কষ্টের হিসাবে কষতেই শিখেছি অথচ যা এখনো আছে, তার মূল্য কি বুঝতে শিখিনি?একটুও শিখিনি...?

~মোতাল্লিব

ফটো : জাহিদ ভাই

Address

Rangpur Division

Website

Alerts

Be the first to know and let us send you an email when দিকবেদিকান্তের রুমাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share