
20/08/2023
মেসি জ্বরে যে কাঁপন ওঠেছিলো আমেরিকায় সেটির সমাপ্তি ঘটল চ্যাম্পিয়ন হবার মধ্য দিয়ে!
৭ ম্যাচে ১০ গোল, কি অবিশ্বাস্য পারফরম্যান্স! যে দলটা লীগে ২৯ দলের মধ্যে রয়েছে তলানিতে। সেই দল প্রথমবারের মতো ওঠেছিলো রাউন্ড অব সিক্সটিনে! মেসির জাদুতে ফাইনাল, অতঃপর রুদ্ধশ্বাস ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন!
মেসি জেতেন, মেসি জেতান, মেসি উপভোগ করেন ফুটবলকে। মেসিকে নিয়ে স্বপ্ন দেখুন, মেসির ওপর বিশ্বাস রাখুন। মেসি কখনোই শূন্য হাতে ফেরায় নি! ফুটবলে মেসির ফ্যান হতে পারাটা খুব ভাগ্যের বিষয়।
আহ Leo Messi ❣️👑