জীবন - Jibon

জীবন - Jibon 💝💝

07/03/2025

অল্প হাসুক আজ, কিন্তু শীঘ্রই তাদের কৃতকর্মের ভারে অশ্রু ঝরবে। (সূরা তওবা ৮২)

-দুনিয়ায় আমাদের চাইতে অনেক ক্ষমতাধর রাষ্ট্র আছে। কিন্তু আমরা যা করতে পারি আর কেউ করতে পারে না.... 🤲🇧🇩-
24/08/2024

-
দুনিয়ায় আমাদের চাইতে অনেক ক্ষমতাধর রাষ্ট্র আছে। কিন্তু আমরা যা করতে পারি আর কেউ করতে পারে না.... 🤲🇧🇩
-

-হে আল্লাহ আপনি আজকের এই জুম্মার উছিলায় বন্যার্থদের রক্ষা করুন..... 🤲🤲-
23/08/2024

-
হে আল্লাহ আপনি আজকের এই জুম্মার উছিলায় বন্যার্থদের রক্ষা করুন..... 🤲🤲
-

25/06/2023

কুরবানি নিয়ে কিছু কথা...
সবাই মেনে চলবেন...

24/02/2023

গরীবের গায়ে হাত তোলা সহজ তাই না.??😶
মানুষ কত টা অসহায়.!😶

10/02/2023

পুরাতন একটি বিজ্ঞাপন। ভাষার মাসের বিজ্ঞাপন.... ✌️✌️

05/10/2022

Happy Birthday CAPTAIN..
Mashrafe Bin Mortaza

অভিনন্দন বাংলাদেশ নারী ফুটবল দল।সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে, নেপালের বিপক্ষে ৩-১ গোলের দুর্দান্ত জয়ে দক্ষিণ এশিয়ার ...
19/09/2022

অভিনন্দন বাংলাদেশ নারী ফুটবল দল।

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে, নেপালের বিপক্ষে ৩-১ গোলের দুর্দান্ত জয়ে দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করলো বাংলাদেশ নারী ফুটবল দল।

জয় হোক অদম্য নারী শক্তির, জয় হোক লাল-সবুজের।

02/07/2022

হাসান সাহেবের কথাগুলো 🖤

I've just reached 5.5K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. ...
28/06/2022

I've just reached 5.5K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

ইতিহাসের এই অধ্যায় টি আমাদের অনেকেরই অজানা ...!!!ট্রেনে করে নিরাপদে ভারতে পৌঁছে দেয়ার আশ্বাস দিয়ে ৪৩৭ জন নিরীহ মানুষকে...
13/06/2022

ইতিহাসের এই অধ্যায় টি আমাদের অনেকেরই অজানা ...!!!

ট্রেনে করে নিরাপদে ভারতে পৌঁছে দেয়ার আশ্বাস দিয়ে ৪৩৭ জন নিরীহ মানুষকে কচুকাটা করা হয়েছিলো আজকের দিনে। যেদিন ছবির এই কালভার্ট আর রেললাইন পরিণত হয়েছিলো লাশের মহাসমুদ্রে।
কুখ্যাত অপারেশন খরচাখাতা এক ভয়ংকর অধ্যায়।
নীলফামারী জেলার সৈয়দপুর শহরে বাস করতেন বিপুল সংখ্যক মাড়োয়ারি। ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আসা হিন্দু সম্প্রদায়ের লোক, যাঁরা ১৯৪৭ সালে দেশবিভাগের বহু আগেই ব্যবসায়িক উদ্দেশ্যে বাণিজ্যিক শহর সৈয়দপুরে এসে এই শহরে থেকে যান। এরা স্থানীয় হয়ে যান সৈয়দপুরেই।
মুক্তিযুদ্ধ শুরুর তিনদিন আগে ২৩ মার্চ রাত থেকে সৈয়দপুরে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসর সৈয়দপুরের বিহারিরা বাঙালি নিধন শুরু করে। মহল্লায়-মহল্লায় ঢুকে নেতৃস্থানীয় বাঙালিদের নির্বিচারে হত্যা করা হয়। এ অবস্থায় আতঙ্কে দিন কাটাচ্ছিল শহরের মাড়োয়ারিপট্টির বাসিন্দাদের। ২৪ মার্চ থেকে সৈয়দপুর শহরের বাঙালি পরিবারগুলো পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে।
সৈয়দপুরের বিশিষ্টজনদের সঙ্গে স্থানীয় মাড়োয়ারি সম্প্রদায়ের শীর্ষব্যক্তিত্ব তুলসীরাম আগরওয়ালা, যমুনাপ্রসাদ কেডিয়া, রামেশ্বর লাল আগরওয়ালাকে ১২ এপ্রিল রংপুর সেনানিবাসের অদূরে নিসবেতগঞ্জ বধ্যভূমিতে নিয়ে হত্যা করে পাকিস্তানি বাহিনী। মাড়োয়ারিপট্টিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বিহারিরা মাড়োয়ারিদের বাসায় বাসায় চালায় লুটতরাজ।
এর মধ্যে চলে এলো জুন মাস। জুন মাসের ৫ তারিখে হঠাৎই পাকিস্তানি বাহিনী মাইকে ঘোষণা শুরু করে। ঘোষণায় বলা হয়, "যাঁরা হিন্দু মাড়োয়ারি তাঁদের নিরাপদ স্থান ভারতে পৌঁছে দেওয়া হবে। একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ট্রেনটি ১৩ জুন মাড়োয়ারিদের বর্ডার অব্দি পৌঁছে দিবে।"
তখনো কেউই অনুমান করতে পারেনি কি হবে সামনে, কি ভয়ংকর অধ্যায় আসছে তাঁদের সামনে।
৫দিন ঘোষণা চলে আর এদিকে নিরীহ মাড়োয়ারীরা বুক বেঁধেছে আশায়। আগের রাত থেকেই সাড়ে চারশর বেশি মাড়োয়ারি অপেক্ষমান সৈয়দপুর রেলওয়ে স্টেশনে। ট্রেনে যদি জায়গা না পাওয়া যায় সেই আশঙ্কায় আগেই হাজির হয়ে গিয়েছিলেন মাড়োয়ারিরা। ভোর পাঁচটার দিকে ট্রেন আসতেই ট্রেনের চারটি বগিতে গাদাগাদি, হুড়োহুড়ি করে উঠে পড়েন মাড়োয়ারিরা। বাক্স পেটারা আর মানুষে পূর্ণ তখন ট্রেন। অপেক্ষা কখন ট্রেন ছাড়বে। ট্রেন ছাড়ার আর কতো দেরি। অপেক্ষার তর সইছেনা তাদের। মনে একদিকে উত্তেজনা, অন্যদিকে ভয় কাটিয়ে প্রাণভরে নিঃশ্বাস নেয়ার অপেক্ষা।
অবশেষে নির্ধারিত সকাল ১০টায় ট্রেনটি ছাড়ে। ট্রেন ছাড়ার পর সব জানালা-দরজা বন্ধ করে দেওয়া হচ্ছিলো। ট্রেনটি ধীরগতিতে দুই মাইলের মতো পথ অতিক্রম করার পর শহরের গোলাহাটের কাছে এসে থেমে যায়। সবাই আশ্চর্য হয়ে ভাবছে কী হলো, ট্রেন থেমে গেল কেন? কোনো সমস্যা হয়েছে নাকি! ভয় ও শঙ্কা দেখা দিলো তাদের চোখেমুখে।
অন্যদিকে বিহারী ও রাজাকার ইজাহার আহমেদ, বিহারী নেতা কাইয়ুম খান ও বিপুলসংখ্যক বিহারী ও পাকিস্তান সেনাবাহিনী সৈন্য উপস্থিত তখন গোলাহাটে সেই ট্রেনটিরই অপেক্ষায়। ট্রেন থামতেই প্রতিটি বগির দরজা খুলে ভেতরে রামদা হাতে কয়েকজন বিহারি প্রবেশ করে, বাইরে তখন ভারী আগ্নেয়াস্ত্র হাতে পাকিস্তান সেনাবাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে। যেন একজন মাড়োয়ারিও পালাতে না পারে। শুরু হয় রামদা দিয়ে কোপানো। মুহূর্তের মধ্যেই বীভৎস আর পৈশাচিক উৎসবে মেতে ওঠে বিহারীরা। কোনো কোনো লাশকে কয়েক টুকরো করে রেললাইনের চারপাশে ছুড়ে ফেলা হয়। নৃশংসভাবে হত্যা করা হয় শিশুদের।
মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই শহীদ হন ৪৪৮ জন। ওই হত্যাযজ্ঞ থেকে কোনোরকমে আশ্চর্যজনকভাবে সেদিন প্রাণে বেঁচে যান মাত্র ১০ জন যুবক। তারা ট্রেন থেকে নেমে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে দিনাজপুরে যান।
আজ ১৩ই জুন। নীলফামারীর কুখ্যাত গোলাহাট গণহত্যা দিবস আজ। যাকে বলা হয় "অপারেশন খরচাখাতা" নামে।

"সংগৃহীত"

18/04/2022

-
উপকারী গাছের গায়ে ছাল যে থাকে না বাস্তব প্রমান..!! 💝
-
অকৃতজ্ঞাদের সাথে এমনটাই হওয়া উচিত...!! 🙂
-

Address

5400
Rangpur
5402

Telephone

+8801723415709

Website

Alerts

Be the first to know and let us send you an email when জীবন - Jibon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জীবন - Jibon:

Share