14/07/2023
দুনিয়াতে লোহা পরিমাপ করা হয় টন হিসেবে, খাবারদাবার কেজিতে, সোনাদানা গ্রামে আর ডায়মন্ড ক্যারেট হিসেবে। কিন্তু আমার আপনার আমল আল্লাহ কাঠগড়ায় পরিমাপ করা হবে অণু হিসেবে।
فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ (7) وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ
'অতএব, কেউ অণু পরিমাণ ভালকাজ করলে তা সে দেখবে। আর কেউ অণু পরিমাণ খারাপ কাজ করলে তাও সে দেখবে।' (সূরা যিলযাল, ৯৯: ৭-৮)
কিয়ামতের দিনের সেই দাঁড়িপাল্লা হবে অত্যন্ত সূক্ষ্ম, নিখুঁত। এতটাই নিখুঁত যে, অণু পরিমাণ কাজও সে শনাক্ত করতে পারবে।
কাজেই কোনো নেক আমলকে ছোট করে দেখবেন না।
তেমনি কোনো গুনাহের কাজকেও ছোট করে দেখবেন না।
— উস্তাদ আলী হাম্মুদা।