27/08/2025
শুধুমাত্র একটি BSc ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট নিয়ে যদি আপনারা ডিপ্লোমাধারীদের বাবা হতে পারেন (মানে এমন স্লোগান দেন),
তাহলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং + BSc ইঞ্জিনিয়ারিং দুটোই যাদের হাতে আছে, তারা তো আপনাদেরও বাবা!
তাহলে মনে রাখবেন—আপনাদের বাবাদেরও বাবা আছে!
যখন আমরা ৪ বছর ডিপ্লোমা শেষ করি, তখন আপনারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ‘শিশু’।
আর সেই শিশুরাই আজ বড় বড় কথা বলে ডিপ্লোমাধারীদের কটাক্ষ করে!
মনে রাখবেন—ডিপ্লোমা ছাড়া প্রকৌশলের মাঠ অচল।
বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ, মাঠে কাজ চালায় ডিপ্লোমার হাতই।
তাই অহংকারে ভেসে যাবেন না—
কারণ যারা শুধু সার্টিফিকেট নিয়ে বাবাগিরি করতে চান, তারা আসলে প্রকৌশলের খেলনা শিশুই থেকে যান!
— ইঞ্জিনিয়ার সায়েম আদনান
বি: দ্র: সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী ও প্রকৌশলী কটাক্ষ করছেন, শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই বলছি।