M e h e d i S t o r y

M e h e d i    S t o r y ব্যক্তিত্ব🤐
বির্সজন দিয়ে কারো প্রিয় হওয়ার চেয়ে
একা থাকা শ্রেয়..🌸🥀 😇

18/05/2025

াজায় শিশুদের খাবার বিতরণ
""""""""""""""""""""""""""""""""""""""""""
স্থান- মধ্য গাজা আল মানাসরা
তারিখ- ১৩ই মে ২০২৫
আইটেম- দুধের সাথে চাউলের মিশ্রন!
টিম হাফেজ্জী গাজা থেকে।

টুকরো টুকরো, গুঁড়া গুঁড়া ইট পাথরের স্তূপ। এখানে বেঁচে আছে বহু প্রাণ। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উপনীত এই নিষ্পাপ প্রাণগুলো। সকালে হেসে হেসে সূর্য ওঠে পুবাকাশে। সন্ধ্যায় পশ্চিমাকাশে অস্ত যায় ক্লান্ত দেহে। রাতের বিশ্রাম শেষে পরদিন সকালে আবার উঁকি দেয় সূর্য। এভাবে বহু দিন রাত পেরিয়ে নতুন দিন এসেছে। নতুন রাত এসেছে। কিন্তু গাজার শিশুরা ক্ষুধার্ত-ই রয়ে গেছে।

সারা দুনিয়ার মা বাবা এবং চিকিৎসকগণ শিশুদের পুষ্টির কথা বলেন। পুষ্টিকর খাবারের কথা বলেন। কিন্তু হায়! গাজার শিশুদের বেঁচে থাকার জন্য কোনো মৌলিক খাবার-ই নেই। অনেক শিশুর মা বেঁচে নেই। মা বেঁচে থাকলেও মায়ের বুকে দুধ নেই। দীর্ঘ অনাহারে শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে সব মা। গাজার শিশুরা মায়ের উদর থেকে নেমেই আসে ক্ষুধার্ত অবস্থায়। মা যে খাবার গ্রহণ করেন, শিশু তাই খায়। কিন্তু গাজার মায়েরা খাবার চোখেই দেখেন না দুই বছর ধরে।

এই দুনিয়ায় খাবারের অভাব নেই। পেটে ধারণ করতে না পেরে মানুষেরা খাবার ফেলার জন্য ডাস্টবিন বানিয়ে রেখেছে পথেঘাটে। তবু গাজার শিশুরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে মা*রা যাচ্ছে। আহ!

আমাদের প্রতিটি কাজ দেশবরেণ্য উলামায়ে কেরামের নিবিড় তত্ত্বাবধানে শতভাগ সততা ও বিশ্বস্ততার সঙ্গে পরিচালিত হয়। আমরা গাজার যে আপডেটগুলো নিয়মিত দিই, সেগুলো নিত্যনতুন।

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ গাজার শিশুদের খাবার সরবরাহ করে আসছে সেই যুদ্ধ শুরুর পর থেকেই। এখনও প্রতিদিন গাজায় আমরা খাবার বিতরণ করছি। বিতরণ করছি শিশু খাদ্য। আমাদের গাজার স্থানীয় প্রতিনিধিরা জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন নিয়মিত। ইতোমধ্যে কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমাদের ক'জন সদস্য শহীদ হয়ে গেছেন।

আপনাদের প্রতি করজোড় অনুরোধ করছি যে, আপনারা নিজ নিজ সামর্থ অনুযায়ী গাজার ক্ষুধার্ত নারী পুরুষ ও শিশুদের পাশে দাঁড়ান। আমাদের কিঞ্চিত সামর্থ থাকতেও যদি তারা না খেয়ে মারা যায়, তাহলে আল্লাহর কাছে কী জবাব দেব আমরা?

#পুনশ্চ:-আপনাদের দোয়ায় অন্যদের মত একই পুরোনো ছবি ভিডিও নয় 'টিম হাফেজ্জী' দেশের শীর্ষ স্থানীয় আলেমদের তত্বাবধানে গাজার বিভিন্ন প্রান্তে ৩৯ জন নিজেদের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে প্রতিনিয়ত কার্যক্রমের নতুন ছবি, ও নতুন ভিডিও তথ্য সহ তুলে ধরছে আলহামদুলিল্লাহ।

বাংলাদেশ থেকে #একমাত্র আমরাই যারা গাজাতে একের পর এক সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি! প্রতিটি ভিডিওতে এরাবিক ও ইংরেজীতে তথ্যের মাধ্যমে তারিখ,দিন, বছর উল্লেখ করে একটির পর একটি আমাদের কার্যক্রমের ডকুমেন্টারি পেশ করে যাচ্ছি! আপনাদের দোয়ায় গর্বের সাথে বলতে পারি এইরকম #টানা কার্যক্রম আর কারো নেই, এই রকম একের পর এক #তথ্য সহ #ভিডিও আর কারো নেই আলহামদুলিল্লাহ।

✅কিভাবে আপনার সহযোগিতা আমাদের 'টিম-হাফেজ্জী' কে পাঠাবেন?

🚩নীচের লিংকটিতে ক্লিক করলে দেখে নিতে পারবেন আমাদের গাজার মাজলুমদের সহায়তার সব কার্যক্রমের আপডেট সহ আমাদের নিয়ে সব জাতীয় পত্রিকার নিউজ লিংক।

✅ক্লিক করুন- https://hcsb.org.bd/project/project-gaza-at-a-glance/

↔️১)ওয়েবসাইটের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ব্যাংক, সবরকম মোবাইল ব্যাংকিং এ যেকোন পেমেন্ট সিস্টেম থেকে আপনি চাইলে ফি লি স্তি নি ভাই ও বোনেদের জন্য সহযোগিতা পাঠাতে পারেন। নীচের ডনেশন লিংকে ক্লিক করবেন এরপর প্রজেক্ট সিলেক্ট করবেন-গাজা জরুরী সহায়তা সেখানে সাধারন ফান্ড বা জাকাত ফান্ড সিলেক্ট করে ডনেশন দেবেন ইনশাআল্লাহ। না বুঝলে আমাদের ফোন দেবেন ইনশাআল্লাহ।
https://hcsb.org.bd/donate/

↔️২)ঢাকার মুহাম্মদপুর অফিসে এসে সরাসরি দিতে পারেন!

↔️৩)নীচের পেমেন্ট অপশন থেকে আমাদের আপনার সহযোগিতা পাঠাতে পারেন:-

01919-889294 (শুধু বিকাশ- #পেমেন্ট থেকে)
01406-970907 (বিকাশ, নগদ, রকেট, সেন্ড মানি)
01727-216100 ( বিকাশ, নগদ, রকেট, সেন্ড মানি)
01601-611151 (বিকাশ, নগদ, রকেট, সেন্ড মানি)

জাকাত-রেফারেন্স কোড- gaza25
সাধারন অনুদান রেফারেন্স কোড- GD25

↔️৪)Bank Details:- A/C Name:
Hafezzi Charitable Society Of Bangladesh
Shahjalal Islami Bank
A/c No: 405711100000762
Dhaka north,
Branch name- shahjalal islami bank Tower
Routing No: 190260871

✅ যেকোন প্রয়োজনে What's app এ যোগাযোগ করে
সহযোগিতা নিন।
01919-889294 (ফোন ও what's app)
01727-216100 (ফোন ও what's app)
01406-970907 (ফোন ও what's app)
01601-611151 (ফোন ও what's app)

NouMuslim Muhammad Raj (মহাপরিচালক)
মুহাম্মদ রাজ- রিভার্টেড মুসলিম
Team Hafezzi
Hafezzi Charitable Society Of Bangladesh
Website- www.hcsb.org.bd
সরকারি রেজিষ্ট্রেশন নং- S13879/22
অফিস ঠিকানাঃ ৫৭/এ, রোড নং ৬, মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি মোহাম্মদপুর ঢাকা!

03/03/2025

রোজা নিয়ে সুন্দর কথা..🥰💐

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when M e h e d i S t o r y posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M e h e d i S t o r y:

Share

Category