
15/01/2025
যারা এই শীতে কাঁচা খেজুর রস খেয়ে সেলফি তুলতেছেন , লিখতেছেন - ‘ Yes ! felling excited ! ‘ কালকে না আবার পল্টি দিয়া অজ্ঞান হয়া থাকেন , একটু খেয়াল রাইখেন ।
যতো রকম এনকেফালাইটিস এই দুনিয়ায় আছে তার প্রায় ৪০-৫০% এর ভেক্টর ই বাদুর ।
বাদুর শীতকালে খেজুরের রস খায় , লালাতে মিশে থাকে নিপাহ এনকেফালাইটিসের জীবাণু । কাঁচা খেজুরের রসে জীবাণু ঢেলে দিয়ে উড়ে চলে যায় ।
কাঁচা খেজুরের রস খায়া ‘ Feeling excited !!! ‘ লিখতে গিয়া অজ্ঞান হইয়া আইসিইউতে পইড়া থাইকেন না , নিজের খেয়াল রাইখেন।
🚫নিপা এনকেফালাইটিসে মৃত্যুর হার ৭০% এরও বেশি ।
-💠সংগৃহীত