Sayem Adnan

Sayem Adnan [" হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল _ নি’মাল মাওলা ওয়া নি’মান নাসির "]

শুধুমাত্র একটি BSc ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট নিয়ে যদি আপনারা ডিপ্লোমাধারীদের বাবা হতে পারেন (মানে এমন স্লোগান দেন),তাহল...
27/08/2025

শুধুমাত্র একটি BSc ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট নিয়ে যদি আপনারা ডিপ্লোমাধারীদের বাবা হতে পারেন (মানে এমন স্লোগান দেন),
তাহলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং + BSc ইঞ্জিনিয়ারিং দুটোই যাদের হাতে আছে, তারা তো আপনাদেরও বাবা!

তাহলে মনে রাখবেন—আপনাদের বাবাদেরও বাবা আছে!

যখন আমরা ৪ বছর ডিপ্লোমা শেষ করি, তখন আপনারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ‘শিশু’।
আর সেই শিশুরাই আজ বড় বড় কথা বলে ডিপ্লোমাধারীদের কটাক্ষ করে!

মনে রাখবেন—ডিপ্লোমা ছাড়া প্রকৌশলের মাঠ অচল।
বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ, মাঠে কাজ চালায় ডিপ্লোমার হাতই।

তাই অহংকারে ভেসে যাবেন না—
কারণ যারা শুধু সার্টিফিকেট নিয়ে বাবাগিরি করতে চান, তারা আসলে প্রকৌশলের খেলনা শিশুই থেকে যান!

— ইঞ্জিনিয়ার সা‌য়েম আদনান

বি: দ্র: সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী ও প্রকৌশলী কটাক্ষ করছেন, শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই বলছি।

09/08/2025

আলহামদু‌লিল্লাহ্

04/08/2025

বৃষ্টি পড়ছে, মন ভিজে যাচ্ছে স্মৃতির সুরে...
এক কাপ চা আর একটা গল্পই শুধু আজকের চাহিদা। ☕🌧️

#বৃষ্টি #মনভেজানো #চায়েরআড্ডা

15/07/2025

Sunset in Makkah

🔸 খালি পেটে জ্ঞানী হওয়া যায় না  পড়াশোনা কেবল বইয়ের বিষয় নয়—পুষ্টি, প্রশান্তি আর পরিবেশ এরই অংশ।  একজন বিসিএস ক্যাডারের ট...
11/07/2025

🔸 খালি পেটে জ্ঞানী হওয়া যায় না
পড়াশোনা কেবল বইয়ের বিষয় নয়—পুষ্টি, প্রশান্তি আর পরিবেশ এরই অংশ।
একজন বিসিএস ক্যাডারের টেবিলে থাকে বইয়ের সাথে ডিম, দুধ, ফল আর চিন্তামুক্ত সময়।
আর অন্যজন টিউশন করে, ক্লান্ত শরীরে রঙ চা আর বিস্কুট খেয়ে স্বপ্ন দেখে।

পত্রিকা হাজারো সংগ্রামীকে বাদ দিয়ে একজন ‘রিকশাচালকের ছেলে ক্যাডার’কে বীর বানায়।
কিন্তু সেই গল্পেও থাকে কারো সহায়তা—ফ্রিতে কোচিং, এলাকার জমিদার বা মেম্বারের সাপোর্ট।

👉 সত্যি কথা হলো—ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মানুষ প্রতিদিন জন্মায় না।
আর শুধুই আত্মপ্রত্যয় নয়, প্রয়োজন সাপোর্ট সিস্টেম।

তবুও, আমরা যারা বিস্কুট আর চায়ের মাঝেও স্বপ্ন দেখি—তাঁরাই হয় বীর।
আজ হোক সেই প্রতিজ্ঞা—নিজের সাধ্যমতো লড়বো, নিজের গল্প নিজের মতো করে লিখবো।

✍️ Sayem Adnan

28/06/2025

💖 ভালোবাসার সর্বোত্তম যিনি, তিনিই একজন মহান — আল্লাহ 💖

মানুষের ভালোবাসায় কখনো শর্ত থাকে,
আল্লাহর ভালোবাসায় থাকে অপরিসীম দয়া।

তিনি না চাইতেই দেন,
না বলতেই বুঝে যান,
আর কখনোই ছেড়ে যান না।

আল্লাহর ভালোবাসাই চিরন্তন, নিঃস্বার্থ আর শান্তির উৎস।

#আল্লাহরভালোবাসা #ভালোবাসার_সেরা #ইসলামিক_পোস্ট #আল্লাহ_সর্বশ্রেষ্ঠ #আত্মিক_শান্তি

নিজের পায়ে...  যতক্ষণ শক্তি আছে, দৌড়ান।  শক্তি কমে এলে, হাঁটুন।  তবুও—  অন্য কারো পায়ের ভরসায় পথ চলার কথা মনেও আনবেন না।...
27/06/2025

নিজের পায়ে...
যতক্ষণ শক্তি আছে, দৌড়ান।
শক্তি কমে এলে, হাঁটুন।
তবুও—
অন্য কারো পায়ের ভরসায় পথ চলার কথা মনেও আনবেন না।

নিজেরপায়ে #আত্মমর্যাদা #সাহস #নিজেরশক্তিতে

কম্পিউটারের প্রথম 'বাগ' মানে সত্যি বাগ ছিল... ধোঁয়া তো প্রমাণ! 🪲💻🔥  পোকা এক্সপায়ার, চিপ ফুসিলেটেড!"কম্পিউটারইতিহাস    #র...
21/06/2025

কম্পিউটারের প্রথম 'বাগ' মানে সত্যি বাগ ছিল... ধোঁয়া তো প্রমাণ! 🪲💻🔥
পোকা এক্সপায়ার, চিপ ফুসিলেটেড!"

কম্পিউটারইতিহাস #রিয়েলবাগ #ধোঁয়াটুথাফ্যাক্ট #হিউমারছুঁয়ে_তথ্য

🕌 জান্নাত কি দল দেখে হবে?"যারা জামায়াতকে ভোট দেবে, তারাই জান্নাতি" — এ ধরনের কথা বলা ইসলামের নামে ভুল বার্তা ছড়ানো।✅ ইসল...
13/06/2025

🕌 জান্নাত কি দল দেখে হবে?

"যারা জামায়াতকে ভোট দেবে, তারাই জান্নাতি" — এ ধরনের কথা বলা ইসলামের নামে ভুল বার্তা ছড়ানো।

✅ ইসলাম বলে, জান্নাত-জাহান্নামের ফয়সালা একমাত্র আল্লাহর হাতে।
✅ ভোট বা দল নয়, ইমান, আমল ও তাকওয়া — এগুলোই মূল বিষয়।
✅ এমন দাবি নবী (সা.)-ও করেননি, তাহলে আমরা কেন করবো?

📖 "আল্লাহই ভালো জানেন কে সবচেয়ে বেশি তাকওয়াবান।"
— সূরা নাজম: ৩২

🛑 ইসলামকে রাজনৈতিক প্রচারের হাতিয়ার বানাবেন না।
🤝 সত্যের পক্ষে থাকুন, কুরআনের পথে চলুন।

---

07/06/2025

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

05/06/2025

🕋 Labbaik Allahumma Labbaik!
لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ
“আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির!”
একটি ডাকে সাড়া দেওয়ার ভালোবাসায় পূর্ণ —

Address

Lalmonirhat
Rangpur
5500

Telephone

+8801610393636

Website

http://www.sunnysphere.com/

Alerts

Be the first to know and let us send you an email when Sayem Adnan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sayem Adnan:

Share