24/09/2024
কিয়ামতের দিন আপনি একা একা আল্লাহর সামনে দন্ডায়মান হবেন। তখন কিছু যোগ্যতা নিয়ে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই পৃথিবীতে থাকাবস্থায় আপনাকে সেগুলো অর্জন করতে হবে। কি কি যোগ্যতা অর্জন করতে হবে তা আল কুরআন আপনাকে শেখাবে। আপনাকে ধৈর্যশীল হতে হবে, সৎ হতে হবে, আপনার নিজের উপর নিয়ন্ত্রণ থাকতে হবে, আপনাকে দয়ালু হতে হবে, মানুষকে সাহায্য করতে হবে, আপনাকে আপনার রবের ইবাদাত করতে হবে, তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, বিনয়ী হতে হবে... এই পৃথিবীতে অবস্থানকালীন সময়ে আপনাকে এই যোগ্যতাগুলো অর্জন করতে হবে। আপনার হয়তো এই যোগ্যতাগুলো এখন নেই, কিন্তু আপনাকে এগুলো নিজের মাঝে তৈরি করতে হবে এবং এগুলোকে ক্ৰমান্বয়ে উন্নত করে যেতে হবে। আর মৃত্যুপর্যন্ত আপনাকে এই কাজ করে যেতে হবে। এই কিতাব আপনাকে এটাই শেখাবে। সহজ কথায়, এই বই আপনাকে শেখাবে কিভাবে ভালো মানুষ হতে হয়।
যখন জন্ম গ্রহণ করেন তখন আপনি ভালো বা খারাপ কোনোটাই নন। আপনাকে ভালো হওয়ার সামর্থ্য দিয়ে সৃষ্টি করা হয়েছে। আর যখন মারা যাবেন আপনাকে অবশ্যই ভালো মানুষ হিসেবে মারা যেতে হবে। যদি খারাপ মানুষ হিসেবে মারা যান কোনো কিছুই আপনাকে সাহায্য করতে পারবে না। আপনি খারাপ মানুষ তখন এটাই হবে আপনার পরিচয়। আর যদি ভালো মানুষ হিসেবে মারা যান তাহলে 'ভালো মানুষ' হবে আপনার পরিচয়। তখন আপনার ভালো চরিত্র, ভালো আচার-ব্যবহার, ভালো যোগ্যতাসমূহ আপনাকে সাহায্য করবে।
চারপাশে যত বস্তুগত জিনিস রয়েছে আপনার বেঁচে থাকার জন্য সেগুলো প্রয়োজন। কিন্তু সেগুলো আপনাকে সংজ্ঞায়িত করে না, আপনার পরিচয় বহন করে না। আপনার কর্ম আপনার পরিচয় বহন করে। আপনার টাকা আপনাকে সংজ্ঞায়িত করে না, আপনার বাড়ি আপনাকে সংজ্ঞায়িত করে না, আপনার খাবার-দাবার আপনাকে সংজ্ঞায়িত করে না, আপনার বংশ পরিচয় আপনাকে সংজ্ঞায়িত করে না, আপনাকে যা সংজ্ঞায়িত করে তা হল আপনার কর্ম।
আমরা খাই এবং পান করি বেঁচে থাকার জন্য। কিন্তু কোন উদ্দেশ্যে আমাদের এই বেঁচে থাকা? এই বেঁচে থাকার তো একটি উদ্দেশ্য থাকা উচিত। আল কুরআন আপনাকে সেই উদ্দেশ্য সম্পর্কে শিক্ষা দিবে। ভালো মানুষের যোগ্যতাগুলো অর্জন করার জন্যই আমরা এই পৃথিবীতে বেঁচে আছি।
এখন ভালো মানুষ হওয়ার জন্য আপনাকে অনেক পরীক্ষা দিতে হবে। ঐ পরীক্ষাগুলো ছাড়া আপনি কখনো ভালো মানুষ হতে পারবেন না। অর্থাৎ, আপনার জীবনে কঠিন সময় আসবেই। কারণ ঐ কঠিন সময়গুলো ছাড়া আপনার ভালো চরিত্রের ক